রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ, নরেন্দ্রপুর

রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়, নরেন্দ্রপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ কলেজ। এটি কলকাতার নরেন্দ্রপুর এলাকায় অবস্থিত একটি স্বায়ত্তশাসিত কলেজ। কলেজটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত। এটি রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর দ্বারা পরিচালিত হয়।[1] এই ছেলেদের জন্য একটি আবাসিক কলেজ শুধুমাত্র।

রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়
কলেজ
ধরনস্বায়ত্তশাসিত
স্থাপিত১৯৬০
অধ্যক্ষস্বামী ভূদেবানন্দ (জনপ্রিয় শৌভিক দা)
শিক্ষায়তনিক কর্মকর্তা
৮২
অবস্থান, ,
২২.৪৩৮৬১৯° উত্তর ৮৮.৪০০০২৪° পূর্ব / 22.438619; 88.400024
শিক্ষাঙ্গনশহুরে
রঙসমূহসাদা এবং সাদা
অধিভুক্তিকলকাতা বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটwww.rkmcnarendrapur.org

ক্যাম্পাস জীবন

কলেজ এবং আশ্রমের ক্যাম্পাস ১৫০ একর (০.৬১ বর্গ কিলোমিটার) উত্তপ্ত সবুজভূমিতে অবস্থিত। কলেজ ছাত্রদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করা হয়, যেমন হোস্টেল, লাইব্রেরি, মাল্টিজিম, গেমস, ক্রীড়া এবং চিকিৎসা। বর্তমানে চারটি হোস্টেল রয়েছে, যথা ব্রহ্মানন্দ ভবন, শ্রী গৌরাঙ্গ ভবন ,রামকৃষ্ণানন্দ ভবন এবং অদ্ভুতানন্দ ভবন কলেজের তত্ত্বাবধানে আচার্য ভবন। কলেজটি একটি সুবিস্তস্ত গ্রন্থাগারও সরবরাহ করে। [2] কলেজ ভবনটি চার তলা বিশিষ্ট। সম্প্রতি ব্রহ্মানন্দ ভবনের পাশে একটি সুইমিং পুল উদ্বোধন করা হয়েছে।

তথ্যসূত্র

  1. "Ramakrishna Mission Residential College"India education। ২০০৮-০৬-২৪ তারিখে মূল (http) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-২০
  2. "Ramakrishna Mission Residential College"India9.com। ২০১২-০৫-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.