মুম্বই মেট্রো
মুম্বই মেট্রো হল ভারতের বৃহত্তম মহানগর মুম্বইতে গড়ে ওঠা দ্রুতগতির রেল ব্যবস্থা। এই মেট্রো ব্যবস্থাটি গড়ে ওঠে ২০১২ সালের ৮ জুন। প্রথম ধাপে বর্সোবা থেকে অন্ধেরী হয়ে ঘাটকোপার পর্যন্ত মেট্রো রেল চালু হয়। এই রেল পথের মোট দৈর্ঘ্য ১১.৪০ কিলোমিটার। বর্তমানে এই পথে প্রতিদিন (২০১৫) ২.৬ লক্ষ যাত্রী যাতায়াত করে। মুম্বই মেট্রো রেলের প্রথম দফার কাজ ২০২১ সালের মধ্যে গড়ে তুলা বর্তমান ব্যবস্থটিতে (লাইন ১) ১২ টি রেল স্টেশন রয়েছে। প্রথম ধাপের কাজ শেষ হলে মুম্বই মেট্রোর মোট দৈর্ঘ্য হবে ৬৩ কিলোমিটার।
মুম্বই মেট্রো | |
---|---|
![]() আজাদ নগর স্টেশনে ট্রেন | |
তথ্য | |
অবস্থান | মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
বার্ষিক যাত্রীসংখ্যা | ১০০ মিলিয়ন |
প্রযুক্তি | |
লাইনের দৈর্ঘ্য | ১১.৪০ কিলোমিটার |
গড় গতিবেগ | ৩৩ কিলোমিটার |
ইতিহাস
নেটওয়ার্ক
অবকাঠামো
আরো দেখুন
- ভারতীয় রেল
- ভারতীয় রেলপ্রেমী সঙ্ঘ
- ভারতীয় রেলের সাংগঠনিক পরিকাঠামো
- ভারতের দ্রুতগতির রেল
- ভোপাল-বিলাসপুর এক্সপ্রেস
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে মুম্বই মেট্রো সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
তথ্যসূত্র
- Mumbai Metro train every three minutes. DNA India. ১ মে ২০১৩
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.