রাজস্থান রয়্যালস
রাজস্থান রয়্যালস (হিন্দি: राजस्थान रॉयल्स) হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের গোলাপী নগরী খ্যাত জয়পুরের প্রতিনিধিত্বকারী ক্রিকেট দল।[2] বর্তমানে দলটির অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন এবং কোচের দায়িত্ব পালন করছেন পাডি উপটন। রয়্যালস সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্নের অসাধারণ অধিনায়কত্বের উপর ভর করে আইপিএল এর প্রথম সংস্করণে জয়লাভ করেন।[3]
राजस्थान रॉयल्स | ||
![]() | ||
কর্মীবৃন্দ | ||
---|---|---|
অধিনায়ক | ![]() | |
কোচ | ![]() | |
মালিক | মনোজ বাদালে (ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট) লাচলন মুরদচ (টুয়েন্টি-ফার্ষ্ট সেঞ্চুরি ফক্স) | |
দলীয় তথ্য | ||
শহর | জয়পুর, রাজস্থান, ভারত | |
রঙ | ![]() | |
প্রতিষ্ঠাকাল | ২০০৮ | |
স্বাগতিক ভেন্যু | সয়াই মানসিং স্টেডিয়াম, জয়পুর (ধারণক্ষমতা: ২৩,১৮৫) | |
অফিসিয়াল ওয়েবসাইট | www | |
| ||
রয়্যালসকে প্রায়শ "মানিবল দল" হিসেবে বলা হয়ে থাকে।[4][5][6] দলীয় সর্বোচ্চ রান সংগ্রকারী হিসেবে শেন ওয়াটসন[7] এবং সর্বোচ্চ উইকেট সংগ্রকারী হিসেবে সিদ্ধার্থ ত্রিবেদী রয়েছেন।[8]
অর্জন
বছর | ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ | চ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০ |
---|---|---|
২০০৮ | বিজয়ী | বাতিল (Q) |
২০০৯ | গ্রুপ পর্ব | DNQ |
২০১০ | গ্রুপ পর্ব | DNQ |
২০১১ | গ্রুপ পর্ব | DNQ |
২০১২ | গ্রুপ পর্ব | DNQ |
২০১৩ | প্লে-অফ | রানার্স আপ |
২০১৪ | গ্রুপ পর্ব | DNQ |
- Q = যোগ্যতা অর্জন করেছেন; DNQ = যোগ্যতা অর্জন করেননি
পরিসংখ্যান
ম্যাচ | বিজয়ী | পরাজিত | ফলাফল নেই | সফলতার হার | |
---|---|---|---|---|---|
২০০৮ | ১৪ | ১১ | ৩ | ০ | ৭৮.৫৭% |
২০০৯ | ১৪ | ৬ | ৭ | ১ | ৪৬.১৫% |
২০১০ | ১৪ | ৬ | ৮ | ০ | ৪২.৮৬% |
২০১১ | ১৪ | ৬ | ৭ | ১ | ৪৬.১৫% |
২০১২ | ১৬ | ৭ | ৯ | ০ | ৪৩.৭৫% |
২০১৩ | ১৬ | ১০ | ৬ | ০ | ৬২.৫০% |
২০১৪ | ১৪ | ৭ | ৭ | ০ | ৫০.০০% |
সর্বমোট | ১০২ | ৫৩ | ৪৭ | ২ | ৫১.৯৬% |
বর্তমান স্কোয়াড
অধিনায়ক
ভারতীয় খেলোয়াড়
ব্যাট্সমেন
- সঞ্জু স্যামসন (WK)
- রাহুল ত্রিপাঠি
অল রাউন্ডার
বোলার
- জয়দেব উনাদকাট
- ধবল কুলকার্নি
- বরুণ আরন
বিদেশী খেলোয়াড়
উইকেটকিপার ব্যাট্সমেন
- জস বাটলার - সিডনি থান্ডার-এর উইকেটকিপার ব্যাট্সমেন
অল রাউন্ডার
- বেন স্টোকস
- জোফরা আর্চার
- ডি'অর্চি শর্ট
বোলার
সম্ভাব্য প্রথম একাদশ
ক্রম | নাম | ভূমিকা |
---|---|---|
১ | ত্রিপাঠি | ওপেনিং বাটসমেন |
২ | রাহানে | ওপেনিং বাটসমেন |
৩ | স্মিথ | বাটসমেন |
৪ | স্যামসন | উইকেটকিপার - বাটসমেন |
৫ | স্টোকস | অল রাউন্ডার |
৬ | বিন্নী | অলরাউন্ডার |
৭ | আর্চার | অলরাউন্ডার |
৮ | গৌতম | স্পিনার অল রাউন্ডার |
৯ | সোধি | লেগ স্পিনার |
১০ | উনাদকাট | পেসার |
১১ | কুলকার্নি | পেসার |
সম্ভাব্য বাতিল খেলোয়াড়
সৌরাষ্ট্রের ২৭ বর্ষীয় বোলার জয়দেব উনাদকাট কে ৮.৪ কোটি টাকা দিয়ে কিনলেও ১০.৬৬ ইকোনোমিতে ৩৯ গড়ে রান দিয়েছেন । কর্ণাটকের ৩০ বর্ষীয় স্পিনার কৃষ্ণাপ্পা গৌতম কে ৬.২ কোটি টাকা দিয়ে কিনলেও ৮.৩ ইকোনোমিতে ২০ ওভার বল করে মাত্র ১ টি উইকেট পেয়েছেন ।
প্রশাসন ও প্রশিক্ষণ কর্মী
- বোলিং প্রশিক্ষক - সাইরাজ বাহুতুলে
২০১৮ আইপিএল-এ দলের সদস্যের প্রদর্শন
বিশেষ অবদানগুলি হাইলাইট করা হলো
ঘরের মাটিতে ম্যাচ
খেলোয়াড় | মূল্য(রুপি) | বনাম দিল্লি ডেয়ারডেভিলস | বনাম কলকাতা নাইট রাইডার্স | বনাম মুম্বই ইন্ডিয়ান্স |
---|---|---|---|---|
অজিঙ্কা রাহানে | ৪ কোটি | ৪৫(৪০) | ৩৬(১৯) | ১৪(১৭) |
আর্চই শর্ট | ৪ কোটি | ৬(৩) | ৪৪(৪৩) | খেলেনি |
বেন স্টোকস | ১২.৫ কোটি | ১৬(১২) | ১৪(১১) ও ৩-০-২৫-০ | ৪০(২৭) ও ৩-০-৩১-০ |
সনজু স্যামসন | ৮ কোটি | ৩৭(২২) | ৭(৮) | ৫২(৩৯) |
জস বাটলার | ৪.৪ কোটি | ২৯(১৮) | ২৪*(১৮) | ৬(৮) |
হেনরিচ ক্লাসেন | .৫ কোটি | খেলেনি | খেলেনি | ০(১) |
রাহুল ত্রিপাঠি | ৩.৪ কোটি | ১৫*(১১) | ১৫(১১) | ৯(৮) |
কৃষ্ণাপ্পা গৌতম | ৬.২ কোটি | ২*(১) ও ১-০-১০-১ | ১২(৭) ও ৪-০-২৩-২ | ৩৩(১১) ও ৩-০-২০-০ |
শ্রেয়াস গোপাল | .২ কোটি | ব্যবহৃত হয়নি | ০(১) ও ৩-০-২৩-০ | ও ২-০-৩০-০ |
জোফরা আর্চার | ৭.২ কোটি | খেলেনি | খেলেনি | ৮(৯) ও ৪-০-২২-৩ |
ধবল কুলকার্নি | ৭৫ লক্ষ | ১-০-৪-০ | ৩(৩) ও ২-০-২০-০ | ৪-০-৩২-২ |
জয়দেব উনাদকাট | ১১.৫ কোটি | ২-০-২৪-১ | ০*(০) ও ৩-০-৩৪-০ | ০*(০) ও ৪-০-৩১-১ |
বেন লাউঘলিন | ৫০ লক্ষ | ২-০-২০-২ | ৩.৫-০-৩৭-০ | খেলেনি |
বিরোধী মাটিতে ম্যাচ
খেলোয়াড় | মূল্য(রুপি) | বনাম হায়দ্রাবাদ | বনাম ব্যাঙ্গালোর | বনাম চেন্নাই | বনাম দিল্লি | বনাম পাঞ্জাব | বনাম মুম্বই | বনাম কলকাতা |
---|---|---|---|---|---|---|---|---|
অজিঙ্কা রাহানে | ৪ কোটি | ১৩(১৩) | ৩৬(২০) | ১৬(১১) | - | - | - | ১১(১২) |
আর্চই শর্ট | ৪ কোটি | ৪(৪) ও ২-০-৯-০ | ১১(১৭) ও ১-০-১০-১ | খেলেনি | - | - | - | খেলেনি |
হেনরিচ ক্লাসেন | ০.৫ কোটি | খেলেনি | খেলেনি | ৭(৭) | - | - | - | খেলেনি |
সঞ্জু স্যামসন | ৮ কোটি | ৪৯(৪২) | ৯২*(৪৫) | ২(৩) | - | - | - | ১২(১০) |
বেন স্টোকস | ১২.৫ কোটি | ৫(৮) ও ২-০-২১-০ | ২৭(২১) ও ৩-০-৩২-১ | ৪৫(৩৭) ও ৩-০-৩৯-০ | - | - | - | ১১(১৩) ও ৪-১-১৫-৩ |
রাহুল ত্রিপাঠি | ৩.৪ কোটি | ১৭(১৫) | ১৪*(৫) | ৫(৫) | - | - | - | ২৭(১৫) |
জস বাটলার | ৪.৪ কোটি | ৬(৯) | ২৩(১৪) | ২২(১৭) | - | - | - | ৩৯(২২) |
স্টুয়ার্ট বিনি | ০.৫ কোটি | খেলেনি | খেলেনি | ১০(৮) ও ২-০-৩৩-০ | - | - | - | ১(৪) |
কৃষ্ণাপ্পা গৌতম | ৬.২ কোটি | ০(২) ও ১-০-৯-০ | ৪-০-৩৬-১ | ১(২) ও ৩-০৩৫-০ | - | - | - | ৩(৫) ও ২-০-৩২-০ |
শ্রেয়াস গোপাল | ০.২ কোটি | ১৮(১৮) ও ৩-০-১৮-০ | ৪-০-২২-২ | ৮*(১০) ও ৪-০-২০-৩ | - | - | - | খেলেনি |
ধবল কুলকার্নি | ০.৭৫ কোটি | ৩*(৪) ও ২.৫-০-১৮-০ | ১-০-১৪-০ | খেলেনি | - | - | - | খেলেনি |
জয়দেব উনাদকাট | ১১.৫ কোটি | ১(২) ও ৩-০-২৮-১ | ৩-০-৩৫-০ | ১৬(১০) ও ৪-০-৩৯-০ | - | - | - | ২৬(১৮) ও ৩-০-২৩-০ |
বেন লাউঘলিন | ০.৫ কোটি | ১*(৩) ও ২-০-২০-০ | ৪-০-৪৬-১ | ০(১) ও ৪-০-৩৮-২ | - | - | - | খেলেনি |
ইশ সোধি | ০.৫ কোটি | খেলেনি | খেলেনি | খেলেনি | - | - | - | ১(৬) ও ৪-০-২১-১ |
জোফরা আর্চার | ৭.২ কোটি | খেলেনি | খেলেনি | খেলেনি | - | - | - | ৬(৫) ও ৪-০-৪৩-০ |
অনুরীত সিং | ০.৩ কোটি | খেলেনি | খেলেনি | খেলেনি | - | - | - | ৩*(৪) ও ১-০-১০-০ |
২০১৯ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-এ দলের সদস্যের প্রদর্শন
ব্যাটিং
ওভার পাল্লা | ম্যাচ ১ | ম্যাচ ২ | ম্যাচ ৩ | ম্যাচ ৪ | সমষ্টিগত |
---|---|---|---|---|---|
পাওয়ার প্লে (১ম - ৬ষ্ঠ) | রাহানে - বাটলার | রাহানে - স্যামসন | ত্রিপাঠি | বাটলার | রাহানে - বাটলার |
মধ্যভাগে (৭ম - ১৬তম) | বাটলার - স্যামসন | রাহানে - স্যামসন | ত্রিপাঠি - স্টোকস | বাটলার - স্মিথ - ত্রিপাঠি | বাটলার - স্যামসন - ত্রিপাঠি |
স্লগ (১৭তম - ২০তম) | - | স্যামসন | স্টোকস | স্মিথ - ত্রিপাঠি | - |
বোলিং
বোলার - শিকার
ওভার পাল্লা | ম্যাচ ১ | ম্যাচ ২ | ম্যাচ ৩ | ম্যাচ ৪ | সমষ্টিগত |
---|---|---|---|---|---|
পাওয়ার প্লে (১ম - ৬ষ্ঠ) | কুলকার্নি | - | জোফরা - কুলকার্নি | - | - |
মধ্যভাগে (৭ম - ১৬তম) | গৌতম | গৌতম (বেয়ারস্ত) উনাদকাট (উইলিয়ামসন) | - | গোপাল (কোহলি - ভিলিয়ার্স -হেটমায়ের) | গৌতম |
স্লগ (১৭তম - ২০তম) | - | - | জোফরা | জোফরা | জোফরা |
তথ্যসূত্র
- "রাজস্থানের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ালেন স্মিথ"।
- "Big business and Bollywood grab stakes in IPL"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০০৮।
- "Rajasthan champions after cliffhanger"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১ জুন ২০০৮।
- "Rajasthan Royals' team ethos and values have remained intact since first season"। cricketcountry.com। ৮ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৪।
- . ibnlive.com
- . Cricinfo.com. Retrieved on 2013-10-06.
- . Cricinfo.com. Retrieved on 2013-10-06.