কলকাতা মনোরেল

কলকাতা মনোরেল হল কলকাতা শহরের প্রস্তাবিত এক মনোরেল ব্যবস্তা।

কলকাতা মনোরেল
তথ্য
মালিকবার্ন স্ট্যান্ডার
অবস্থানকলকাতা,পশ্চিমবঙ্গ,ভারত
ধরনদ্রুত পরিবহণ (মনোরেল)
লাইনের সংখ্যা
কাজ
পরিচালকবার্ন স্ট্যাডার
প্রযুক্তি
লাইনের দৈর্ঘ্য২৩.৫ কিমি

ইতিহিস

২০০৮-২০০৭ সালে বাম আমলে প্রথম কলকাত মনোরেল তৈরির উদ্দোগ নেওয়া হয়।বজবজ থেকে রাজারহাট পর্যন্ত এই ব্যবস্থা গড়ার কথা ছিল।কিন্তু তা বাস্তবতার মুখ দেখেনি।২০১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার ও বার্ন স্ট্যান্ডা কলকাতা মনোরেল তৈরিত উদ্দোগ নিয়েছে।

রুট

বর্তমান কলকাতা মনোরেল এর প্রস্তাবিত রুট হল -

  • বজবজ - রুবি (গড়িয়াহাট)

এই রুটটির মোট দৈর্ঘ্য হবে অনুমানিক ২৩.৫ কিলোমিটার।এটি প্রিন্স আনোয়ার শাহ রোড এর উপড় দিয়ে তৈরি করা হবে।

অর্থ

এই মনোরেল ব্যবস্থা গড়ে তুলতে খরচ হে ₹৪,২১৬ কোটি টাকা।[1] এই খরচের সম্পূর্ণ অর্থ দেবে বার্ন স্ট্যান্ডার।[2]

তথ্যসূত্র

  1. "কলকাতায় মনোরেল ঘোষনা মুখ্যমন্ত্রীর"plusbangla। সংগ্রহের তারিখ ০৯-১০-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "মুখ্যমন্ত্রীর প্রচেষ্ঠায় শহরে চালু হচ্ছে মনোরেল"kolkata24x7। সংগ্রহের তারিখ ০৯-১০-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.