বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কলকাতা, শহরতলির উত্তর অংশেরএকটি চার লেন বিশিষ্ট ৮ কিলোমিটার (৫.০ মাইল) দীর্ঘ্য প্রবেশাধিকার নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে বা উচ্চগতির সড়ক। এটি একটি প্রধান সড়কপথ, যা দমদম বিমানবন্দরের কাছে নিবেদিতা সেতু ও এনএইচ ১২ (যশোর রোড) যুক্ত করেছে এবং দক্ষিণেশ্বরের পশ্চিমে গঙ্গা নদীর পাড় হয়ে ডনকুনী শহরে এনএইচ ১৯ এবং এনএইচ ১৬ এর টার্মিন্যাল জাংশন পয়েন্টকে সংযুক্ত করছে।[1][2]

নেই

বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে
পথের তথ্য
দৈর্ঘ্য: কিমি (৫ মাইল)
প্রধান সংযোগস্থল
পূর্ব প্রান্ত:দমদম,কলকাতা
পশ্চিম প্রান্ত:ডানকুনি,হুগলি
অবস্থান
রাজ্য:পশ্চিমবঙ্গ
মহাসড়ক ব্যবস্থা
  • জাতীয়
  • এক্সপ্রেসওয়ে
  • রাজ্য

    এই এক্সপ্রেসওয়ের দ্বারা সহজেই দমদম বিমানবন্দরের সঙ্গে গঙ্গা (হুগলি) নদীর পশ্চিম পাড়ের শহরতলির যোগাযোগ সম্ভব হয়েছে।

    পথ

    আরও দেখও

    তথ্যসূত্র

    1. "Inauguration of bridge postponed"The Hindu। Chennai, India। ৯ জুন ২০০৭। ৮ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
    2. Gupta, Jayanta (২৩ জানুয়ারি ২০১২)। "A cattle track that poses as expressway"Times of India। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৭

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.