কালবেলা (চলচ্চিত্র)
কালবেলা (English: Kalbela) চলচ্চিত্রটি ২০০৯ সালে পরিচালক গৌতম ঘোষের পরিচালনায় তৈরী হয়। এই চলচ্চিত্রে মূখ্য ভূমিকা গুলিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলী দাম, সন্তু মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়। নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত সমরেশ মজুমদার-এর কালবেলা উপন্যাসের উপর ভিত্তি করে চলচ্চিত্রটি বানানো হয়েছে।
কালবেলা | |
---|---|
![]() কালবেলা ছবির পোস্টার | |
পরিচালক | গৌতম ঘোষ |
প্রযোজক | দূরদর্শন প্রসার ভারতী |
রচয়িতা | সমরেশ মজুমদার |
শ্রেষ্ঠাংশে | পরমব্রত চট্টোপাধ্যায় পাওলী দাম সন্তু মুখোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় |
সুরকার | গৌতম ঘোষ |
চিত্রগ্রাহক | বিজয় আনন্দ গৌতম ঘোষ |
সম্পাদক | শুভ্র রায় |
পরিবেশক | NFDC/ ন্যাশনাল ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশন |
মুক্তি | ১৬ জানুয়ারী, ২০০৯ |
দৈর্ঘ্য | ১৭৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.