কলের বউ
কলের বউ স্টার জলসার ২০১৯ সালের একটি ধারাবাহিক নাটক।
কলের বউ | |
---|---|
ধরন | ধারাবাহিক নাটক |
রচনা | স্নেহাশীষ চক্রবর্তী |
পরিচালক | স্নেহাশীষ চক্রবর্তী |
অভিনয় | রোহন ভট্টাচার্য ,তৃণা সাহা ,রূপসা চক্রবর্তী, দীপঙ্কর দে ,সোহম চৌধুরী |
প্রস্তুতকারক দেশ | 🇮🇳ভারত |
মূল ভাষা | বাংলা |
প্রযোজক | স্নেহাশীষ চক্রবর্তী |
অবস্থান | কলকাতা |
ব্যাপ্তিকাল | ২২ মিনিট |
প্রোডাকশন কোম্পানি | ব্লুজ প্রোডাকশন |
মূল চ্যানেল | স্টার জলসা |
মূল প্রদর্শনী | ২৭ মে ২০১৯- বর্তমান |
গল্প
দরিদ্র সরল গ্রামের মেয়ে টেপি । যে খাদ্যরসিক। সে দীপের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং পুত্রবধূ হিসাবে ধনী পরিবারে যায়। দীপ একজন বিজ্ঞানী।সে টেপির মত দেখতে একটি রোবট বানায় । যে টেপির পক্ষে পরিবারের সমস্ত কাজ এবং রান্না করবে। যাতে টেপি মূর্খ তা কোনও ভাবে ধরা পড়ে । তার পরিবার এই গোপন কথাটি সম্পর্কে অজ্ঞ থাকে। এই শোটি একটি খুব স্বতন্ত্র প্রেমের গল্প বলছে যা বেশ কয়েকটি ঘরানা, রোম্যান্স, কৌতুক এবং বিজ্ঞানের কথাসাহিত্যের সংমিশ্রণ। শোতে এমন একজন বিজ্ঞানীর গল্প বলা হয়েছে যে তার স্ত্রীর সম্মান বাঁচাতে এবং তার ত্রুটিগুলি পরিবারের সামনে লুকিয়ে রাখতে একটি রোবট আবিষ্কার করে[1]।
অভিনয়
- দীপ নারায়ণ চৌধুরী চরিত্রে রোহন ভট্টাচার্য[2]
- টেপী ও তমসা চরিত্রে তৃণা সাহা[3]
- তোর্সা চরিত্রে রূপসা চক্রবর্তী
- নরনারায়ণ চৌধুরী চরিত্রে দীপঙ্কর দে
- রূপ চরিত্রে সোহম চৌধুরী
কলাকুশলী
পরিচালক, প্রযোজক, লেখক- স্নেহাশীষ চক্রবর্তী[4]
তথ্যসূত্র
- "Koler Bou"।
- বিলকিস, মৌসুমী। "'কলের বউ'-এর দীপনারায়ণ পুকুরপাড়ে কী করছেন!"। anandabazar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৫।
- "আসল রূপ দেখাতে শুরু করেছে 'কলের বউ'"। Indian Express Bangla। ২০১৯-০৯-০৩। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৫।
- "Koler Bou Star Jalsha TV Serial, cast, story, episode"। Bhalobasa.in (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.