কলকাতা মনোরেল
কলকাতা মনোরেল হল কলকাতা শহরের প্রস্তাবিত এক মনোরেল ব্যবস্তা।
কলকাতা মনোরেল | |
---|---|
তথ্য | |
মালিক | বার্ন স্ট্যান্ডার |
অবস্থান | কলকাতা,পশ্চিমবঙ্গ,ভারত |
ধরন | দ্রুত পরিবহণ (মনোরেল) |
লাইনের সংখ্যা | ১ |
কাজ | |
পরিচালক | বার্ন স্ট্যাডার |
প্রযুক্তি | |
লাইনের দৈর্ঘ্য | ২৩.৫ কিমি |
ইতিহিস
২০০৮-২০০৭ সালে বাম আমলে প্রথম কলকাত মনোরেল তৈরির উদ্দোগ নেওয়া হয়।বজবজ থেকে রাজারহাট পর্যন্ত এই ব্যবস্থা গড়ার কথা ছিল।কিন্তু তা বাস্তবতার মুখ দেখেনি।২০১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার ও বার্ন স্ট্যান্ডা কলকাতা মনোরেল তৈরিত উদ্দোগ নিয়েছে।
রুট
বর্তমান কলকাতা মনোরেল এর প্রস্তাবিত রুট হল -
- বজবজ - রুবি (গড়িয়াহাট)
এই রুটটির মোট দৈর্ঘ্য হবে অনুমানিক ২৩.৫ কিলোমিটার।এটি প্রিন্স আনোয়ার শাহ রোড এর উপড় দিয়ে তৈরি করা হবে।
অর্থ
এই মনোরেল ব্যবস্থা গড়ে তুলতে খরচ হে ₹৪,২১৬ কোটি টাকা।[1] এই খরচের সম্পূর্ণ অর্থ দেবে বার্ন স্ট্যান্ডার।[2]
তথ্যসূত্র
- "কলকাতায় মনোরেল ঘোষনা মুখ্যমন্ত্রীর"। plusbangla। সংগ্রহের তারিখ ০৯-১০-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "মুখ্যমন্ত্রীর প্রচেষ্ঠায় শহরে চালু হচ্ছে মনোরেল"। kolkata24x7। সংগ্রহের তারিখ ০৯-১০-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.