খরাজ মুখোপাধ্যায়

খরাজ মুখোপাধ্যায় বা খরাজ মুখার্জী (জন্ম ৭ জুলাই ১৯৬৩) বাঙালি অভিনেতা, গীতিকার, সুরকার এবং গায়ক।[1] ১৯৮০ সালে হুলস্থুল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। বিগত বত্রিশ বছরে তিনি পাতালঘর, বাই বাই ব্যাংকক, কাহানী, নেমসেক, এক্সিডেন্ট, মুক্তোধারা, স্পেশাল ২৬, জাতিস্মর সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি নাট্যশিক্ষক রামপ্রসাদ বণিকের ছাত্র ছিলেন। বাণিজ্যিক এবং স্বাভাবিক অভিনয়ে তিনি দক্ষতা অর্জন করেছেন।। ২০১২ সালের কাহানী চলচ্চিত্রে তিনি ইনস্পেকটর চ্যাটার্জী চরিত্রে অভিনয় করেন।[2][3] ২০০৪ সালে পাতালঘর চলচ্চিত্রের জন্য মুখার্জী বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস' অ্যাসোসিয়েশন – সেরা পুরুষ প্লেব্যাক পুরস্কার লাভ করেন।

খরাজ মুখোপাধ্যায়
জন্ম (1963-07-07) ৭ জুলাই ১৯৬৩
কোলকাতা
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামখরাজ মুখার্জি
পেশাঅভিনেতা, গীতিকার, গায়ক, সুরকার, পরিচালক
পরিচিতির কারণঅভিনয়

চলচ্চিত্রের তালিকা

সাল চলচ্চিত্র  চরিত্র পরিচালক ভাষা
২০১৭ কমরেড  শংকুদেব পান্ডা বাংলা
আমি যে কে তোমার রবি কিনাগী বাংলা
তোমাকে চাই রাজীব কুমার বিশ্বাস  বাংলা
বস ২ বাবা ইয়াদভ বাংলা
২০১৬ কাহানী ২: দুর্গারাণী সিং
সুজয় ঘোষ Hindi
অভিমান রাজ চক্রবর্তী বাংলা
হরিপদ ব্যান্ডওয়ালা নন্দলাল /নন্দু পথিকৃৎ বসু বাংলা
লাভ এক্সপ্রেস গাড়িচালক  Rajiv Kumar Biswas বাংলা
শিকারি Joydip Mukherjee and Jakir Hossain Simanto বাংলা
কেলোর কীর্তি রাজা চন্দ বাংলা
বাদশা-দ্যা ডন বাবা যাদব বাংলা
পাওয়ার ভজন ঘোষ  Rajiv Kumar Biswas বাংলা
কি করে তোকে বলবো অঙ্কুষের প্রতিবেশী  রবি কিনাগী বাংলা
২০১৫ বেলাশেষে জ্যোতির্ময়  নন্দিতা রয় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা
বেশ করেছি প্রেম করেছি নেপাল দাস রাজা চন্দ বাংলা
জামাই ৪২০ রাজবল্লভ  Rabi Kinnagi বাংলা
হিরোগিরি দুতফুলির চাচা Rabi Kinnagi বাংলা
২০১৪  রামধনু - দ্যা রেইনবো  Nandita and Shiboprasad বাংলা
বচ্চন অবসরপ্রাপ্ত কর্ণেল রাজা চন্দ বাংলা
জানলা দিয়ে বৌ পালালো Aniket Chattopadhyay বাংলা
জাতিস্মর ভোলা ময়রা  সৃজিত মুখোপাধ্যায় বাংলা
২০১৩ রংবাজ রাজা চন্দ বাংলা
খিলাড়ি দয়াসংকর বল Ashok Pati বাংলা
চুপিচুপি  Abir Bose বাংলা
গোলেমালে পিরিত করোনা  জগন্নাথ  Anindya Banerjee বাংলা
স্পেশাল ২৬ Neeraj Pandey Hindi
সুদামা দ্যা হাফ ম্যান তর্জাগায়েন প্রজ্ঞা মিত্তির Rajib ball বাংলা
২০১২ চ্যালেঞ্জ ২ স্বর্ণকমল  রাজা চন্দ বাংলা
মুক্তোধারা লখান পান্ডা Shiboprosad Mukherjee

Nandita Roy

বাংলা
আওয়ারা মদনমোহন  রবি কিনাগী বাংলা
লে হালুয়া লে রাজা চন্দ বাংলা
ভূতের ভবিষ্যৎ [4] প্রমোদ প্রধান  Anik Dutta বাংলা
কাহানী  ইন্সপেক্টর চ্যাটার্জি সুজয় ঘোষ Hindi
গোড়ায় গণ্ডগোল  Aniket Chattopadhyay বাংলা
পাগলু ২ শিবের কণ্ঠ Su jit Mondal বাংলা
২০১১ গোঁসাইবাগানের ভূত দামোদর কাকা নীতিশ রায় বাংলা
শত্রু  ভজন বাবু রাজ চক্রবর্তী বাংলা
বাই বাই ব্যাংকক  মিলন সাধুখান Aniket Chattopadhyay বাংলা
এগারো  Arun Roy বাংলা
২০১০ দুই পৃথিবী  গোপালের বাবা রাজ চক্রবর্তী বাংলা
ওগো বধূ সুন্দরী  Sunanda Mitra বাংলা
লে ছক্কা  ইসমাইল বিরিয়ানিওয়ালা রাজ চক্রবর্তী বাংলা
দ্যা জাপানিজ ওয়াইফ  ঘুড়ি দোকানের মালিক Aparna Sen বাংলা
ওয়ান্টেড  শিবুর কাকা রবি কিনাগী বাংলা
নটবর নট আউট বলাই Amit Sengupta বাংলা
২০০৯ চাই ছুটি  Aniket Chattopadhyay বাংলা
দুজনে শিক্ষক  Rajib Biswas বাংলা
চ্যালেঞ্জ  কলেজ প্রিন্সিপাল  রাজ চক্রবর্তী বাংলা
ঢাকী Satabdi Roy বাংলা
লক্ষ্যভেদ  হরিকাকা Raj Mukherjee বাংলা
২০০৮ অবেলায় গরম ভাত বদন প্রামাণিক  শুুুুভেন্দু বাংলা
পার্টনার  গোবর্ধন ঘোষাল শংকর রয় বাংলা
ভালবাসা ভালবাসা  রবি কিনাগী বাংলা
টলি লাইটস Arjun Chakraborty বাংলা
২০০৬ শিকার  রামু স্মরণ দত্ত বাংলা
দ্যা নেমসেক ছোটু মীরা নায়ার ইংরেজি
২০০৫ পরিণীতা  গায়ক Pradeep Sarkar হিন্দী
শূন্য এ বুকে কৌশিক গাঙ্গুলী বাংলা
২০০৩ পাতালঘর সুবুদ্ধি  Abhijit Chowdhury বাংলা
২০০২ টক ঝাল মিষ্টি  বাসু চ্যাটার্জী বাংলা
১৯৮০ হুলস্থুল বাংলা
লাট্টু  unreleased[5] বাংলা

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Kharaj Mukherjee interview"। WBRi। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১২
  2. "Bengali actors set to shine in B'wood movie"Times of India। জুন ১৫, ২০১২। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১২
  3. "Special twist in B'wood Kahaani"Times of India। ৯ জুন ২০১২। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১২
  4. "Bhooter bhobishyot"Telegraph Calcutta। এপ্রিল ২, ২০১২। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১২
  5. "A busy time for Tollywood"Times of India। ২২ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.