মুম্বাই মনোরেল

মুম্বাই মনোরেল হল ভারত এর মুম্বাই শহরে চালু একটি মনোরেল ব্যবস্থা।এই মনোরেল ব্যবস্থা ভারত এর প্রথম মনোরেল ব্যবস্থা কুন্ডেলা ভেলি রেলওয়ে ও পাটিয়লা স্টেট মনোরেল ১৯২০ সালে বন্ধ হওয়ার পড়।

মুম্বাই মনোরেল
তথ্য
মালিকমুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভলপমেন্ট অথরিটি
অবস্থানমুম্বাই,মহারাষ্ট্র, ভারত
ধরনদ্রুত পরিবহণ (মনোরেল)
লাইনের সংখ্যাসক্রিয়-১
পরিকল্পিত-৭
বিরতিস্থলের সংখ্যাসক্রিয়-৭
পরিকল্পিত-১১
দৈনিক যাত্রীসংখ্যা১২,০০০
কাজ
কাজ শুরু০২-০২-২০১৪[1]
পরিচালকমুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভলেপমেন্ট অথরিটি
দৈর্ঘ্য৪ কোচ
অগ্রগতি১৫ মিনিট
প্রযুক্তি
লাইনের দৈর্ঘ্য৮.৯৩ কিলোমিটার (৫.৫৫ মা)
বিদ্যুতায়ন৭৫০ ডিসি ভোল্ট (বিদ্যুৎ সংযোগ তৃতীয় লাইন)
গড় গতিবেগ৬৫ কিলোমিটার (৪০ মা)
সর্বোচ্চ গতিবেগ৮০ কিলোমিটার (৫০ মা)

ইতিহাস

মুম্বাই-এ প্রথম মনোরেল এর কথা বলেন মহারাষ্ট্রএর মখ্যমন্ত্রী বিলাশ রাও দেশমুখ ২০০৮।এর পর ২০০৯ সালে এই রেল ব্যবস্থার নির্মাণ শুরু হয়।২০১১ সালে নির্মাণ কাজে গতি আসে।এর পড় ২ ফেব্রুয়ারি ২০১৪ সালে মুম্বাই মনোরেল চালু হয়।।[2]

নির্মাণ কার্য

মুম্বাই মনোরেল এর মির্মন কার্য করেছে মুম্বাই মেট্রো পলিটোন রিজিওন ডেভলপমেন্ট অথরিটি ।এর সঙ্গে যিক্ত ছিল ভারতের ল্যান্স এন্ড টুর্ব ও মালএশিয়ার সকোমি ইঞ্জিনিয়ারিং বিএইসটি।প্রথম পর্যায় ২০ কিলোমিটার এর মধ্যে ৮.৯৩ কিমি নির্মাণ করা হয়েছে। ওয়াডালা থেকে চেমবুর পর্যন্ত।[3]

লাইন

  • মূল নিবন্ধ: লাইন ১ (মুম্বাই মনোরেল)

স্টেশন

পরিকল্পনা

তথ্যসূত্র

  1. "ভারতের প্রথম মনোরেল"। সংগ্রহের তারিখ ১০-১০-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "মুম্বায়ে মনোরেল"যুগান্তর। সংগ্রহের তারিখ ১০-১০-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "আজ থেকে মুম্বাইয়ে চালু হচ্ছে মনোরেল"। সংগ্রহের তারিখ ১০-১০-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.