বাংলা ক্রিকেট দল

বাংলা ক্রিকেট দল পূর্ব ভারতের একটি ক্রিকেট দল। বাংলা দল রঞ্জি ট্রফির একটি অন্যতম সেরা দল এবং ২০০৫-২০০৬ ও ২০০৬-২০০৭ ক্রিকেট বর্ষে পর পর দুই বার রানার্স-আপ হয়। [1] বাংলা বর্তমান (২০১২) বিজয় হাজারে ট্রফি (যা রনজি ট্রফির একদিনের সংস্করণ হিসেবে পরিচিত) চ্যাম্পিয়ন। তারা ফাইনালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সৌরভ গাঙ্গুলীর এর অধিনায়কত্বে মুম্বাই-কে পরাজিত করে।[2]

বাংলা ক্রিকেট দল
কর্মীবৃন্দ
অধিনায়ক মনোজ তিওয়ারী
কোচসাইরাজ বাহুতুলে
মালিকক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল
দলীয় তথ্য
প্রতিষ্ঠাকাল১৯০৮
স্বাগতিক ভেন্যুইডেন গার্ডেনস
ধারণক্ষমতা৬৭,০০০

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল

সিএবি পশ্চিমবঙ্গের ক্রিকেট গভর্নিং বডি ।

কর্মকর্তা

  1. সিএবি প্রেসিডেন্ট = সৌরভ গঙ্গোপাধ্যায়
  2. সিএবি কোষাধ্যক্ষ = বিশ্বরূপ দে
  3. যুগ্ম সচিব = অভিষেক ডালমিয়া এবং সুবীর গঙ্গোপাধ্যায়

বিখ্যাত খেলোয়াড়

সেরা পারফরম্যানস

বাংলা ক্রিকেট দলের সেরা পারফরম্যানস গুলো নিচে দেওয়া হলো:[3]

স্থানসাল
বিজেতা১৯৮৯-৯০, ১৯৩৮-৩৯
রানার আপ২০০৬-০৭, ২০০৫-০৬, ১৯৯৩-৯৪, ১৯৮৮-৮৯, ১৯৭১-৭২, ১৯৬৮-৬৯, ১৯৫৮-৫৯, ১৯৫৫-৫৬, ১৯৫২-৫৩, ১৯৪৩-৪৪, ১৯৩৬-৩৭

বর্তমান দল

নীচে বাংলা ক্রিকেট দলের বর্তমান সদস্য তালিকা দেওয়া হলো:[4]

  1. মনোজ তিওয়ারী (অধিনায়ক)
  2. ঋদ্ধিমান সাহা (সহ-অধিনায়ক)
  3. অরিন্দম দাস
  4. অশোক দিন্দা
  5. অরিন্দম ঘোষ
  6. অনুষ্টুপ মজুমদার
  7. ইরেশ সাক্সেনা
  8. সামি আহমেদ
  9. রোহন ব্যানার্জী
  10. পার্থসারথি ভট্টাচার্য্য
  11. অনির্বাণ গুপ্ত
  12. ঋতম পোড়েল
  13. দিব্যেন্দু চক্রবর্তী
  14. অর্ণব নন্দী
  15. সৌরভ সরকার

মানচিত্রে

অভিমন্যু ঈশ্বরণ
অভিষেক রমন
আমির গনি
অশোক দিন্দা
জন্মস্থান অনুযায়ী খেলোয়াড়দের নাম

তথ্যসূত্র

  1. Ranji Trophy Winners
  2. http://www.espncricinfo.com/indiandomestic2010/engine/match/526378.html
  3. "রঞ্জী ট্রফি বিজেতা"। ইএসপিএন ক্রিকেট তথ্য। সংগ্রহের তারিখ আগষ্ট ২, ২০১১
  4. "বর্তমান বাংলা দল"

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.