কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হল কোলকাতার বার্ষিক চলচ্চিত্র উৎসব

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব লোগো
অবস্থানকলকাতা, ভারত
প্রতিষ্ঠিত১৯৯৫
পুরষ্কারসমূহগোল্ডেন / সিলভার বিয়ার
চলচ্চিত্র সংখ্যা৮ দিন, ৬৩ দেশ, ১৫২ পরিচালক, ১৮৯ চলচ্চিত্র ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হিসেবে
ওয়েবসাইটkff.in

সময়

প্রতি বছর ১০ই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ঘটনাস্থল

বিভাগ

  • আন্তর্জাতিক সিনেমা
  • সমস্ত সময়ের মহান
  • ভূতাপেক্ষ
  • ফোকাস (অঞ্ছল/দেশ)
  • শ্রোদ্ধাঞ্জলি
  • তথ্যচিত্র
  • ভারতীয় নির্বাচন
  • এশিয়ান নির্বাচন[2]
  • শিশুদের স্ক্রিন
  • বিশেষ স্ক্রীনিং
  • সংক্ষিপ্ত (কথাসাহিত্য, অ কথাসাহিত্য)
  • সম্মান
  • আবিষ্কার

প্রকার

  • শিশু ও যুব
  • বৈশিষ্ট্য ফিল্মস সিনেমা
  • তথ্যচিত্র
  • ডকুমেন্টারি
  • টেলিফিল্মস (মাঝে মাঝে)

প্রবেশ শর্তাবলী

দৈর্ঘ্য সংক্রান্ত কোন সীমাবদ্ধতা নেই; প্রযোজনা দুই বছরের বেশি বয়স্ক নাও হতে পারে।

পুরস্কার ও অ্যাওয়ার্ডস

টেলিভিশন, বাংলাদেশী সিনেমা অ্যাওয়ার্ডস[3]

তথ্যসূত্র

  1. "Venues 2012"। ৮ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪
  2. "Categories"। ৯ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.