শোভাবাজার রাজবাড়ি
শোভাবাজার রাজবাড়ি [1][2]: প্রতিষ্ঠাতা রাজা নবকৃষ্ণ দেব (ইং ১৭৩৩-১৭৯৭)। এই বাড়িতে কলকাতা শহরের সবথেকে পুরোনো দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।ইং ১৭৫৭ সালে (পলাশীর যুদ্ধের পরে), ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিফ অফিসার রবার্ট ক্লাইভ, রাজা নবকৃষ্ণ দেবের বাড়িতে এই দুর্গাপূজা শুরু করেন।
শোভাবাজার রাজবাড়ি | |
---|---|
![]() রাজবাড়ির মধ্যে অবস্থিত ঠাকুর দালান | |
সাধারণ তথ্য | |
অবস্থা | বর্তমানে বসবাস যোগ্য ইমারৎ |
ঠিকানা | ৩৩ এবং ৩৬ নং রাজা নবকৃষ্ণ স্ট্রিট |
শহর | কলকাতা |
দেশ | ভারত |
নির্মাণ শুরু হয়েছে | মূখ্য ইমারৎ টি সম্ভবত ইং ১৭৫৭ সনের , নাট মন্দিরটি ইং ১৮৩০ সনের। |
স্বত্বাধিকারী | বসবাসের যোগ্য রাজবাড়িটি রাজ পরিবারের মালিকানাধীন, নাট মন্দিরটি কলকাতা মিউনিসিপাল করপোরেশনের অধীনে। |
ওয়েবসাইট | |
http://www.sovabazarrajbari.com |

রবার্ট ক্লাইভের উপস্থিতিতে শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপূজা
নাট মন্দির
শোভাবাজার নাট মন্দির: উত্তর কলকাতার রাজা নবকৃষ্ণ স্ট্রিট স্থিত শোভাবাজার রাজবাড়ির [2] বহু পুরনো মন্দির।২৪শে আগস্ট এই মন্দিরে কলকাতা শহরের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় যা সুতানুটি উৎসব নামে পরিচিত ।এই উৎসব সুতানুটি পরিষদ দ্বারা পরিচালিত হয়।শোভাবাজার নাটমন্দির ও রাজবাড়িটি, পুরনো কলিকাতার স্থাপত্যরীতি সংক্রান্ত ও ঐতিহাসিক ভাবে তাৎপর্যপূর্ণ এবং বিশেষ ভাবে উল্লেখযোগ্য। দ্বাবিংশতম সুতানুটি উৎসব গত ২৪ আগস্ট ২০১৩ তারিখে শোভাবাজার নাটমন্দিরে অনুষ্টিত হয়েছে।
তথ্যসূত্র
- কলিকাতা পৌরসংস্থা আইন ১৯৮০ অনুচ্ছেদ ২-এর ৪২ ক ধারার বিধান অনুযায়ী স্থাপত্যরীতি সংক্রান্ত ও ঐতিহাসিক ভাবে তাত্পর্যপূর্ণ ইমারত ।
- বন্দোপাধ্যায়, দেবাশিষ, বনেদি কলকাতার ঘরবাড়ি, দ্বিতীয় মুদ্রণ ২০০২, পাতা. ১০১-১০২, প্রকাশকঃ আনন্দ প্রকাশক, আইএসবিএন ৮১-৭৭৫৬-১৫৮-৮
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.