শোভাবাজার রাজবাড়ি

শোভাবাজার রাজবাড়ি [1][2]: প্রতিষ্ঠাতা রাজা নবকৃষ্ণ দেব (ইং ১৭৩৩-১৭৯৭)। এই বাড়িতে কলকাতা শহরের সবথেকে পুরোনো দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।ইং ১৭৫৭ সালে (পলাশীর যুদ্ধের পরে), ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিফ অফিসার রবার্ট ক্লাইভ, রাজা নবকৃষ্ণ দেবের বাড়িতে এই দুর্গাপূজা শুরু করেন।

শোভাবাজার রাজবাড়ি
রাজবাড়ির মধ্যে অবস্থিত ঠাকুর দালান
সাধারণ তথ্য
অবস্থাবর্তমানে বসবাস যোগ্য ইমারৎ
ঠিকানা৩৩ এবং ৩৬ নং রাজা নবকৃষ্ণ স্ট্রিট
শহরকলকাতা
দেশভারত
নির্মাণ শুরু হয়েছেমূখ্য ইমারৎ টি সম্ভবত ইং ১৭৫৭ সনের , নাট মন্দিরটি ইং ১৮৩০ সনের।
স্বত্বাধিকারীবসবাসের যোগ্য রাজবাড়িটি রাজ পরিবারের মালিকানাধীন, নাট মন্দিরটি কলকাতা মিউনিসিপাল করপোরেশনের অধীনে।
ওয়েবসাইট
http://www.sovabazarrajbari.com
রবার্ট ক্লাইভের উপস্থিতিতে শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপূজা

নাট মন্দির

শোভাবাজার নাট মন্দির: উত্তর কলকাতার রাজা নবকৃষ্ণ স্ট্রিট স্থিত শোভাবাজার রাজবাড়ির [2] বহু পুরনো মন্দির।২৪শে আগস্ট এই মন্দিরে কলকাতা শহরের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় যা সুতানুটি উৎসব নামে পরিচিত ।এই উৎসব সুতানুটি পরিষদ দ্বারা পরিচালিত হয়।শোভাবাজার নাটমন্দির ও রাজবাড়িটি, পুরনো কলিকাতার স্থাপত্যরীতি সংক্রান্ত ও ঐতিহাসিক ভাবে তাৎপর্যপূর্ণ এবং বিশেষ ভাবে উল্লেখযোগ্য। দ্বাবিংশতম সুতানুটি উৎসব গত ২৪ আগস্ট ২০১৩ তারিখে শোভাবাজার নাটমন্দিরে অনুষ্টিত হয়েছে।

তথ্যসূত্র

  1. কলিকাতা পৌরসংস্থা আইন ১৯৮০ অনুচ্ছেদ ২-এর ৪২ ক ধারার বিধান অনুযায়ী স্থাপত্যরীতি সংক্রান্ত ও ঐতিহাসিক ভাবে তাত্পর্যপূর্ণ ইমারত ।
  2. বন্দোপাধ্যায়, দেবাশিষ, বনেদি কলকাতার ঘরবাড়ি, দ্বিতীয় মুদ্রণ ২০০২, পাতা. ১০১-১০২, প্রকাশকঃ আনন্দ প্রকাশক, আইএসবিএন ৮১-৭৭৫৬-১৫৮-৮

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.