বাংলার প্রধানমন্ত্রী
বাংলার প্রধানমন্ত্রী ব্রিটিশ ভারতে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রীর পদ ছিল। ভারত শাসন আইন ১৯৩৫ এর আওতায় এই পদ সৃষ্টি করা হয়। বঙ্গীয় আইন পরিষদের সাথে নেতার সাথে একই সময় এটির অবস্থান ছিল।[1]
ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের প্রধানমন্ত্রী | |
---|---|
প্রাক্তন রাজনৈতিক পদ | |
![]() | |
প্রথম | এ কে ফজলুল হক |
শেষ | হোসেন শহীদ সোহরাওয়ার্দী |
সম্বোধন | মাননীয় |
নিয়োগকর্তা | বাংলার গভর্নর |
কার্যকাল শুরু | ১ এপ্রিল ১৯৩৭ |
কার্যকাল সমাপ্ত | ১৪ আগস্ট ১৯৪৭ |
ব্রিটিশ ভারতে বাংলার প্রধানমন্ত্রী একটি প্রভাবশালী পদ ছিল। তবে তার শাসনসীমা ব্রিটিশ ঔপনিবেশিক গভর্নরের ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ ছিল। একটি ভারতীয় ফেডারেশন গঠনের ঘোষণা কংগ্রেসের বিরোধীতার জন্য বাস্তবায়িত হতে পারেনি। কংগ্রেস এককেন্দ্রীক সরকারের দাবি জানিয়েছিল। প্রধানমন্ত্রী এ কে ফজলুল হক ১৯৪০ সালে লাহোর প্রস্তাবে ভারতের পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চল নিয়ে সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রস্তাব করেছিলেন।[2]
এই পদটি দশ বছর (১৯৩৭-১৯৪৭) কার্যকর ছিল। ভারত বিভাগের পর এর বিলুপ্তি হয় এবং বিভাগের পর বাংলা পূর্ব ও পশ্চিম বাংলায় বিভক্ত হয়ে যায়। এই পদের উত্তরাধিকারী হিসেবে আধুনিককালের বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদকে উল্লেখ করা যায়।
প্রধানমন্ত্রীগণ
ক্রমিক | নাম | ছবি | মেয়াদ[3] | দল | গভর্নর | ভাইসরয় |
---|---|---|---|---|---|---|
১ | শেরে বাংলা এ কে ফজলুল হক | ![]() | ১ এপ্রিল ১৯৩৭ - ১ ডিসেম্বর ১৯৪১ ১২ ডিসেম্বর ১৯৪১ - ২৯ মার্চ ১৯৪৩ | কৃষক প্রজা পার্টি | স্যার জন আর্থার হার্বার্ট | দ্য মারকুইস অব লিনলিথগো |
২ | স্যার খাজা নাজিমউদ্দিন | ২৯ এপ্রিল ১৯৪৩ - ৩১ মার্চ ১৯৪৫ | নিখিল ভারত মুসলিম লীগ | স্যার রিচার্ড চেসি | দ্য মারকুইস অব লিনলিথগো দ্য ভিসকাউন্ট ওয়াভেল | |
৩ | হোসেন শহীদ সোহরাওয়ার্দী | ![]() | ২৩ এপ্রিল ১৯৪৬ - ১৪ আগস্ট ১৯৪৭ | নিখিল ভারত মুসলিম লীগ | স্যার ফ্রেডেরিক বারোস | দ্য ভিসকাউন্ট ওয়াভেল আর্ল মাউন্টব্যাটেন |
রাজনৈতিক ইতিহাস
গ্যালারি
আরও দেখুন
তথ্যসূত্র
- http://timesofindia.indiatimes.com/city/kolkata/Post-Independence-a-Prime-Minister-for-Bengal/articleshow/21836473.cms
- "North Western and Eastern Zones of (British) India should be grouped to constitute ‘independent states’ in which the constituent units should be autonomous and sovereign"- Lahore Resolution. আর্কাইভইজে আর্কাইভকৃত ২৮ জুন ২০১৩ তারিখে
- http://wbassembly.gov.in/html/permiersOfBen.html