হাওড়া জংশন রেলওয়ে স্টেশন
হাওড়া জংশন রেলওয়ে স্টেশন ভারতের সবচেয়ে বড় রেলওয়ে কমপ্লেক্স এবং বড় স্টেশনের মুকুট তার মাথায়। ১৬৩ বছরের পুরনো এ স্টেশনটির প্ল্যাটফর্ম সংখ্যা ২৩ ও ট্র্যাক ২৬টি।[2]

১৫ আগস্ট ১৮৫৪ সালে হাওড়া থেকে হুগলি, পূর্ব ভারতের প্রথম রেল চলাচলের স্মৃতিফলক
হাওড়া জংশন | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
কেন্দ্রীয় স্টেশন | ||||||||||||||||
![]() হুগলি নদী থেকে হাওড়া জংশনের দৃশ্য | ||||||||||||||||
অবস্থান | হাওড়া - ৭১১১০১, হাওড়া জেলা, পশ্চিমবঙ্গ ভারত | |||||||||||||||
স্থানাঙ্ক | ২২°৩৪′৫৪″ উত্তর ৮৮°২০′৩২″ পূর্ব | |||||||||||||||
উচ্চতা | ১০ মিটার (৩৩ ফু) | |||||||||||||||
মালিকানাধীন | ভারতীয় রেল | |||||||||||||||
পরিচালিত | পূর্ব রেল | |||||||||||||||
লাইন (সমূহ) | হাওড়া-দিল্লী মেইন লাইন হাওড়া-গয়া-দিল্লী লাইন হাওড়া-নাগপুর-মুম্বাই লাইন হাওড়া-চেন্নাই মেইন লাইন হাওড়া-নতুন জলপাইগুড়ি মেইন লাইন | |||||||||||||||
প্ল্যাটফর্ম | ২৩ | |||||||||||||||
রেলপথ | ২৬ | |||||||||||||||
সংযোগসমূহ | রিক্সা, বাস, নৌকা, ট্যাক্সি | |||||||||||||||
নির্মাণ | ||||||||||||||||
পার্কিং | উপলব্ধ | |||||||||||||||
অন্য তথ্য | ||||||||||||||||
স্টেশন কোড | HWH | |||||||||||||||
জোন(সমূহ) | পূর্ব রেল | |||||||||||||||
বিভাগ(সমূহ) | হাওড়া | |||||||||||||||
ইতিহাস | ||||||||||||||||
চালু | ১৮৫৪ | |||||||||||||||
বৈদ্যুতীকরণ | ১৯৫৪[1] | |||||||||||||||
আগের নাম | ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি | |||||||||||||||
পরিসেবাসমূহ | ||||||||||||||||
| ||||||||||||||||
অবস্থান | ||||||||||||||||
পরিসংখ্যান
- হলটিং ট্রেন সংখ্যা: ২২
- প্রারম্ভকারী ট্রেন সংখ্যা: ১২৪
- অন্তকারী ট্রেন সংখ্যা: ১২২
বিশেষ প্রারম্ভকারী ট্রেন পরিসংখ্যান
- এসি সুপারফাস্ট - ৩
- অন্ত্যোদয় - ১
- দুরন্ত - ৪
- গরিব রথ - ১
- হামসফর - ২
- জনশতাব্দী - ৩
- রাজধানী - ২
- শতাব্দী - ৪
- সুবিধা - ১
প্লাটফর্ম তথ্য
প্লাটফর্ম নং ১ থেকে ১৪ নং পর্যন্ত পুরাতন টার্মিনাসের এবং ১৭ নং থেকে ২৩ নং পর্যন্ত নতুন টার্মিনাসের অন্তর্গত। নিচে প্লাটফর্ম নম্বরের পাশে সেই প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়া ট্রেনের গন্তব্য দেওয়া হলো :
- বোলপুর
- জিয়াগঞ্জ-আজিমগঞ্জ
- N/A
- N/A
- কাটিহার
- সিউড়ি
- বালুরঘাট , অমৃতসর , গয়া , মালদা
- দেরাদুন , জম্মু , পাটনা , ডিব্রুগড় , রাক্সাউল , যশবন্তপুর , নিউ জলপাইগুড়ি , ধানবাদ
- গোয়ালিয়র , মথুরা , যোধপুর , মুজাফ্ফরপুর , কালকা , মুম্বাই , দিল্লী , গুয়াহাটি , ইন্দোর , বিকানের , গান্ধীধাম
- রাঁচি , শ্রী গঙ্গানগর , এলাহাবাদ
- কাঠগোদাম , রামপুরহাট , হরিদ্বার , দ্বারভাঙা
- আসানসোল , লালকুঁয়া , বোলপুর , জয়সালমীর
- জামালপুর , জব্বলপুর
- রিলে প্লাটফর্ম
- N/A
- N/A
- টাটানগর
- রাঁচি
- পুরী, টিলাগড়
- মুম্বই
- পুনে
- চেন্নাই
- দীঘা, পুরী
বিমানবন্দরের সাথে সংযোগ
এই স্টেশনের সাথে কোনো সরাসরি রেল যোগাযোগ বিমানবন্দরের সাথে নেই। তবে মেট্রো রেলওয়ের কাজ চলছে।
সড়কপথে বাতানুকূল পরিষেবা রয়েছে। বাস নম্বর AC40। সেন্ট্রাল এভিনিউ , দমদম পার্ক হয়ে বিমানবন্দর যায়।
এছাড়া সাধারণ লোকাল বাস 30B/1 রয়েছে। মানিকতলা , সুভাষ মোর , নাগেরবাজার হয়ে বিমানবন্দর যায়। (বর্তমানে এই বাস পরিষেবা টি উপলব্ধ নেই)
তথ্যসূত্র
- "[IRFCA] Indian Railways FAQ: Electric Traction - I"। Irfca.org। সংগ্রহের তারিখ ২০১২-০৬-১৩।
- "বাংলা-ওড়িশা হয়ে"।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.