শ্রীজাত

বাংলা ভাষার আধুনিক যুগের কবিদের মধ্যে শ্রীজাত অন্যতম[1]। সম্পূর্ণ নাম "শ্রীজাত বন্দ্যোপাধ্যায়"। জন্ম ২১ ডিসেম্বর, ১৯৭৫। জন্মস্থান কলকাতা। শ্রীজাত আনন্দ পুরস্কারে (২০০৪) ভূষিত হয়েছেন তার উড়ন্ত সব জোকার কবিতার বইয়ের জন্য। তাকে বিংশ শতাব্দীর অন্যতম বাঙালি নোবেল মনোনয়ন প্রত্যাশী হিসেবে গন্য করা হয়।বাংলা কবিতায় অতিজাগতিক মাত্রা সন্নিবেশ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করে। তিনি বর্তমানে ফেসবুকেও সক্রিয় আছেন। এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তিনি বিভিন্ন সাম্প্রতিক ঘটনাবলীর সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করেছেন এবং ফেসবুকেও তিনি প্রবল জনপ্রিয় হয়ে উঠেছেন।

শ্রীজাত

উল্লেখযোগ্য কাজসমূহ

শ্রীজাত-এর উল্লেখ্য কাজের মধ্যে উড়ন্ত সব জোকার বিশেষভাবে উল্লেখ্য। এছাড়াও আছে ছোটদের চিড়িয়াখানা (২০০৫), বর্ষামঙ্গল (২০০৬), অকালবৈশাখী (২০০৭), বোম্বে টু গোয়া (২০০৭), কর্কটক্রান্তির দেশ (২০১৪), ইত্যাদি।

গ্রন্থতালিকা

  • শেষ চিঠি (১৯৯৯)
  • দু-চার কথা (২০০০)
  • অনুভব করেছি তাই বলছি (২০০১)
  • লিখতে হলে ভদ্রভাবে লিখুন (২০০২)
  • উড়ন্ত সব জোকার (২০০৪)
  • ছোটদের চিড়িয়াখানা (২০০৫)
  • কাতিউশার গল্প (২০০৬)
  • বর্ষামঙ্গঙ্গল (২০০৬)
  • অকালবৈশাখী (২০০৭)
  • বোম্বে টু গোয়া (২০০৭)
  • কফির নামটি আইরিশ (২০০৮)
  • বেটু আর জেঠু (২০০৮)
  • এমনি বই (২০০৯)
  • শেষ চিঠি দুচার কথা (২০০৯)
  • কম্বিনেশিয়া (২০১০)
  • কিছু কবিতা (২০১১)
  • ছাই রঙের গ্রাম (২০১১)
  • ট্রেন হারানোর গন্ধ (২০১২)
  • আমার সান্টা ঠাকুর(গদ‍্য) (২০১২)
  • আমি আর উইলিয়াম (২০১৩)
  • কর্কটক্রান্তির দেশ (২০১৪)
  • বান্ধবীগাছ (২০১৫)
  • কবিতাসমগ্র ১ (২০১৫)
  • অন্ধকার লেখাগুচ্ছ (২০১৫)
  • কবিতাসমগ্র ২ (২০১৬)
  • প্রেমের কবিতা (২০১৭)
  • মুশতাক হুসেনের দরবারি (২০১৭)
  • শালিমারে সংঘাত(উপন্যাস)(২০১৭)
  • ধ্বংস (২০১৮)
  • লিমেরিক (২০১৮)
  • শ্রীজাত'র ফেসবুক (২০১৮)
  • তারাভরা আকাশের নীচে(উপন্যাস)(২০১৯)
  • যে জোৎস্না হরিণাতীত(২০১৯)
  • যে কথা বলোনি আগে(গ‍দ‍্য)(২০১৯)
  • যা কিছু আজ ব‍্যক্তিগত(গদ‍্য)(২০১৯)

গীতিকার

শ্রীজাত কবিতার পাশাপাশি বিভিন্ন ছবির গান রচনা করেছেন।

  • ০৩৩
  • অটোগ্রাফ
  • জানি দেখা হবে
  • সি/ও স্যার
  • মিশর রহস্য
  • শত্রু
  • উড়ো চিঠি
  • জিও কাকা
  • ইতি মৃণালিনী
  • চ্যাপলিন
  • চারুলতা
  • অবশেষে
  • পাঁচ অধ্যায়
  • একলা আকাশ
  • নামতে নামতে

পুরস্কার

২০০৪ সালে উড়ন্ত সব জোকার বইয়ের জন্য আনন্দ পুরস্কার।

তথ্যসূত্র

  1. Roy, Amit (১৭ আগস্ট ২০০৮)। "Cal trio charm book lovers"The Daily Telegraph। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.