মুম্বাই মনোরেল
মুম্বাই মনোরেল হল ভারত এর মুম্বাই শহরে চালু একটি মনোরেল ব্যবস্থা।এই মনোরেল ব্যবস্থা ভারত এর প্রথম মনোরেল ব্যবস্থা কুন্ডেলা ভেলি রেলওয়ে ও পাটিয়লা স্টেট মনোরেল ১৯২০ সালে বন্ধ হওয়ার পড়।
মুম্বাই মনোরেল | |
---|---|
![]() | |
তথ্য | |
মালিক | মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভলপমেন্ট অথরিটি |
অবস্থান | মুম্বাই,মহারাষ্ট্র,![]() |
ধরন | দ্রুত পরিবহণ (মনোরেল) |
লাইনের সংখ্যা | সক্রিয়-১ পরিকল্পিত-৭ |
বিরতিস্থলের সংখ্যা | সক্রিয়-৭ পরিকল্পিত-১১ |
দৈনিক যাত্রীসংখ্যা | ১২,০০০ |
কাজ | |
কাজ শুরু | ০২-০২-২০১৪[1] |
পরিচালক | মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভলেপমেন্ট অথরিটি |
দৈর্ঘ্য | ৪ কোচ |
অগ্রগতি | ১৫ মিনিট |
প্রযুক্তি | |
লাইনের দৈর্ঘ্য | ৮.৯৩ কিলোমিটার (৫.৫৫ মা) |
বিদ্যুতায়ন | ৭৫০ ডিসি ভোল্ট (বিদ্যুৎ সংযোগ তৃতীয় লাইন) |
গড় গতিবেগ | ৬৫ কিলোমিটার (৪০ মা) |
সর্বোচ্চ গতিবেগ | ৮০ কিলোমিটার (৫০ মা) |
ইতিহাস
মুম্বাই-এ প্রথম মনোরেল এর কথা বলেন মহারাষ্ট্রএর মখ্যমন্ত্রী বিলাশ রাও দেশমুখ ২০০৮।এর পর ২০০৯ সালে এই রেল ব্যবস্থার নির্মাণ শুরু হয়।২০১১ সালে নির্মাণ কাজে গতি আসে।এর পড় ২ ফেব্রুয়ারি ২০১৪ সালে মুম্বাই মনোরেল চালু হয়।।[2]
নির্মাণ কার্য

মুম্বাই মনোরেল এর মির্মন কার্য করেছে মুম্বাই মেট্রো পলিটোন রিজিওন ডেভলপমেন্ট অথরিটি ।এর সঙ্গে যিক্ত ছিল ভারতের ল্যান্স এন্ড টুর্ব ও মালএশিয়ার সকোমি ইঞ্জিনিয়ারিং বিএইসটি।প্রথম পর্যায় ২০ কিলোমিটার এর মধ্যে ৮.৯৩ কিমি নির্মাণ করা হয়েছে। ওয়াডালা থেকে চেমবুর পর্যন্ত।[3]
লাইন
- মূল নিবন্ধ: লাইন ১ (মুম্বাই মনোরেল)

স্টেশন


পরিকল্পনা
তথ্যসূত্র
- "ভারতের প্রথম মনোরেল"। সংগ্রহের তারিখ ১০-১০-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "মুম্বায়ে মনোরেল"। যুগান্তর। সংগ্রহের তারিখ ১০-১০-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "আজ থেকে মুম্বাইয়ে চালু হচ্ছে মনোরেল"। সংগ্রহের তারিখ ১০-১০-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.