কলকাতা শহরতলি রেল

কলকাতা শহরতলি রেল কলকাতা শহর ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে প্রসারিত রেলব্যবস্থা। ভারতীয় রেলের পূর্ব রেলদক্ষিণ পূর্ব রেল শহরতলি রেল পরিচালনা করে। কলকাতায় একটি চক্ররেল পরিষেবাও রয়েছে। ১৮৫৪ সালে এই পরিষেবা চালু হয়। হাওড়া, শিয়ালদহ, শালিমার ও কলকাতা (চিৎপুর) এই চারটি প্রধান স্টেশন এবং একাধিক স্থানীয় স্টেশনের মাধ্যমে এই পরিষেবা চালু রয়েছে।


কলকাতা শহরতলি রেল
তথ্য
মালিকভারতীয় রেল
অবস্থানকলকাতা, ভারত
লাইনের সংখ্যাচক্র, পূর্ব ও দক্ষিণ পূর্ব
বিরতিস্থলের সংখ্যাহাওড়া শিয়ালদহ শালিমার ও কলকাতা
সদরদপ্তরকলকাতা
কাজ
কাজ শুরু১৮৫৪
পরিচালকপূর্ব রেলদক্ষিণ পূর্ব রেল
প্রযুক্তি
গতিপথ গেজ১৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) (ব্রডগেজ)
গড় গতিবেগ৫০ কিলোমিটার
সর্বোচ্চ গতিবেগ১০০ কিলোমাটার

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.