অপর্ণা সেন
অপর্ণা সেন (জন্ম: অক্টোবর ২৫, ১৯৪৫) একজন বিখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী এবং চলচ্চিত্র পরিচালিকা। তিনি অভিনেত্রী কঙ্কনা সেন শর্মার মাতা।
অপর্ণা সেন | |
---|---|
![]() | |
জন্ম | ২৫ অক্টোবর, ১৯৪৫ কলকাতা,বেঙ্গল প্রেসিডেন্সি,ব্রিটিশ ভারত |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ![]() |
পেশা | অভিনেত্রী চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার |
পরিচিতির কারণ | অভিনেত্রী,চলচ্চিত্র পরিচালক,চিত্রনাট্যকার |
দাম্পত্য সঙ্গী | সঞ্জয় সেন মুকুল শর্মা কল্যাণ রায় (বর্তমান) |
সন্তান | কমলিনী কঙ্কণা |
আত্মীয় | রণবীর শুরে (কঙ্কণার স্বামী) |
জীবনকাহিনী
অপর্ণা সেন পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। পূর্ব বাংলা থেকে তার পরিবার কলকাতায় আসে। তার বাবা চলচ্চিত্র সমালোচক এবং চলচ্চিত্র নির্মাতা চিদানন্দ দাশগুপ্ত। তার মা সুপ্রিয়া দাশগুপ্ত সম্পর্কে খ্যাতনামা বাংলা কবি জীবনানন্দ দাশের খুড়তুতো বোন। তিনি তার শৈশব অতিবাহিত করেন় হাজারীবাগ এবং কলকাতা শহরে। তিনি কলকাতার মডার্ন হাই স্কুল ফর গার্লস এ লেখাপড়া করেছেন।তিনি কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে ইংরেজিতে অনার্স নিয়ে পড়েছিলেন যদিও ডিগ্রি নেননি।
কর্মজীবন
অভিনয়জীবন
সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র "অরণ্যের দিনরাত্রি" (১৯৭০) সহ আরো অনেক চলচ্চিত্রে তিনি অভিনয় করেন।
পুরস্কার ও সম্মাননা
তথ্যসূত্র
বহি:সংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.