মৌলানা আজাদ কলেজ

মৌলানা আজাদ কলেজ (পূর্বনাম ইসলামিয়া কলেজ) মধ্য কলকাতায় অবস্থিত একটি সরকারি কলেজ। কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

মৌলানা আজাদ কলেজ
Maulana Azad College
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯২৬: ইসলামিয়া কলেজ
১৯৪৭: সেন্ট্রাল ক্যালকাটা কলেজ
১৯৬০: মৌলানা আজাদ কলেজ
অধ্যক্ষডাঃ শুভাশীষ দত্ত
ঠিকানা
৮, রাফি আহমেদ কিদোয়াই রোড, কলকাতা, ৭০০০১৩
, , ,
শিক্ষাঙ্গনশহরে অবস্থিত
অধিভুক্তিকলকাতা বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

১৯২৬ সালের ৯ ডিসেম্বর বাংলার গভর্নর ভিক্টর বুলওয়ার-লিটন, লিটন এর ২য় আর্ল ইসলামিয়া কলেজ নামে এটি নির্মাণ করেন। বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্ব হাজি মহম্মদ মহসিন কিদোয়াই কলেজ ক্যাম্পাসের জমি দান করেছিলেন। এটি নির্মাণের উদ্দেশ্য ছিল কলকাতা তথা পূর্ব বাংলার মুসলমানদের শিক্ষাগত উন্নতি সাধন। আজও এই কলেজের ছাত্রদের একটি বড়ো অংশ কলকাতার উর্দুভাষী ও বাঙালি মুসলমানেরা। যদিও বর্তমানে কলেজটি সকল সম্প্রদায়ের জন্য উন্মুক্ত এবং বাঙালি হিন্দু ছাত্ররাও কলেজের ছাত্র সংখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ।

স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ সরকার কলেজটির নাম পরিবর্তন করে সেন্ট্রাল ক্যালকাটা কলেজ রাখেন। পরে, ১৯৬০ সালে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আজাদের নামানুসারে কলেজের বর্তমান নাম রাখা হয়।

বিশিষ্ট প্রাক্তনী

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.