মেদিনীপুর কলেজ

মেদিনীপুর কলেজ (স্বায়ত্তশাসিত) (বাংলা: মেদিনীপুর মহাবিদ্যালয় (স্বশাসিত) ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের প্রাচীনতম কলেজ। এটি কলা এবং বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর কোর্স অফার করে থাকে। এটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। [1] কলেজটিকে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষর থেকে বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন কর্তৃক স্বায়ত্তশাসন প্রদান করা হয়েছে। [2] সেন্ট জাভিয়ার্স কলেজ, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর ও আর কে এম বেলুরের পরে এটি কেবলমাত্র চতুর্থ এডেড কলেজ হিসেবে ট্যাগ দেওয়া হবে।

মেদিনীপুর কলেজ (স্বশাসিত)
চিত্র:Midnapore College logo.JPG
মেদিনীপুর কলেজ লোগ
নীতিবাক্যশিক্ষা মানুষের মধ্যে ইতিমধ্যে পরিপূর্ণতা প্রকাশ
ধরনঅধীন স্নাতকোত্তর এবং স্নাতকোত্তর কলেজ
স্থাপিত১৮৭৩
অধ্যক্ষড. গোপাল চন্দ্র বেরা
শিক্ষায়তনিক কর্মকর্তা
১০০ (প্রায়)
স্নাতক৪,০০০ (প্রায়)
স্নাতকোত্তর৩৮০ (প্রায়)
অবস্থান, ,
২২°২৫′২২″ উত্তর ৮৭°১৯′৩৮″ পূর্ব
শিক্ষাঙ্গনশহুরে
অধিভুক্তিবিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটমেদিনীপুর কলেজের ওয়েব সাইট

ইতিহাস

কৃতিত্ব

২০১১ সালে বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন কর্তৃক একাশদ পরিকল্পনা (ফেজ -৩) এর জন্য "মেধাবিদের জন্য সম্ভাব্যতার কল্যাণমূলক কলেজ" (সিপিই) হিসাবে মেদিনীপুর কলেজকে চিহ্নিত করা হয়েছে। [3]

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন মেদিনীপুর কলেজকে "স্বতন্ত্র" (স্বশাসিত) অধিকার প্রদান করেছে।[4] পশ্চিমবঙ্গে এটি শুধু চতুর্থ কলেজ হিসাবে, এটি সেন্ট জ্যাভিয়েরের কলেজ, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর ও আর কে এম, বেলুরের পরে রাষ্ট্রীয় মর্যাদা লাভ করেছে। [5] ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে কলেজটিকে নিজস্ব পাঠক্রম এবং তাদের নিজস্ব পরীক্ষা পরিচালনা করার অনুমতি দেওয়া হয়। ফলাফলও কলেজ কর্তৃক প্রকাশিত হচ্ছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের সাথে কলেজ থেকে কেবলমাত্র মার্কশিট প্রকাশিত হবে। [6]

স্বীকৃতি

কলেজটি বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন (ইউজিসি) দ্বারা স্বীকৃত। [7] ২০০৬ সালে এটি ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (এনএএসি) কর্তৃক স্বীকৃত হয় এবং এ + গ্রেড প্রদান করা হয়। [8] তারপর ২০১২ সালে, এটি ৪.০০ সিজিপিএ স্কোর মধ্যে ৩.৫৮ সিজিপিএ স্কোর সঙ্গে গ্রেড এ পুনরায় - স্বীকৃত ছিল। [9] এখন এটি ২০১৭ সালে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (এনএএসি) দ্বারা গ্রেড এ + (সিজিপিএ- ৪ এর মধ্যে ৩.৬০) দ্বারা পুনরায় স্বীকৃতিপ্রাপ্ত এবং সম্মানিত হয়। [10]

তথ্যসূত্র

  1. "Affiliated College of Vidyasagar University"। 25 February 2012 তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 02 November 2017 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "Midnapore College receives autonomy:TOI"। সংগ্রহের তারিখ 02 November 2017 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "List of CPE identified by UGC" (PDF)
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (PDF)। ১৮ অক্টোবর ২০১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮
  5. "Midnapore College receives autonomy - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭
  6. http://www.edu-leaders.com/articles/37956/ugc-grants-autonomy-to-midnapore-college
  7. "Colleges in West Bengal, University Grants Commission"। ১৬ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮
  8. "Institutions Accredited/ Re- accredited by NAAC whose accreditation validity period is over" (PDF)। ১২ মে ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  9. "List of Institutions Re-Accredited by NAAC in 2012" (PDF)। ১২ মে ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮
  10. "List of Institutions Re-Accredited by NAAC in 2017" (PDF)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.