কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স (সংক্ষেপে কেকেআর) ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ নামক একটি টোয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতায় কলকাতা শহরের প্রতিনিধিত্বকারী দলের নাম। এই দলের অধিনায়ক দীনেশ কার্তিক ও কোচ জ্যাক কেলিস । দলের অফিসিয়াল থিম গান হল করব, লড়ব, জিতব রে এবং অফিসিয়াল রং হল বেগুনি ও সোনালি। ভারতীয় নায়ক শাহরুখ খান এই দলের মালিক। কলকাতা নাইট রাইডার্স আইপিএল টুর্নামেন্টের অন্যতম ধনী দল।[2]

কলকাতা নাইট রাইডার্স
কর্মীবৃন্দ
অধিনায়কদিনেশ কার্তিক
কোচব্রেন্ডন ম্যাককুলাম
মালিকশাহরুখ খান, জুহি চাওলা ও জয় মেহতা
প্রধান নির্বাহীভেঙ্কি মাইশোর[1]
দলীয় তথ্য
শহরকলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
রঙ
প্রতিষ্ঠাকাল২০০৮
স্বাগতিক ভেন্যুইডেন গার্ডেনস
ধারণক্ষমতা৬৭,০০০(৯০,০০০ মেরামতের পূ্র্বে)
অফিসিয়াল ওয়েবসাইটকলকাতা নাইট রাইডার্স

টি২০আই কিট

ঘরোয়া মাঠ

নাইট রাইডার্স এর ঘরের মাঠ হল ইডেন গার্ডেনস। বাংলার ক্রিকেট আসোসিয়েশান মালিকানাধীন এটিতে ৭০,০০০ ধারণক্ষমতা আসনবিন্যাস বিশিষ্ট ভারতের সবচেয়ে বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম।[3]

২০০৮ সালের আইপিএলে ইডেন গার্ডেনস স্টেডিয়ামে এর দৃশ্য

অর্জন

বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নস লিগ টোয়েন্টি২০
২০০৮ গ্রুপ পর্যায় (৬/৮) DNQ
২০০৯ গ্রুপ পর্যায় (৮/৮) DNQ
২০১০ গ্রুপ পর্যায় (৬/৮) DNQ
২০১১ প্লে-অফ (৪/১০) গ্রুপ পর্যায় (৫/১৩)
২০১২ চ্যাম্পিয়নস (১/৯) গ্রুপ পর্যায় (৬/১৪)
২০১৩ গ্রুপ পর্যায় (৭/৯) DNQ
২০১৪ চ্যাম্পিয়নস (১/৮) রানার আপ (২/১২)
২০১৫ গ্রুপ পর্যায় (৫/৮) DNQ
  • DNQ = যোগ্যতা অর্জন করেননি

বর্তমান স্কোয়াড

অধিনায়ক

নংনামজন্মস্থানব্যাটিংবোলিংঘরোয়া দলমূল্য(রুপি)২০১৯ IPL-এ ৫০+/রান/স্ট্রা: রে:
দিনেশ কার্তিকচেন্নাই,তামিলনাড়ুডান হাতিউইকেট-কিপারতামিলনাড়ু৭.৫ কোটি২/২৫৩/১৪৬

ভারতীয় খেলোয়াড়

ব্যাট্সমেন

নংনামজন্মস্থানব্যাটিংবোলিংঘরোয়া দলমূল্য(রুপি)২০১৯ IPL-এ ৫০+/রান/স্ট্রা: রে:
নীতিশ রানাদিল্লি,দিল্লী জাতীয় রাজধানী অঞ্চলবাম হাতি-দিল্লি৩.৪ কোটি৩/৩৪৪/১৪৬
শুভমান গিলফাজিলকা,পাঞ্জাবডান হাতি-পাঞ্জাব১.৮ কোটি৩/২৯৬/১২৪

অল রাউন্ডার

নংনামজন্মস্থানব্যাটিংবোলিংঘরোয়া দলমূল্য(রুপি)২০১৯ আইপিএল-এ রান/উই:
কমলেশ নাগারকোটিবারমের,রাজস্থানডান হাতিডান হাতি ফাস্ট বোলিংরাজস্থান৩.২ কোটিঅনুপস্থিত
শিবম মাভিনয়ডা,উত্তরপ্রদেশডান হাতিডান হাতি ফাস্ট বোলিংউত্তরপ্রদেশ৩ কোটিঅনুপস্থিত

স্পিন বোলার

জার্সিনামজন্মস্থানব্যাটিংবোলিংঅভ্যন্তরীণ দলমূল্য(রুপি)২০১৬ আইপিএল উই:২০১৭ আইপিএল-এ উই:
১৮কুলদীপ যাদবউন্নাও,উত্তরপ্রদেশবাঁ হাতিবাঁ হাতি চায়নাম্যানউত্তরপ্রদেশ ক্রিকেট টিম৫.৮ কোটি১২

ফাস্ট বোলার

জার্সিনামজন্মস্থানব্যাটিংবোলিংঅভ্যন্তরীণ দলমূল্য(রুপি)২০১৬ আইপিএল-এ উই:২০১৭ আইপিএল-এ উই:
প্রসীদ কৃষ্ণাব্যাঙ্গালুরুডান হাতিডান হাতি ফাস্টভারত উদীয়মান০.২ কোটি

অতিরিক্ত খেলোয়াড়

নামজন্মস্থানব্যাটিংবোলিংঅভ্যন্তরীণ দলমূল্য(রুপি)২০১৯ আইপিএল-এ রান/উই
বরুন চক্রবর্তী----৪ কোটি-
রিঙ্কু সিংআলিগড়,উত্তরপ্রদেশবাম হাতি-উত্তরপ্রদেশ৮০ লক্ষ৩৭
সিদ্বেশ লাডমুম্বাইডান হাতিডান হাতি অফ ব্রেকমুম্বাই০.২ কোটি১৫/০
সন্দ্বীপ ওয়ারিয়েরকেরালাডান হাতিডান হাতি ফাস্টকেরালা০.২ কোটি-

বিদেশী খেলোয়াড়

ব্যাট্সমেন

নংনামজাতীয়তাব্যাটিংবোলিংঘরোয়া দলমূল্য(রুপি)২০১৯ IPL-এ ৫০+/রান/স্ট্রা: রে:
ইয়ন মর্গ্যানআয়ারল্যান্ডবাম হাতি-দিল্লী বুলস৫.২৫ কোটি-
টম বান্তনইংল্যান্ডডান হাতি-কালান্দার্স১ কোটি-

অল রাউন্ডার

জার্সিনামজাতীয়তাব্যাটিংবোলিংঅভ্যন্তরীণ দলমূল্য(রুপি)২০১৯ আইপিএল-এ ৫০+/রান/উই:
১২আন্দ্রে রাসেলজামাইকাডান হাতিডান হাতি ফাস্ট বোলিংনর্দার্ন ওয়ারিয়র্স৭ কোটি৪/৫১০/১১
৭৪সুনীল নারাইনত্রি: এন্ড টো:বাঁ হাতিডান হাতি অফ ব্রেকবেঙ্গল টাইগার্স৮.৫ কোটি০/১৪৩/১০

বোলার

জার্সিনামজাতীয়তাব্যাটিংবোলিংঅভ্যন্তরীণ দলমূল্য(রুপি)২০১৯ আইপিএল-এ উই:
প্যাট কামিন্সঅস্ট্রেলিয়া-ডান হাতি ফাস্টনিউ সাউথ ওয়েলস১৫.৫ কোটি-
হ্যারি গার্নিইংল্যান্ডডান হাতিবাম হাতি ফাস্ট মিডিয়ামনর্দার্ন ওয়ারিয়র্স.৭৫ কোটি
লকিই ফার্গুসননিউজিল্যান্ডডান হাতিডান হাতি ফাস্টনিউজিল্যান্ড এ১ কোটি

সম্ভাব্য প্রথম একাদশ

ক্রমনামভূমিকাঅনুপস্থিতিতে
নারিনস্পিনার অলরাউন্ডার-
ত্রিপাঠি (৩ কোটি)ওপেনিং বাটসমেন-
মরগ্যান (৫.২৫ কোটি)বাটসমেন-
শুভমান গিলবাটসমেন-
রানাভারতীয় অলরাউন্ডারমাভি
রাসেলঅলরাউন্ডার-
কার্তিকবাটসমেন-উইকেটকিপার-
প্যাট কাম্মিনস (১৫ কোটি)পেসারলকি ফার্গুসন - হ্যারি গুনরে
তাম্বেলেগ স্পিনার-
১০কৃষ্ণাভারতীয় পেসার-
১১কুলদীপচাইনামান স্পিনার-
  • ৪ বিদেশী খেলোয়াড়ে ব্যায়ের সম্ভাবনা : ১৯ কোটি
  • ৩ স্বদেশী (পেসার , লেগ স্পিনার ও অলরাউন্ডার ) খেলোয়াড়ে ব্যায়ের সম্ভাবনা : ১০ কোটি
  • বাকি অর্থে ভারতীয় খেলোয়াড় হতে পারে : ৩ জন

পূর্ববর্তী তারকা ১১ খেলোয়াড় তালিকা

২০০৮ ২০০৯ ২০১০ ২০১১ ২০১২ ২০১৩ ২০১৪ ২০১৮
সৌরভ গঙ্গোপাধ্যায় (অধিনায়ক) ব্রেন্ডন ম্যাককুলাম (অধিনায়ক) অজন্তা মেন্ডিস ব্রাড হাডিন ব্রাড হাডিন ব্রাড হাডিন আন্দ্রে রাসেল দিনেশ কার্তিক (অধিনায়ক)
ব্রেন্ডন ম্যাককুলাম মরনে ফন উইক অজিত আগারকার ব্রেট লি ব্রেন্ডন ম্যাককুলাম মনোজ তিওয়ারি ক্রিস লিন আন্দ্রে রাসেল
ঋদ্ধিমান সাহা ব্রাড হজ অ্যাঞ্জেলো ম্যাথিউস এয়ন মর‌গ্যান ব্রেট লি ব্রেট লি দেব্রত দাস কুলদীপ যাদব
ডেভিড হাসি ক্রিস গেইল অশোক দিন্দা গৌতম গম্ভীর (অধিনায়ক) ক্রেইজ জনি দেব্রত দাস গৌতম গম্ভীর (অধিনায়ক) পিযুষ চাওলা
সালমান বাট সৌরভ গঙ্গোপাধ্যায় ব্রাড হজ ইকবাল আব্দুল্লাহ দেব্রত দাস এয়ন মরগান জ্যাকস ক্যালিস ক্রিস লিন
অশোক দিন্দা ডেভিড হাসি ব্রেন্ডন ম্যাককুলাম জ্যাকস ক্যালিস এয়ন মরগান গৌতম গম্ভীর (অধিনায়ক) কুলদীপ যাদব রবিন উথাপ্পা
মোহাম্মদ হাফিজ চার্ল ল্যাঙ্গভেট চার্ল ল্যাঙ্গভেট জয়দেব উনাদকান্ত গৌতম গম্ভীর (অধিনায়ক) ইকবাল আব্দুল্লাহ মনিশ পান্ডে বিনয় কুমার
শোয়েব আখতার ইশান্ত শার্মা চেতেশ্বর পুজারা জেমস প্যাটিনসন ইকবাল আব্দুল্লাহ জ্যাকস ক্যালিস মানবিন্দার বিসলা সুনীল নারাইন
ইশান্ত শার্মা লক্ষী শুকলা ক্রিস গেইল লক্ষীপতি বালাজি ইরিশ সাক্সিনা জেমস প্যাটিনসন মরনে মরকেল মিচেল জনসন
অজিত আগারকার অজন্তা মেন্ডিস ডেভিড হাসি লক্ষী শুকলা জ্যাকস ক্যালিস লক্ষীপতি বালাজি প্যাট কামিন্স শিবম মাভি
উমর গুল অনুরীত সিং ইকবাল আব্দুল্লাহ মনোজ তিওয়ারী জেমস প্যাটিনসন লক্ষী শুকলা পিযুষ চাওলা কমলেশ নাগারকোটি
উমর গুল অনুরীত সিং ইকবাল আব্দুল্লাহ মনোজ তিওয়ারী জেমস প্যাটিনসন লক্ষী শুকলা পিযুষ চাওলা নীতিশ রানা

প্রশাসন ও প্রশিক্ষণ কর্মী

  • মালিক– শাহরুখ খান (রেড চিলিস এন্টারটেনমেন্ট) সঙ্গে অংশীদারত্বে জুহি চাওলা, জয় মেহতা (মেহতা গ্রুপ)
  • ব্র্যান্ড রাষ্ট্রদূত – শাহরুখ খান
  • চীফ অপারেটিং অফিসার ও ব্যবস্থাপনা পরিচালক – বিনকি মাইসোর[4]
  • পরিচালক - জয় ভট্টাচার্য
  • প্রশিক্ষক – খালি
  • সহকারী প্রশিক্ষক – খালি
  • বোলিং প্রশিক্ষক – হিথ স্ট্রিক
  • ব্যাটিং উপদেষ্টা- ডব্লিউ.ভি. রমন
  • ফিজিওথেরাপিস্ট- এ্যান্ড্রিউ লেইপাস
  • শারীরিক শিক্ষক– এডরিয়ান লে রক্স
  • মানসিক দক্ষতা কোচ – রুদি ওয়েবস্টার
  • টিম বিশ্লেষক – এআর শ্রীকান্ত

প্রধান প্রশিক্ষক

২০১৮ আইপিএল-এ দলের সদস্যের প্রদর্শন

বিশেষ অবদানগুলি হাইলাইট করা হলো

ঘরের মাঠে

খেলোয়াড় মূল্য(রুপি) বনাম ব্যাঙ্গালোর বনাম হায়দ্রাবাদ বনাম দিল্লি বনাম পাঞ্জাব বনাম চেন্নাই বনাম মুম্বই বনাম রাজস্থান
সুনীল নারাইন৮.৫ কোটি৫০(১৯)৪-০-৩০-১৯(১০) ও ৪-০-১৭-২১(৪) ও ৩-০-১৮-৩১(৪) ও ৩-০-২৩-১৩২(২০)৪-০-২০-২'৪(২) ও ৪-০-২৭-১২১(৭) ও ৪-০-২৯-১
ক্রিস লিন৯.৬ কোটি৫(৮)৪৯(৩৪)৩১(২৯)৭৪(৪১)১২(৬)২১(১৫)৪৫(৪২)
রবিন উথাপ্পা৬.৪ কোটি১৩(১২)৩(৮)৩৫(১৯)৩৪(২৩)৬(৮)১৪(১৩)৪(৬)
নীতিশ রানা৩.৪ কোটি৩৪(২৫)১-০-১১-২১৮(১৬)৫৯(৩৫)৩(৫)খেলেনি২১(১৯)২১(১৭)
দিনেশ কার্তিক(উই)৭.৪ কোটি৩৫*(২৯)২৯(২৭)১৯(১০)৪৩(২৮)৪৫*(১৮)৫(৩)৪১(৩১)
রিংকু সিং০.৮ কোটি৬(৬)খেলেনিখেলেনিখেলেনি১৬(১৮)৫(৩)খেলেনি
আন্দ্রে রাসেল৭ কোটি১৫(১১) ও ২-০-১০-০৯(৫) ও ৩-০-৩৯-০৪১(১২) ও ২-০-২৫-১১০(৭) ও ১.৫-০-৩১-০১-০-১২-০২(৪) ও ২-০-১৬-০১১(৫) ও ৩-০-১৩-২
শুভমান গিল১.৮ কোটিখেলেনি৩(৯)৬(৫)১৪*(৮)৫৭*(৩৬)খেলেনিব্যবহৃত হয়নি
টম কুররান১.৬২ কোটিখেলেনিখেলেনি২(৩) ও ২-০-২১-১১(৩)খেলেনি১৮(১৭) ও ৩-০-৩৩-১খেলেনি
শিবম মাভি৩ কোটিখেলেনি৭(৮) ও ১-০-১০-০০*(০) ও ২-০-১৪-১৩-০-২৯-০৩-০-২১-০খেলেনি৪-০-৪৪-১
বিনয় কুমার১ কোটি৬*(৩) ও ২-০-৩০-২খেলেনিখেলেনিখেলেনিখেলেনিখেলেনিখেলেনি
মিচেল জনসন২ কোটি৪-০-৩০-১৪*(৫) ও ৩-০-৩০-১খেলেনিখেলেনি৪-০-৫১-০খেলেনিখেলেনি
পিযুষ চাওলা৪.২ কোটি৪-০-৩১-১৪-০-২০-১০(৩) ও ২-০-১৬-১২*(২) ও ২-০-২৪-০৪-০-৩৫-২১১(১৩) ও ৪-০-৪৮-৩খেলেনি
কুলদীপ যাদব৫.৮ কোটি৩-০-৩৩-০৪-০-২৩-১৩.২-০-৩২-৩১-০-১৩-০৪-০-৩৪-১৫(১৫) ও ৩-০-৪৩-০'৪-০-২০-৪
প্রসিধ কৃষ্ণা০.২ কোটিখেলেনিখেলেনিখেলেনিখেলেনিখেলেনি১(৫) ও ৪-০-৪১-১৪-০-৩৫-২

বিরোধী মাটিতে

খেলোয়াড় মূল্য(রুপি) বনাম চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ডেয়ারডেভিলস
ক্রিস লিন৯.৬ কোটি২২(১৬)০(২)
সুনীল নারাইন৮.৫ কোটি১২(৪) ও ৪-০-১৭-১৩৫(২৫) ও ৪-০-৪৮-০
রবিন উথাপ্পা৬.৪ কোটি২৯(১৬)৪৮(৩৬)
নীতিশ রানা৩.৪ কোটি১৬(১৪)৩৫*(২৭)২-০-১১-২
দিনেশ কার্তিক(উই)৭.৪ কোটি২৬(২৫)৪২*(২৩)
রিংকু সিং৮০ লক্ষ২(৪)খেলেনি
আন্দ্রে রাসেল৭ কোটি৮৮*(৩৬) ও ৪-০-৩৫-০ব্যবহৃত হয়নি
শুভমান গিল১.৮ কোটিখেলেনিব্যবহৃত হয়নি
টম কুররান১.৬২ কোটি২*(৫) ও ৩-০-৩৯-২২-০-১৯-২
শিবম মাভি৩ কোটিখেলেনি৪-০-৪০-১
বিনয় কুমার১ কোটি১.৫-০-৩৫-০খেলেনি
পিযুষ চাওলা৪.২ কোটি৪-০-৪৯-১৪-০-১৮-১
কুলদীপ যাদব৫.৮ কোটি৩-০-২৭-১৪-০-২৩-১

২০১৯ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-এ দলের সদস্যের প্রদর্শন

ব্যাটিং

ওভার পাল্লাসমষ্টিগত
পাওয়ার প্লে (১ম - ৬ষ্ঠ)লিন - নারিন
মধ্যভাগে (৭ম - ১৬তম)রানা - উথাপ্পা - গিল
স্লগ (১৭তম - ২০তম)কার্তিক - রাসেল

এদের মধ্যে রাসেল ও নারিনকে ধরে রাখতে পারে। লিন ও উথাপ্পাকে ছেড়ে দিয়ে নতুন করে কিনতে পারে।

বোলিং

বোলার - শিকার

ওভার পাল্লাম্যাচ ১ম্যাচ ২ম্যাচ ৩ম্যাচ ৪সমষ্টিগত
পাওয়ার প্লে (১ম - ৬ষ্ঠ)-রাসেল (গেইল)চাওলা (ধাওয়ান)--
মধ্যভাগে (৭ম - ১৬তম)চাওলা(বায়ারস্তো)রাসেল (সরফরাজ)
চাওলা (আগারওয়াল)
রাসেল (আয়ের)-চাওলা - রাসেল
স্লগ (১৭তম - ২০তম)--ফার্গুসন (শাও)কুলদীপ (কোহলি)
নারিন (ভিলিয়ার্স)
-

ঘরের মাঠে ম্যাচ

শনি ও রবিবারের ম্যাচগুলো গাঢ় করা হলো।

তারিখবিপক্ষসময়
মার্চ ২৪সানরাইজার্স হায়দ্রাবাদদিবা/রাত্রি
মার্চ ২৭কিংস এলেভেন পাঞ্জাবরাত্রি
এপ্রিল ১৬-রাত্রি
এপ্রিল ২১-দিবা/রাত্রি
মে ৩-রাত্রি
মে ৯-রাত্রি
মে ১৫-রাত্রি

কলকাতায় বিপক্ষের প্রদর্শন

  • হার্দিক পাণ্ড্য ৩৪ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
  • অসমীয় তরুণ খেলোয়াড় রায়ান পরাগ এর ৩১ বলে ৪৭ রানের ইনিংস।
  • মঈন আলী ২৮ বলে ৬৬ রানের ইনিংস খেলেন।
  • ২০১৮ য় সনজু স্যামসন ৩৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন।
  • ২০১৮ য় ঈশান কিষাণ ২১ বলে ৬২ রানের ইনিংস খেলেন।

তথ্যসূত্র

  1. "কেকেআর-এর সিইও ভেঙ্কি মাইশোর"
  2. "Kolkata Knight Riders is richest in IPL" (PDF)brandfinance.com। ২০১০-০৩-৩১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-১১
  3. Eden Gardens | India | Cricket Grounds | ESPN Cricinfo. Content-ind. cricinfo.com. Retrieved 4 September 2011.
  4. "KKR appoint Venky Mysore as CEO"। Mumbai। ২৪ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১১
  5. "Dav Whatmore profil"। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.