কলকাতা চক্ররেল

কলকাতা চক্ররেল হল কলকাতা শহর ও তার উপকণ্ঠের বিভিন্ন অংশকে যোগ করা একটি রেলপথ ব্যবস্থা। উত্তরে দমদম জংশন স্টেশন থেকে থেকে শুরু করে পাতিপুকুর, কলকাতা, টালা, বাগবাজার, শোভাবাজার আহিরীটোলা, বড়বাজার, বি.বা.দী বাগ, ইডেন গার্ডেন্স, প্রিন্সেপঘাট, খিদিরপুর, রিমাউন্ট রোড, মাঝেরহাট, নিউ আলিপুর, টালিগঞ্জ, লেক গার্ডেন্স, বালিগঞ্জ জংশন, পার্ক সার্কাস, স্যার গুরুদাস ব্যানার্জী হল্ট পার হয়ে সবশেষে পুনরায় দমদম জংশন পর্যন্ত চক্ররেল পথ আছে।[1]

     কলকাতা চক্ররেল
সংক্ষিপ্ত বিবরণ
ধরনশহরতলি রেল
শৃঙ্খলাংশকলকাতা শহরতলি রেল
সেবাগ্রহণকারী অঞ্চলকলকাতা
বিরতিস্থলদমদম জংশন
মাঝেরহাট
বিরতিস্থলসমূহ২০
পরিষেবাদমদম–মাঝেরহাট
মাঝেরহাট–বিধাননগর
ওয়েবসাইটপূর্ব রেল
ক্রিয়াকলাপ
উদ্বোধনের তারিখ১৯৮৪ (1984)
মালিকভারতীয় রেল
পরিচালনাকারীপূর্ব রেল
চরিত্রআদর্শ
ঘাঁটি(গুলি)কলকাতা
মাঝেরহাট
প্রযুক্তিগত
রেললাইনের মোট দৈর্ঘ্য৩৮.৮ কিমি (২৪ মা)
ট্র্যাক গেজব্রডগ্রেজ (১৬৭৬ এমএম)
চালন গতি১০০ কিমি/ঘন্টা
পথের মানচিত্র

কিমি
কিমি
বিমানবন্দর
দমদম ক্যান্টনমেন্ট
দমদম জংশন
পাতিপুকুর
বিধাননগর রোড
৪৫
শিয়ালদহ উত্তর
স্যার গুরুদাস ব্যানার্জী হল্ট
৪৩
১০
কলকাতা
শিয়ালদহ দক্ষিণ
১২
টালা
পার্ক সার্কাস
৩৫
১৩
বাগবাজার
বালিগঞ্জ জংশন
৩৩
১৫
শোভাবাজার আহিরীটোলা
১৬
বড়বাজার
লেক গার্ডেন্স
৩০
১৭
বি.বা.দী বাগ
টালিগঞ্জ
২৯
১৯
ইডেন গার্ডেন্স
নিউ আলিপুর
২৮
২১
প্রিন্সেপঘাট
মাঝেরহাট
২৬
২৩
খিদিরপুর
২৫
রিমাউন্ট রোড
কিমি
কিমি

উৎস: ভারতীয় রেলওয়ে সময় সারনী

ইতিহাস

রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়-এর ভাবনা ছিল চক্ররেল।

কলকাতা চক্ররেল স্টেশনসমূহ[2]

কলকাতা চক্ররেল
বারাসাত জংশন-এর দিকে শাখা রেলপথ
নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর
দমদম ক্যান্টনমেন্ট
নৈহাটি জংশন/ডানকুনি জংশন -এর দিকে শাখা রেলপথ
দমদম জংশন
পাতিপুকুর
শিয়ালদহ উত্তর -এর দিকে মেইন লাইন
কলকাতা
টালা
বাগবাজার
শোভাবাজার আহিরীটোলা
বড়বাজার
বি.বি.ডি বাগ
ইডেন গার্ডেন্স
প্রিন্সেপঘাট
খিদিরপুর
রিমাউন্ট রোড
শিয়ালদহ দক্ষিণ - এর দিকে বজবজ শাখা লাইন
মাঝেরহাট
নিউ আলিপুর
টালিগঞ্জ
লেক গার্ডেন্স
শিয়ালদহ দক্ষিণ - এর দিকে প্রধান লাইন
বালিগঞ্জ জংশন
পার্ক সার্কাস
স্যার গুরুদাস ব্যানার্জী হল্ট
বিধাননগর রোড

তথ্যসূত্র

  1. "Maps of India"। ১১ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৩
  2. Combined Suburban Time Table, July-2013
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.