হাওড়া জংশন রেলওয়ে স্টেশন

হাওড়া জংশন রেলওয়ে স্টেশন ভারতের সবচেয়ে বড় রেলওয়ে কমপ্লেক্স এবং বড় স্টেশনের মুকুট তার মাথায়। ১৬৩ বছরের পুরনো এ স্টেশনটির প্ল্যাটফর্ম সংখ্যা ২৩ ও ট্র্যাক ২৬টি।[2]

১৫ আগস্ট ১৮৫৪ সালে হাওড়া থেকে হুগলি, পূর্ব ভারতের প্রথম রেল চলাচলের স্মৃতিফলক
হাওড়া জংশন
কেন্দ্রীয় স্টেশন
হুগলি নদী থেকে হাওড়া জংশনের দৃশ্য
অবস্থানহাওড়া - ৭১১১০১, হাওড়া জেলা, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২২°৩৪′৫৪″ উত্তর ৮৮°২০′৩২″ পূর্ব
উচ্চতা১০ মিটার (৩৩ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেল
লাইন (সমূহ)হাওড়া-দিল্লী মেইন লাইন
হাওড়া-গয়া-দিল্লী লাইন
হাওড়া-নাগপুর-মুম্বাই লাইন
হাওড়া-চেন্নাই মেইন লাইন
হাওড়া-নতুন জলপাইগুড়ি মেইন লাইন
প্ল্যাটফর্ম২৩
রেলপথ২৬
সংযোগসমূহরিক্সা, বাস, নৌকা, ট্যাক্সি
নির্মাণ
পার্কিংউপলব্ধ
অন্য তথ্য
স্টেশন কোডHWH
জোন(সমূহ) পূর্ব রেল
বিভাগ(সমূহ) হাওড়া
ইতিহাস
চালু১৮৫৪ (1854)
বৈদ্যুতীকরণ১৯৫৪ (1954)[1]
আগের নামইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি
পরিসেবাসমূহ
পূর্ববর্তী স্টেশন   কলকাতা শহরতলি রেল   পরবর্তী স্টেশন
শেষ স্টেশনপূর্ব লাইন
প্রধান লাইনকর্ড লাইন
দক্ষিণ পূর্ব লাইনশেষ স্টেশন
অবস্থান

পরিসংখ্যান

  • হলটিং ট্রেন সংখ্যা: ২২
  • প্রারম্ভকারী ট্রেন সংখ্যা: ১২৪
  • অন্তকারী ট্রেন সংখ্যা: ১২২

বিশেষ প্রারম্ভকারী ট্রেন পরিসংখ্যান

  • এসি সুপারফাস্ট - ৩
  • অন্ত্যোদয় - ১
  • দুরন্ত - ৪
  • গরিব রথ - ১
  • হামসফর - ২
  • জনশতাব্দী - ৩
  • রাজধানী - ২
  • শতাব্দী - ৪
  • সুবিধা - ১

প্লাটফর্ম তথ্য

প্লাটফর্ম নং ১ থেকে ১৪ নং পর্যন্ত পুরাতন টার্মিনাসের এবং ১৭ নং থেকে ২৩ নং পর্যন্ত নতুন টার্মিনাসের অন্তর্গত। নিচে প্লাটফর্ম নম্বরের পাশে সেই প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়া ট্রেনের গন্তব্য দেওয়া হলো :

  1. বোলপুর
  2. জিয়াগঞ্জ-আজিমগঞ্জ
  3. N/A
  4. N/A
  5. কাটিহার
  6. সিউড়ি
  7. বালুরঘাট , অমৃতসর , গয়া , মালদা
  8. দেরাদুন , জম্মু , পাটনা , ডিব্রুগড় , রাক্সাউল , যশবন্তপুর , নিউ জলপাইগুড়ি , ধানবাদ
  9. গোয়ালিয়র , মথুরা , যোধপুর , মুজাফ্ফরপুর , কালকা , মুম্বাই , দিল্লী , গুয়াহাটি , ইন্দোর , বিকানের , গান্ধীধাম
  10. রাঁচি , শ্রী গঙ্গানগর , এলাহাবাদ
  11. কাঠগোদাম , রামপুরহাট , হরিদ্বার , দ্বারভাঙা
  12. আসানসোল , লালকুঁয়া , বোলপুর , জয়সালমীর
  13. জামালপুর , জব্বলপুর
  14. রিলে প্লাটফর্ম
  15. N/A
  16. N/A
  17. টাটানগর
  18. রাঁচি
  19. পুরী, টিলাগড়
  20. মুম্বই
  21. পুনে
  22. চেন্নাই
  23. দীঘা, পুরী

বিমানবন্দরের সাথে সংযোগ

এই স্টেশনের সাথে কোনো সরাসরি রেল যোগাযোগ বিমানবন্দরের সাথে নেই। তবে মেট্রো রেলওয়ের কাজ চলছে।

সড়কপথে বাতানুকূল পরিষেবা রয়েছে। বাস নম্বর AC40। সেন্ট্রাল এভিনিউ , দমদম পার্ক হয়ে বিমানবন্দর যায়।

এছাড়া সাধারণ লোকাল বাস 30B/1 রয়েছে। মানিকতলা , সুভাষ মোর , নাগেরবাজার হয়ে বিমানবন্দর যায়। (বর্তমানে এই বাস পরিষেবা টি উপলব্ধ নেই)

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "[IRFCA] Indian Railways FAQ: Electric Traction - I"। Irfca.org। সংগ্রহের তারিখ ২০১২-০৬-১৩
  2. "বাংলা-ওড়িশা হয়ে"

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.