কলকাতা দাঙ্গা

কলকাতা দাঙ্গা বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস[1] ছিল ১৯৪৬ সালের ১৬ অগস্ট তদনীন্তন ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের রাজধানী কলকাতায় সংঘটিত একটি বহুবিস্তৃত সাম্প্রদায়িক দাঙ্গা ও নরহত্যার ঘটনা। এই দিনটিই ছিল "দীর্ঘ ছুরিকার সপ্তাহ" ("The Week of the Long Knives") নামে পরিচিত কুখ্যাত সপ্তাহকালের প্রথম দিন।[2][3]

'প্রত্যক্ষ সংগ্রাম দিবসে'র দাঙ্গার পর কলকাতার রাজপথে ছড়িয়ে থাকা নিহতদের দেহ। স্বাধীনতার এক বছর পূর্বে ১৯৪৬ সালে কলকাতায় সংঘটিত এই দাঙ্গায় চার হাজারেরও বেশি নিরীহ হিন্দু ও মুসলমান নিহত হয়েছিলেন।

১৯৪০-এর দশকে ভারতের গণপরিষদের দুটি বৃহত্তম রাজনৈতিক দল ছিল মুসলিম লিগ ও ভারতীয় জাতীয় কংগ্রেস। ১৯৪৬ সালে ক্যাবিনেট মিশন ভারতীয় নেতৃবর্গের হাতে ব্রিটিশ ভারতের শাসনভার তুলে দেওয়ার প্রস্তাব রাখে। এই প্রস্তাবে একটি নতুন ভারত অধিরাজ্য ও তার সরকার গঠনেরও প্রস্তাব জানানো হয়। এর অব্যবহিত পরে, একটি বিকল্প প্রস্তাবে হিন্দুপ্রধান ভারত ও মুসলমানপ্রধান পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়। কংগ্রেস বিকল্প প্রস্তাবটি সম্পূর্ণত প্রত্যাখ্যান করে। এই প্রত্যাখ্যানের বিরুদ্ধে এবং একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের দাবিতে[4][5] মুসলিম লিগ ১৯৪৬ সালের ১৬ অগস্ট একটি সাধারণ ধর্মঘটের (হরতাল) ডাক দেয়।[6]

এই প্রতিবাদ আন্দোলন থেকেই কলকাতায় এক ভয়ংকর সাম্প্রদায়িক দাঙ্গার জন্ম হয়।[7][8] মাত্র ৭২ ঘণ্টার মধ্যে শহরে চার হাজারেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারান ও এক লক্ষ বাসিন্দা গৃহহারা হন।[1][8] কলকাতার দেখাদেখি দাঙ্গা ছড়িয়ে পড়ে নোয়াখালী, বিহার, যুক্তপ্রদেশ (অধুনা উত্তরপ্রদেশ) পাঞ্জাবউত্তর পশ্চিম সীমান্ত প্রদেশেও। তবে সর্বাপেক্ষা ভীতিপ্রদ দাঙ্গার ঘটনা ঘটেছিল কলকাতা ও নোয়াখালীতে (অধুনা বাংলাদেশ রাষ্ট্রে)। এই ঘটনাই ভারত বিভাগের বীজ বপন করে।

আরও দেখুন

পাদটীকা

  1. Burrows, Frederick (১৯৪৬)। Report to Viceroy Lord WavellThe British Library IOR: L/P&J/8/655 f.f. 95, 96-107 |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. Sengupta, Debjani (২০০৬)। A City Feeding on Itself: Testimonies and Histories of ‘Direct Action’ Day। Sarai Reader।
  3. L/I/1/425. The British Library Archives, London.
  4. Bourke-White, Margaret (১৯৪৯)। Halfway to Freedom: A Report on the New India। Simon and Schuster, New York।
  5. Panigrahi, D.N. (২০০৪)। India's Partition: The Story of Imperialism in Retreat। Routledge, pp.294।
  6. Tsugitaka, Sato (২০০০)। Muslim Societies: Historical and Comparative Aspects। Routledge। পৃষ্ঠা 112। আইএসবিএন 0415332540। |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  7. Islam, Prof. Sirajul (Chief Editor) (২০০০)। Calcutta Riot (1946)"Banglapedia"। Asiatic Society of Bangladesh। |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  8. Das, Suranjan (২০০০)। "The 1992 Calcutta Riot in Historical Continuum: A Relapse into 'Communal Fury'?"Modern Asian Studies। Cambridge University Press। 34 (2): 281–306। doi:10.1017/S0026749X0000336X অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.