সোনারগাঁও
সোনারগাঁও বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এর অবস্থান ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। মধ্যযুগীয় নগরটির যথার্থ অবস্থান নির্দেশ করা কঠিন। বিক্ষিপ্ত নিদর্শনাদি থেকে প্রতীয়মান হয় যে, এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল।

বড় সরদার বাড়ি যা ঈশা খাঁর জমিদার বাড়ি হিসাবেও পরিচিত, সোনারগাঁও
ঐতিহাসিক গুরুত্ব
কররানী রাজবংশ এর প্রথম নবাব তাজ খান কররানী এর সময়কালে এটি ছিল সাম্রাজ্যের রাজধানী।
উল্লেখযোগ্য নিদর্শন
- ঈশা খাঁর রাজধানী ছিল সোনারগাঁও।
- ঈশা খাঁর স্ত্রী সোনাবিবির নামে সোনারগাঁও এর নামকরণ করা হয়।
- এখানে সোনাবিবির মাজার, পাঁচবিবির মাজার, গিয়াস উদ্দিন আযম শাহের সমাধি, ইব্রাহীম দানিশমান্দ-এর দরগা ইত্যাদি নানারকম স্থাপনা রয়েছে।
- সোনারগাঁও-এ শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর অবস্থিত।
- পানাম নগর - এই এলাকাটি ১৯শ শতকে সোনারগাঁওয়ের উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান ছিলো। এখানে কাপড় ব্যবসায়ীরা বাস করতেন। এখানকার সুদৃশ্য বাড়িগুলো এখন ধ্বংসের মুখে।
- এটি একটি পর্যটন কেন্দ্র এবং সারাবছর অনেক মানুষ এখানে বেড়াতে আসে।
গ্যালারি
- পানাম নগর প্রবেশ পথ
- পানাম নগর কাশীনাথ ভবন সন-১৩০৫
- পানাম নগর পুরাতন স্থাপনা
- শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর এর প্রবেশ পথ
- সোনারগাঁও নতুন সংযোজীত সরবর
- সোনারগাঁও গ্রন্থাগার
- সংগ্রাম ভাস্কর্য
- সোনারগাঁও কারুশিল্প বিক্রয় কেন্দ্র
- জামদানি শাড়ি বিক্রয় কেন্দ্র
- জামদানি শাড়ি
- সোনারগাঁও যাদুঘরে বঙ্গবন্ধুর ভাস্কর্য
আরও দেখুন
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.