প্রেমী

প্রেমী হল ২০০৪ এর একটি প্রকাশিতব্য বাংলা মিষ্টি প্রেমের চলচ্চিত্র যার পরিচালক রবি কিনাগী[2][3] ও প্রযোজক সুরিন্দর ফিল্মস। প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জিৎ, চন্দনা শর্মা আর যীশু সেনগুপ্ত। এই ছবিটি দিয়ে চন্দনা শর্মার সিনেমা জগতে অভিষেক করেছিলেন।[4] ছবিটি ৩০ জুলাই ২০০৪ মুক্তি পেয়েছিল।[5][6] ছবিটি ২০০২ এর তেলেগু ছবি "নী স্নেহাম" এর রিমেক। জিৎ গাঙ্গুলী ছবিটির সংগীত পরিচালক ছিলেন এবং কয়েকটি গান হিট করেছিল।

প্রেমী
প্রেমী চলচ্চিত্রের পোস্টার
Premi
পরিচালকরবি কিনাগী
প্রযোজকসুরিন্দর ফিল্মস
রচয়িতারবি কিনাগী
শ্রেষ্ঠাংশেজিৎ,
যীশু সেনগুপ্ত
চন্দনা শর্মা
সুরকারজিৎ গাঙ্গুলি
চিত্রগ্রাহকজি. বিদ্যানন্দ
সম্পাদকসুরেশ উরস
মুক্তি৩০ জুলাই ২০০৪[1]
দেশ ভারত
ভাষাবাংলা

পটভুমি

পারুচুরি মুরালি পরিচালিত ছবিটি ২০০২ এর তেলেগু ছবি "নী স্নেহাম" এর রিমেক। অভিনয় করেছিলেন উদয় কিরণ, আরতি আগরওয়াল, যতীন গ্রেওয়াল।

রাহুল এবং সুমিত দুই বন্ধু এবং পেশায় ফুটবলার। দুর্ঘটনা থেকে রাহুলকে বাঁচাতে সুমিত তার পায়ে চোট পেয়ে ফুটবল খেলতে অক্ষম হয়ে পড়ে। রাহুল সুমিতকে প্রতিশ্রুতি দিয়েছিল যে একজন মস্ত বড় ফুটবল খেলোয়াড় হয়ে সুমিতের স্বপ্ন পূরণ করবেন। একদিন রাহুল একটি ট্যাক্সিতে পূজার সাথে দেখা হয় এবং প্রথম দর্শনে তার প্রেমে পড়ে যায়। পুজা তার ঠাকুমা এবং ঠাকুদার সাথে থাকে। এদিকে, পূজার সুমিতেরও দেখা হয় এবং সুমিত প্রতিবন্ধী হওয়ার সাথেও তার মনের জোর দেখে তার খুব ভালো লাগে। পূজা এবং তার বন্ধুরা গোয়ায় ঘুরতে হায় এবং সেখানে তাদের সাথে রাহুল এবং তার বন্ধুদের সাথে দেখা হয়, তারা সেখানে একটি ফুটবল ম্যাচের জন্য এসেছিল। পূজা ও রাহুল দু'জনের মধ্যে বন্ধুত্ব হয়। অন্যদিকে পূজার অন্য একজনের সাথে বিয়ে করছে। কেউ পুজাকে রাহুলের সাথে সম্পর্ক আছে বলে অভিযোগ করায় পুজোর বিয়ে ভেঙ্গে যায়। পুজোর ঠাকুদা এই আঘাত সহ্য করতে পারে না এবং মারা যায়। এরফলে পূজা ভুল রাহুলকে ভুল বোঝে এবং তাঁকে ঘৃণা করে। রাহুল গোপনে পূজাকে সাহায্য করার চেষ্টা করে। যখনই সে কোনও ধরনের সমস্যায় পড়ে রাহুল তাকে সাহায্য করে এবং এমনকি পূজার সহায়তার জন্য তার বাবার কাছ থেকে সে টাকা চুরি করে। তবে রাহুল কেবল পূজার সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ করেন, যেখানে তিনি নিজেকে বন্ধু হিসাবে সম্বোধন করেন। পূজা এই গোপন বন্ধুর প্রেমে পড়ে এবং তার সাথে দেখা করতে মরিয়া।

দলের দিন পূজার ভুল করে সুমিতকে তার গোপন বন্ধু ভেবে এবং আনন্দে উচ্ছ্বসে সে তার ঠাকুমা মাধ্যমে সুমিতের বাড়িতে একটি বিয়ের প্রস্তাব পাঠায়। তাদের বিয়ে ঠিক হয়। নিজের প্রেমিকাকে তার প্রিয় বন্ধুর সাথে বিয়ে ঠিক হওয়াতে সে ভেঙ্গে পড়ে কিন্তু সে জানে তার জীবন বাঁচানোর জন্য সুমিতের কাছে এখনও সে ঋণী থাকায় সে সুমিতকে কিছুই বলতে পারে না। পূজা রাহুলকে দেখে রেগে গিয়ে যায় এবং তাকে তার জীবন থেকে দূরে চলে যেতে বলে। অবশেষে সব ভুল বোঝাবুঝি ধুর হয়। রাহুলের সাথে পূজার মিল হয় এবং তারা বিয়ে করে।

অভিনয়

প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জিৎ, চন্দনা শর্মা আর যীশু সেনগুপ্ত এবং অন্যান্য শিল্পীবৃন্দ।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Premi (U)"। Calcutta, India: telegraphindia.com। ৫ আগস্ট ২০০৪। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০০৮
  2. "Rabi Kinagi"। www.citwf.com। ১০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০০৯
  3. "The great role reversal of Tollywood"newindianexpress.com। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৫
  4. "The Telegraph - Calcutta: Metro"। Calcutta, India: telegraphindia.com। ২৯ ডিসেম্বর ২০০৪। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০০৮
  5. "Premi - BIGFlix.com"। rental.bigflix.com। ১৭ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০০৮
  6. "Premi (2004) Online With Movie Mart"। moviemart.in। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০০৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.