হিন্দু স্কুল

হিন্দু স্কুলঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে অবস্থিত একটি বিদ্যালয়। এটি কলকাতার প্রাচীনতম আধুনিক বিদ্যালয় এবং ভারতের প্রাচীনতম বিদ্যালয়গুলির অন্যতম। একইসঙ্গে এটি পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ ও ভারতের শ্রেষ্ঠতম সরকারি বিদ্যালয়গুলির মধ্যে একটি। এটি কলকাতার কলেজ স্ট্রিট (কলকাতা) অঞ্চলে অবস্থিত। এটি ইংরাজি ১৮১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে বহু কৃতিবিদ্য ছাত্র উপহার দিয়েছে। ইংরাজি ১৮১৭ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত এই বিদ্যায়তনকে প্রাচ্যের ইটন নামে অভিহিত করা হয়।

হিন্দু স্কুল
অবস্থান
কলকাতা, পশ্চিমবঙ্গ, 700 073
ভারত
তথ্য
ধরনপাবলিক
প্রতিষ্ঠাকাল২০ জানুয়ারি ১৮১৭
প্রতিষ্ঠাতারাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব, রাসাময় দত্ত, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, ডেভিড হেয়ার, স্যার এডওয়ার্ড
বিদ্যালয় বোর্ডWBBSE এবং WBCHSE
কর্তৃপক্ষপশ্চিমবঙ্গের সরকার
শ্রেণীউচ্চ মাধ্যমিক
অধ্যক্ষশুভ্র জিৎ দত্ত
অনুষদ৫৩
শিক্ষকমণ্ডলী১৯
লিঙ্গছেলে
শিক্ষার্থী সংখ্যা১২৭৩
ক্যাম্পাসউর্বাণ
প্রাক্তন শিক্ষার্থীদেখুন তালিকা হিন্দু কলেজ
ওয়েবসাইটwww.hindu-school.com
হিন্দু স্কুল, কলকাতা।

ইতিহাস

অবকাঠামো

কৃতি ছাত্র

আরো দেখুন

পাশের হার

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.