রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস (হিন্দি: राजस्थान रॉयल्स) হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের গোলাপী নগরী খ্যাত জয়পুরের প্রতিনিধিত্বকারী ক্রিকেট দল।[2] বর্তমানে দলটির অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন এবং কোচের দায়িত্ব পালন করছেন পাডি উপটন। রয়্যালস সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্নের অসাধারণ অধিনায়কত্বের উপর ভর করে আইপিএল এর প্রথম সংস্করণে জয়লাভ করেন।[3]

রাজস্থান রয়্যালস
राजस्थान रॉयल्स
কর্মীবৃন্দ
অধিনায়ক অজিঙ্কা রাহানে[1]
কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড
মালিকমনোজ বাদালে (ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট)
লাচলন মুরদচ (টুয়েন্টি-ফার্ষ্ট সেঞ্চুরি ফক্স)
দলীয় তথ্য
শহরজয়পুর, রাজস্থান, ভারত
রঙ
প্রতিষ্ঠাকাল২০০৮ (2008)
স্বাগতিক ভেন্যুসয়াই মানসিং স্টেডিয়াম, জয়পুর
(ধারণক্ষমতা: ২৩,১৮৫)
অফিসিয়াল ওয়েবসাইটwww.rajasthanroyals.com r

টি২০আই কিট

রয়্যালসকে প্রায়শ "মানিবল দল" হিসেবে বলা হয়ে থাকে।[4][5][6] দলীয় সর্বোচ্চ রান সংগ্রকারী হিসেবে শেন ওয়াটসন[7] এবং সর্বোচ্চ উইকেট সংগ্রকারী হিসেবে সিদ্ধার্থ ত্রিবেদী রয়েছেন।[8]

অর্জন

বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০
২০০৮ বিজয়ী বাতিল (Q)
২০০৯ গ্রুপ পর্ব DNQ
২০১০ গ্রুপ পর্ব DNQ
২০১১ গ্রুপ পর্ব DNQ
২০১২ গ্রুপ পর্ব DNQ
২০১৩ প্লে-অফ রানার্স আপ
২০১৪ গ্রুপ পর্ব DNQ
  • Q = যোগ্যতা অর্জন করেছেন; DNQ = যোগ্যতা অর্জন করেননি

পরিসংখ্যান

ফলাফলের সংক্ষিপ্ত বিবরণী
ম্যাচবিজয়ীপরাজিতফলাফল নেইসফলতার হার
২০০৮ ১৪১১৭৮.৫৭%
২০০৯ ১৪৪৬.১৫%
২০১০ ১৪৪২.৮৬%
২০১১ ১৪৪৬.১৫%
২০১২ ১৬৪৩.৭৫%
২০১৩ ১৬১০৬২.৫০%
২০১৪ ১৪৫০.০০%
সর্বমোট ১০২৫৩৪৭৫১.৯৬%

বর্তমান স্কোয়াড

অধিনায়ক

  1. অজিঙ্কা রাহানে

ভারতীয় খেলোয়াড়

ব্যাট্সমেন

  1. সঞ্জু স্যামসন (WK)
  2. রাহুল ত্রিপাঠি

অল রাউন্ডার

  1. স্টুয়ার্ট বিনি

বোলার

  1. জয়দেব উনাদকাট
  2. ধবল কুলকার্নি
  3. বরুণ আরন

বিদেশী খেলোয়াড়

উইকেটকিপার ব্যাট্সমেন

অল রাউন্ডার

  1. বেন স্টোকস
  2. জোফরা আর্চার
  3. ডি'অর্চি শর্ট

বোলার

  1. দুষ্মন্ত চামিরা
  2. ইশ সোধি

সম্ভাব্য প্রথম একাদশ

ক্রমনামভূমিকা
ত্রিপাঠিওপেনিং বাটসমেন
রাহানেওপেনিং বাটসমেন
স্মিথবাটসমেন
স্যামসনউইকেটকিপার - বাটসমেন
স্টোকসঅল রাউন্ডার
বিন্নীঅলরাউন্ডার
আর্চারঅলরাউন্ডার
গৌতমস্পিনার অল রাউন্ডার
সোধিলেগ স্পিনার
১০উনাদকাটপেসার
১১কুলকার্নিপেসার

সম্ভাব্য বাতিল খেলোয়াড়

সৌরাষ্ট্রের ২৭ বর্ষীয় বোলার জয়দেব উনাদকাট কে ৮.৪ কোটি টাকা দিয়ে কিনলেও ১০.৬৬ ইকোনোমিতে ৩৯ গড়ে রান দিয়েছেন । কর্ণাটকের ৩০ বর্ষীয় স্পিনার কৃষ্ণাপ্পা গৌতম কে ৬.২ কোটি টাকা দিয়ে কিনলেও ৮.৩ ইকোনোমিতে ২০ ওভার বল করে মাত্র ১ টি উইকেট পেয়েছেন ।

প্রশাসন ও প্রশিক্ষণ কর্মী

  • বোলিং প্রশিক্ষক - সাইরাজ বাহুতুলে

২০১৮ আইপিএল-এ দলের সদস্যের প্রদর্শন

বিশেষ অবদানগুলি হাইলাইট করা হলো

ঘরের মাটিতে ম্যাচ

খেলোয়াড় মূল্য(রুপি) বনাম দিল্লি ডেয়ারডেভিলস বনাম কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স
অজিঙ্কা রাহানে৪ কোটি৪৫(৪০)৩৬(১৯)১৪(১৭)
আর্চই শর্ট৪ কোটি৬(৩)৪৪(৪৩)খেলেনি
বেন স্টোকস১২.৫ কোটি১৬(১২)১৪(১১) ও ৩-০-২৫-০৪০(২৭) ও ৩-০-৩১-০
সনজু স্যামসন৮ কোটি৩৭(২২)৭(৮)৫২(৩৯)
জস বাটলার৪.৪ কোটি২৯(১৮)২৪*(১৮)৬(৮)
হেনরিচ ক্লাসেন.৫ কোটিখেলেনিখেলেনি০(১)
রাহুল ত্রিপাঠি৩.৪ কোটি১৫*(১১)১৫(১১)৯(৮)
কৃষ্ণাপ্পা গৌতম৬.২ কোটি২*(১) ও ১-০-১০-১১২(৭) ও ৪-০-২৩-২৩৩(১১)৩-০-২০-০
শ্রেয়াস গোপাল.২ কোটিব্যবহৃত হয়নি০(১) ও ৩-০-২৩-০ও ২-০-৩০-০
জোফরা আর্চার৭.২ কোটিখেলেনিখেলেনি৮(৯) ও ৪-০-২২-৩
ধবল কুলকার্নি৭৫ লক্ষ১-০-৪-০৩(৩) ও ২-০-২০-০৪-০-৩২-২
জয়দেব উনাদকাট১১.৫ কোটি২-০-২৪-১০*(০) ও ৩-০-৩৪-০০*(০) ও ৪-০-৩১-১
বেন লাউঘলিন৫০ লক্ষ২-০-২০-২৩.৫-০-৩৭-০খেলেনি

বিরোধী মাটিতে ম্যাচ

খেলোয়াড় মূল্য(রুপি) বনাম হায়দ্রাবাদ বনাম ব্যাঙ্গালোর বনাম চেন্নাই বনাম দিল্লি বনাম পাঞ্জাব বনাম মুম্বই বনাম কলকাতা
অজিঙ্কা রাহানে৪ কোটি১৩(১৩)৩৬(২০)১৬(১১)---১১(১২)
আর্চই শর্ট৪ কোটি৪(৪) ও ২-০-৯-০১১(১৭) ও ১-০-১০-১খেলেনি---খেলেনি
হেনরিচ ক্লাসেন০.৫ কোটিখেলেনিখেলেনি৭(৭)---খেলেনি
সঞ্জু স্যামসন৮ কোটি৪৯(৪২)৯২*(৪৫)২(৩)---১২(১০)
বেন স্টোকস১২.৫ কোটি৫(৮) ও ২-০-২১-০২৭(২১) ও ৩-০-৩২-১৪৫(৩৭) ও ৩-০-৩৯-০---১১(১৩) ও ৪-১-১৫-৩
রাহুল ত্রিপাঠি৩.৪ কোটি১৭(১৫)১৪*(৫)৫(৫)---২৭(১৫)
জস বাটলার৪.৪ কোটি৬(৯)২৩(১৪)২২(১৭)---৩৯(২২)
স্টুয়ার্ট বিনি০.৫ কোটিখেলেনিখেলেনি১০(৮) ও ২-০-৩৩-০---১(৪)
কৃষ্ণাপ্পা গৌতম৬.২ কোটি০(২) ও ১-০-৯-০৪-০-৩৬-১১(২) ও ৩-০৩৫-০---৩(৫) ও ২-০-৩২-০
শ্রেয়াস গোপাল০.২ কোটি১৮(১৮) ও ৩-০-১৮-০৪-০-২২-২৮*(১০) ও ৪-০-২০-৩---খেলেনি
ধবল কুলকার্নি০.৭৫ কোটি৩*(৪) ও ২.৫-০-১৮-০১-০-১৪-০খেলেনি---খেলেনি
জয়দেব উনাদকাট১১.৫ কোটি১(২) ও ৩-০-২৮-১৩-০-৩৫-০১৬(১০) ও ৪-০-৩৯-০---২৬(১৮)৩-০-২৩-০
বেন লাউঘলিন০.৫ কোটি১*(৩) ও ২-০-২০-০৪-০-৪৬-১০(১) ও ৪-০-৩৮-২---খেলেনি
ইশ সোধি০.৫ কোটিখেলেনিখেলেনিখেলেনি---১(৬) ও ৪-০-২১-১
জোফরা আর্চার৭.২ কোটিখেলেনিখেলেনিখেলেনি---৬(৫) ও ৪-০-৪৩-০
অনুরীত সিং০.৩ কোটিখেলেনিখেলেনিখেলেনি---৩*(৪) ও ১-০-১০-০

২০১৯ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-এ দলের সদস্যের প্রদর্শন

ব্যাটিং

ওভার পাল্লাম্যাচ ১ম্যাচ ২ম্যাচ ৩ম্যাচ ৪সমষ্টিগত
পাওয়ার প্লে (১ম - ৬ষ্ঠ)রাহানে - বাটলাররাহানে - স্যামসনত্রিপাঠিবাটলাররাহানে - বাটলার
মধ্যভাগে (৭ম - ১৬তম)বাটলার - স্যামসনরাহানে - স্যামসনত্রিপাঠি - স্টোকসবাটলার - স্মিথ - ত্রিপাঠিবাটলার - স্যামসন - ত্রিপাঠি
স্লগ (১৭তম - ২০তম)-স্যামসনস্টোকসস্মিথ - ত্রিপাঠি-

বোলিং

বোলার - শিকার

ওভার পাল্লাম্যাচ ১ম্যাচ ২ম্যাচ ৩ম্যাচ ৪সমষ্টিগত
পাওয়ার প্লে (১ম - ৬ষ্ঠ)কুলকার্নি-জোফরা - কুলকার্নি--
মধ্যভাগে (৭ম - ১৬তম)গৌতমগৌতম (বেয়ারস্ত)
উনাদকাট (উইলিয়ামসন)
-গোপাল (কোহলি - ভিলিয়ার্স -হেটমায়ের)গৌতম
স্লগ (১৭তম - ২০তম)--জোফরাজোফরাজোফরা

তথ্যসূত্র

  1. "রাজস্থানের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ালেন স্মিথ"
  2. "Big business and Bollywood grab stakes in IPL"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০০৮
  3. "Rajasthan champions after cliffhanger"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১ জুন ২০০৮
  4. "Rajasthan Royals' team ethos and values have remained intact since first season"। cricketcountry.com। ৮ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৪
  5. . ibnlive.com
  6. . Cricinfo.com. Retrieved on 2013-10-06.
  7. . Cricinfo.com. Retrieved on 2013-10-06.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.