বেলাশেষে (চলচ্চিত্র)
বেলাশেষে ভারতীয় বাংলা চলচ্চিত্র। এই ছবিটি ২০১৫ সালের মে মাসের ১ তারিখে কলকাতাতে মুক্তি দেয়া হয়।[1][2]
বেলাশেষে | |
---|---|
![]() প্রচারণা পত্রিকা | |
পরিচালক | নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় |
রচয়িতা | নন্দিতা রায় |
শ্রেষ্ঠাংশে | সৌমিত্র চট্টোপাধ্যায় স্বাতীলেখা সেনগুপ্ত ঋতুপর্ণা সেনগুপ্ত অপরাজিতা আঢ্য মনামি ঘোষ সোহানী সেনগুপ্ত শঙ্কর চক্রবর্তী খরাজ মুখোপাধ্যায় ইন্দ্রাণী দত্ত অনিন্দ্য চট্টোপাধ্যায় |
সুরকার | অনুপম রায় অনিন্দ্য চট্টোপাধ্যায় |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ₹১ কোটি (US$১,৩৯,১৪৬) |
আয় | ₹২.৩ কোটি (US$৩,২০,০৩৫.৮) |
কাহিনী
প্রকাশনা ব্যবসার সঙ্গে যুক্ত সাহিত্যপ্রেমী বিশ্বনাথ মজুমদার (সৌমিত্র চট্টোপাধ্যায়) দুর্গা উৎসব উপলক্ষে ছেলে (শঙ্কর চক্রবর্তী), ছেলের বউ (ইন্দ্রাণী দত্ত), তিন মেয়ে (অপরাজিতা আঢ্য ঋতুপর্ণা সেনগুপ্ত ও মনামি ঘোষ) এবং তিন জামাইকে (খরাজ মুখোপাধ্যায়, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়) এক জায়গায় জড়ো করেন৷ [3] সকলে ভাবে উনি বোধহয় তার সম্পত্তির উইল পড়ে শোনাবেন৷ কিন্তু বিশ্বনাথ সবাইকে অবাক করে দিয়ে জানান, ৪৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চান তিনি৷ স্ত্রী আরতির (স্বাতীলেখা সেনগুপ্ত) সঙ্গে বিবাহ-বিচ্ছেদের জন্য যাবতীয় আইনি ব্যবস্থা তিনি ইতোমধ্যেই সেরে ফেলেছেন৷ দু’জনের দাম্পত্য জীবনে কোনও বিবাদ নেই৷ কোনও অপূর্ণতাও নেই৷ একপর্যায়ে আদালতের শরণাপন্ন হন দুজন আলাদা-যাপনের জন্য, আদালত তাদের ১৫ দিন একত্রে কাটানোর জন্য সুপারিশ করে। শুরু হয় বিবাহ বিচ্ছেদের আগের শেষ ১৫ দিন, যেখানে থাকবে শুধু বিশ্বনাথ আর আরতি।[4]
অভিনয়
- সৌমিত্র চট্টোপাধ্যায়
- স্বাতীলেখা সেনগুপ্ত
- ঋতুপর্ণা সেনগুপ্ত
- অপরাজিতা আঢ্য
- মনামি ঘোষ
- সোহানী সেনগুপ্ত
- শঙ্কর চক্রবর্তী
- খরাজ মুখোপাধ্যায়
- ইন্দ্রাণী দত্ত
- অনিন্দ্য চট্টোপাধ্যায়
প্রযোজনা
প্রতিক্রিয়া
তথ্যসূত্র
- "Mother-Daughter together in Bela Seshe?"। The Times of India। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৫।
- "বক্স-অফিসে 'বেলাশেষে'র বাজিমাৎ"। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৫।
- "'বেলাশেষে'র সৌমিত্র-স্বাতীলেখা"। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৫।
- "বেলাশেষের পাক-ধরা প্রেমেই জিত টলিউডে"। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৫।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বেলাশেষে
(ইংরেজি)