দিল্লি ক্যাপিটালস

দিল্লী ক্যাপিটালস (হিন্দি: दिल्ली कैपिटल्स) (প্রায়ই হিসাবে সংক্ষিপ্ত DD) হল একটি ভারতীয় ক্রিকেট ফ্রাঞ্চাইজ দল যেটি ভারতীয় প্রিমিয়ার লীগে খেলে থাকে। ফ্রাঞ্জাইজটি মালিক জিএমআর গ্রুপ। ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়, দলটির বর্তমান অধিনায়ক হিসেবে আছেন ডেভিড ওয়ার্নার এবং কোচের দায়িত্বে আছে সাবেক দক্ষিণ আফ্রিকান বোলার ইরিক সিমন্স। গ্যারি কার্স্টেন আইপিএল ০৭ থেকে শুরু তিন বছরের জন্য দিল্লি ডেয়ারডেভিলস কোচ হবেন। তাদের নিজস্ব স্থানীয় মাঠ হল দিল্লির ঐতিহাসিক ফিরোজ শাহ কোটলা গ্রাউন্ড। ২০১৩ সালে তারা অন্তর্ভুক্ত করে রায়পুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের দ্বিতীয় ঘরোয়া মাঠ হিসাবে। দলটির বীরেন্দ্র শেওয়াগ হলেন সবচেয়ে বেশী রান সংগ্রহকারী এবং ইরফান পাঠান হলেন সবচেয়ে বেশী উইকেট শিকারী বোলার।

দিল্লি ক্যাপিটালস
দিল্লি ডেয়ারডেভিলস (২০০৮–২০১৮)
কর্মীবৃন্দ
অধিনায়ক রিষভ পান্ত
কোচ রিকি পন্টিং
দলীয় তথ্য
শহরদিল্লি, ভারত
রঙ
প্রতিষ্ঠাকাল২০০৮ (দিল্লি ডেয়ারডেভিলস হিসেবে)
স্বাগতিক ভেন্যুফিরোজ শাহ কোটলা মাঠ, দিল্লি
(ধারণক্ষমতা: ৩১,৩৪০)
অপ্রধান স্বাগতিক মাঠশহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, রায়পুর
(ধারণক্ষমতা: ৬৫,০০০)
ইতিহাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ জয়
সিএলটি২০ জয়
অফিসিয়াল ওয়েবসাইটdelhicapitals.in

টি২০আই কিট

২০১৯ সালে দিল্লি ক্যাপিটালস

ফ্রাঞ্চাইজ ইতিহাস

ফ্রাঞ্চাইজ নিলাম চলাকালীন সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দল দিল্লি ডেয়ারডেভিলসকে জিএমআর গ্রুপ $ ৮৪ মিলিয়ন দিয়ে কিনে নেয়। ২০১৩ সালের সেপ্টেম্বরে দিল্লি ডেয়ারডেভিলস জন্য গ্যারি কাস্টেনকে প্রধান কোচ হিসাবে মনোনীত করা হয়েছে।

২০০৯ আইপিএল মৌসুম

অস্ট্রেলিয়ান পেস বোলার গ্লেন ম্যাকগ্রা পুরো মৌসুমের সময় কোনো ম্যাচ খেলতে সুযোগ না পেয়ে তিনি হতাশা প্রকাশ করেন এবং তারপর থেকে দিল্লি দল থেকে বিদায় নেন।[1][2]

২০১২ আইপিএল মৌসুম

২০১৩ আইপিএল মৌসুম

২০১৪ আইপিএল মৌসুম

আগামী আইপিএল ২০১৪ জন্য খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি ২০১৪। দিল্লি ডেয়ারডেভিলস টিম তারা আইপিএল মৌসুম ৭ এর জন্য তাদের বর্তমান স্কোয়াড জন্য কোনো খেলোয়াড় ধরে রাখা হবে না বলে ঘোষণা করেছেন। ৬০০ (প্রায় মার্কিন $ ৯.৬) মিলিয়ন ডলার তাদের পূর্ণ দল গঠনের উদ্দেশ্য খেলোয়াড়দের নিলামে ব্যয় করবে।[3]

ঘরোয়া মাঠ

নয়া দিল্লীতে অবস্থিত তাদের ঘরোয়া স্টেডিয়াম হল ফিরোজ শাহ কোটলা।

ব্র্যান্ড এ্যাম্বেসর

বলিউড স্টার অক্ষয় কুমার দলের ২০০৮ মৌসুম সময় ব্র্যান্ড দূত ছিল কিন্তু ব্যস্ততার কারণে তিনি ২০০৯ মৌসুমের জন্য ফিরে আসতে পারেননি। বিখ্যাত ভারতীয় শিল্পী কৈলাশ খের দলের জন্য খেল ফ্রন্ট ফুট পে গানটি গেয়েছেন। গানটি দিল্লি ডেয়ারডেভিলস প্রতিটা ম্যাচে বাজান হয়। দিল্লি ডেয়ারডেভিলস তাদের নতুন গান মুন্ডে দিল্লি কে ৫ মার্চ ২০১২ সালে ইউ টিউবে মুক্তি দেয়।[4]

বর্তমান স্কোয়াড

ব্যাট্সম্যান

  1. শ্রেয়াস আইয়ার
  2. হনুমা বিহারী

অল রাউন্ডার

  1. ক্রিস মরিস (বিদেশি)
  2. জয়ন্ত যাদব
  3. অক্ষর প্যাটেল

ওইকেট কিপার

২. ঋষভ পন্ত

বোলার

  1. কাগিসো রাবাদা (বিদেশি)
  2. অমিত মিশ্র (২০০৮, ২০১১, ২০১৩ এই তিন আসরে হ্যাটট্রিক করেছিলেন)
  3. ইশান্ত শর্মা

সম্ভাব্য প্রথম একাদশ

ক্রমনামভূমিকাঅনুপস্থিতিতে
রাহানেওপেনিং বাটসমেনজেসন রয়
ধাওয়ানওপেনিং বাটসমেন
আইয়ারবাটসমেন
হেটমায়েরবাটসমেনআলেক্স ক্যারে
স্ট্যানিসঅল রাউন্ডার
পন্থউইকেটকিপার - বাটসমেন
অশ্বিনস্পিনার অল রাউন্ডার
অক্ষরস্পিনার অল রাউন্ডার
ওয়ক্সঅল রাউন্ডার
১০রাবাডাপেসার
১১অমিত মিশ্রবোলারইশান্ত

সম্মান

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ

বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ক্রম অধিনায়ক
২০০৮ সেমিফাইনালিস্ট 4th Virender Sehwag
২০০৯ সেমিফাইনালিস্ট 3rd Gautam Gambhir
২০১০ গ্রুপ পর্যায়ে 5th Virender Sehwag
Gautam Gambhir
Dinesh Karthik
২০১১ গ্রুপ পর্যায়ে 10th James Hopes
২০১২ প্লেঅফ 3rd Virender Sehwag
Mahela Jayawardene
Ross Taylor
২০১৩ গ্রুপ পর্যায়ে 9th David Warner
২০১৪ গ্রুপ পর্যায়ে 8th Kevin Pieterson
২০১৫ গ্রুপ পর্যায়ে 7th JP Duminy
২০১৬ গ্রুপ পর্যায়ে 6th JP Duminy
Zaheer Khan
২০১৭ গ্রুপ পর্যায়ে 6th Zaheer Khan

চ্যাম্পিয়নস লিগ টোয়েন্টি ২০

  • DNQ = কুয়ালিফাই হননি
  • Q = কুয়ালিফাই
বছর চ্যাম্পিয়নস লিগ টোয়েন্টি ২০
২০০৮ বাতিল হয়েছে (Q)
২০০৯ গ্রুপ পর্যায়ে
২০১০ DNQ
২০১১ DNQ
২০১২ সেমিফাইনালিস্ট
২০১৩ DNQ

পরিসংখ্যান

জয়হার রেকর্ড

সংস্করণ খেলা জয় হার টাই ফলাফল নেই জয়% ঘরোয়া জয়% বাইরে জয়% নিরপেক্ষ জয়% অবস্থা
২০০৮ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ১৫-৫০%৪/৭ (১ NR)= ৬৬.৬৭%৩/৭= ৪২.৮৬%০/১=০%সেমিফাইনালে
২০০৯ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (দক্ষিণ আফ্রিকা)১৪১০--৬৬.৬৭%--১০/১৫= ৬৬.৬৭%লীগ পর্যায় সারণি, সেমিফাইনালে
২০০৯ চ্যাম্পিয়নস লিগ টোয়েন্টি ২০--৩৩.৩৩%২/৪= ৫০%০/১= ০%-লীগ পর্যায়ে
২০১০ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ১৪--৫০%৩/৭= ৪২.৮৬%৪/৭= ৫৭.১৪%-লীগ পর্যায়ে
২০১১ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ১৪-৩০.৭৭%১/৭ (১ NR)= ১৬.৬৭%৩/৭= ৪২.৮৬%-লীগ পর্যায়ে
২০১২ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ১৮১১--৬১.১১%৫/৮= ৬২.৫%৬/৯= ৬৬.৬৭%০/১=০%লীগ পর্যায় সারণি,, প্লেঅফ
ক্রমযোজিত আইপিএল৭৬৩৯৩৭-৫২.৭%১৪/২৯ (২ NR)= ৫১.৮৫%১৬/৩০= ৫৩.৩৩%১০/১৭= ৫৮.৮২%
সর্বমোট৮১৪১৪০-৫১.৯%১৬/৩৩ (২ NR)= ৫১.৬১%১৬/৩১= ৫১.৬১%১০/১৭= ৫৮.৮২%

২০১২ পর্যন্ত

আইপিএল মুখোমুখি

আইপিএল দল খেলা জয় হার টাই ফলাফল নেই সফলতা%
চেন্নাই সুপার কিংস১০--৪০%
ডেকান চার্জার্স১১--৬৩.৬৪%
কিংস এলেভেন পাঞ্জাব১০--৫০%
কচি টাস্কার কেরালা--৫০%
কলকাতা নাইট রাইডার্স১০-৪৪.৪৪%
মুম্বাই ইন্ডিয়ানস১১--৫০%
পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া-৬৬.৬৭%
রাজস্থান রয়ালস১০--৬০%
রয়ার চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালরু--৫৫.৫৬%
সানরাইজার্স হায়দ্রাবাদ---০%

আইপিএল ফিক্সার ও ফলাফল

২০০৮ আইপিএল মৌসুম

নম্বর তারিখ বিরুদ্ধে মাঠ ফলাফল
১৯ এপ্রিলরাজস্থান রয়্যালসফিরোজ শাহ কোটলা৯ উইকেটে জয়ী, MoM - পারভেজ মাহরুফ ২/১১ (৪ ওভার)
২২ এপ্রিলডেকান চার্জার্সরাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রবাদ৯ উইকেটে জয়ী, MoM - বীরেন্দ্র শেওয়াগ ৯৪* (৪১)
২৭ এপ্রিলকিংস এলেভেন পাঞ্জাবপাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়াম, মোহালী৪ উইকেটে হার
৩০ এপ্রিলরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরদিল্লী১০ রানে জয়ী, MoM - গ্লেন ম্যাকগ্রাথ ৪/২৯ (৪ ওভার)
২ মেচেন্নাই সুপার কিংসএম,এ, চিদাম্বারাম স্টেডিয়াম, চেন্নাই৮ উইকেটে জয়ী, MoM - বীরেন্দ্র শেওয়াগ 1/21 (2 overs) and 71 (41)
৪ মেমুম্বাই ইন্ডিয়ানসডিওয়াই পাতিল স্টেডিয়াম, মুম্বাই২৯ রানে হার
৮ মেচেন্নাই সুপার কিংসদিল্লী৪ উইকেটে হার
১১ মেরাজস্থান রয়্যালসসাওয়াই মানসিং স্টেডিয়াম, জয়পুর৩ উইকেটে হার
১৩ মেকলকাতা নাইট রাইডার্সইডেন গার্ডেন, কলকাতা২৩ রানে হার
১০১৫ মেডেকান চার্জার্সদিল্লী১২ রানে জয়ী, MoM - অমিত মিশ্র ৫/১৭ (৪ ওভার)
১১১৭ মেকিংস এলেভেন পাঞ্জাবদিল্লী৬ রানে হার (ডাক লুইস পদ্ধতিতে)
১২১৯ মেরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরএম, চিন্বাস্বয়ামী স্টেডিয়াম, ব্যাঙ্গালোর৫ উইকেটে জয়ী, MoM - শ্রীবাস্ত গোস্বামী ৫২ (৪২)
১৩২২ মেকলকাতা নাইট রাইডার্সদিল্লীবৃষ্টির কারনে খেলা পরিত্যাক্ত
১৪২৪ মেমুম্বাই ইন্ডিয়ানসদিল্লী৫ উইকেটে জয়ী, MoM - দীনেশ কার্তিক ৫৬* (৩২)
১৫৩০ মেরাজস্থান রয়্যালস(Semi Final #1)ওয়ানখেন্ডে স্টেডিয়াম, মুম্বাই১০৫ রানে হার

২০০৯ আইপিএল মৌসুম

নম্বর তারিখ বিরুদ্ধে মাঠ ফলাফল
১৯ এপ্রিলকিংস এলেভেন পাঞ্জাবকেপটাউন১০ উইকেটে বিজয়ী (ডার্ক লুইস পদ্ধতি), MoM- ড্যানিয়েল ভেট্টোরি - ১৫/৩ (৩ ওভার)
২৩ এপ্রিলচেন্নাই সুপার কিংসডারবান৯ উইকেটে বিজয়ী, MoM- এবি ডি ভিলিয়ার্স - ১০৫*
২৬ এপ্রিলরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুপোর্ট এলিজাবেথ৬ উইকেটে বিজয়ী, MoM- তিলকরত্নে দিলশান - ৬৭*
২৮ এপ্রিলরাজস্থান রয়ালসেঞ্চুরিয়ান৫ উইকেটে বিজয়ী,
৩০ এপ্রিলডেকান চারজাসসেঞ্চুরিয়ান৬ উইকেটে বিজয়ী, MoM- ডির্ক ন্যানেস -২/১৬ (৪ ওভার)
২ মেচেন্নাই সুপার কিংসজোহানেসবার্গ১ রানে পরাজিত
৫ মেকলকাতা নাইট রাইডার্সডারবান৯ উইকেটে বিজয়ী, MoM- গৌতম গম্ভীর -৭১*(৫৭)
৮ মেমুম্বাই ইন্ডিয়ানসইস্ট লন্ডন৭ উইকেটে বিজয়ী
১০ মেকলকাতা নাইট রাইডার্সজোহানেসবার্গ৭ উইকেটে বিজয়ী, MoM- Amit Mishra - 3/14 (4 overs)
১০১৩ মেডেকান চারজাসডারবান১২ রানে বিজয়ী, MoM- রজত ভাটিয়া - ৪/১৫ (২.৪ ওভার)
১১১৫ মেকিংস এলেভেন পাঞ্জাবব্লয়েমফন্টন৬ উইকেটে পরাজিত,
১২১৭ মেরাজস্থান রয়ালBloemfontein১৪ রানে বিজয়ী, MoM- AB de Villiers- 79* (55)
১৩১৯ মেরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুজোহানেসবার্গ৭ উইকেটে পরাজিত,
১৪২১ মেমুম্বাই ইন্ডিয়ানসসেঞ্চুরিয়ান৪ উইকেটে বিজয়ী
১৫২২ মেডেকান চারজাস (সেমি ফাইনাল #1)সেঞ্চুরিয়ান৬ উইকেটে পরাজিত,

২০১৮ আইপিএল-এ দলের সদস্যের প্রদর্শন

বিশেষ অবদানগুলি হাইলাইট করা হলো

ঘরের মাঠে ম্যাচ

খেলোয়াড় মূল্য(রুপি) বনাম কিংস এলেভেন পাঞ্জাব বনাম কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস
পৃথিবী শ১.২ কোটি২২(১০)৬২(৪৪)৪৭(২৫)
কলিন মানরো১.৯ কোটিখেলেনি৩৩(১৮)০(১)
গৌতম গম্ভীর২.৮ কোটি৪(১৩)খেলেনিখেলেনি
গ্লেন ম্যাক্সওয়েল৯ কোটি১২(১০) ও ১-০-৪-০২৭(১৮) ও ২-০-২২-২৫(৫) ও ১-০-২১-১
শ্রেয়াস আইয়ের৭ কোটি৫৭(৪৫)৯৩*(৪০)৫০(৩৫)
ঋষভ পন্থ৮ কোটি৪(৭)০(১)৬৯(২৯)
বিজয় শঙ্কর৩.২ কোটিখেলেনি০*(০) ও ১-০-১০-০১৭(৬)
রাহুল তেয়াটিয়া৩ কোটি২৪(২১) ও ১-০-৬-০১-০-১১-০খেলেনি
ড্যানিয়েল ক্রিস্টিয়ান১.৫ কোটি৬(১১) ও ৩-০-১৭-১খেলেনিখেলেনি
লিয়াম প্লাঙ্কেট২ কোটি০(১) ও ৪-০-১৭-৩৪-০-২৪-০১*(২) ও ৩-০-৩৭-০
অমিত মিশ্র৪ কোটি১*(২) ও ৪-০-৩৩-০৪-১-২৩-২২-০-১২-১
আবেশ খান৭০ লক্ষ৪-০-৩৬-২৪-০-২৯-২২-০-৩৬-০
ট্রেন্ট বোল্ট২.২ কোটি৩-০-২১-২৪-০-৪৪-২৩-০-২৬-২
শাহবাজ নাদীম৩.২ কোটিখেলেনিখেলেনি১-০-১৩-০

বিরোধী মাটিতে ম্যাচ

খেলোয়াড় মূল্য(রুপি) বনাম কিংস এলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স
জেসন রয়১.৫ কোটিখেলেনিখেলেনি৯১*(৫৩)১(৩)
কলিন মানরো১.৯ কোটি৪(৬)০(০)খেলেনিখেলেনি
গৌতম গম্ভীর২.৮ কোটি৫৫(৪২)ব্যবহৃত হয়নি১৫(১৬)৮(৭)
গ্লেন ম্যাক্সওয়েল৯ কোটিখেলেনি১৭(১২)১৩(৬) ও ৩-০-২১-০৪৭(২২)
শ্রেয়াস আইয়ের৭ কোটি১১(১১)০*(০)২৭*(২০)৪(৩)
বিজয় শঙ্কর৩.২ কোটি১৩(১৩)৩(৩)ব্যবহৃত হয়নি২(৪) ও ১-০-১২-০
ঋষভ পন্থ৮ কোটি২৮(১৩)২০(১৪)৪৭(২৫)৪৩(২৬)
রাহুল তেয়াটিয়া৩ কোটি৯(৭) ও ৪-০-২৪-১৪-০-২৯-০৪-০-৩৬-২১(২) ও ৩-০-১৮-৩
ক্রিস মরিস৭.১ কোটি২৭*(১৬)৩-০-২৫-১১৭*(৭) ও ৩-০-৩৪-০খেলেনি২(৩) ও ৪-০-৪১-২
ড্যানিয়েল ক্রিস্টিয়ান১.৫ কোটি১৩(১৩) ও ২-০-১২-১খেলেনি৩-০-৩৫-২খেলেনি
অমিত মিশ্র৪ কোটি৪-০-৪৬-০খেলেনিখেলেনিখেলেনি
ট্রেন্ট বোল্ট২.২ কোটি৩.৫-০-৩৪-১৩-০-২৬-১৪-০-৩৯-২০(২) ও ৪-১-২৯-২
মোহাম্মদ শমী৩ কোটি২-০-২৬-০৩.৫-০-২৯-১৪-০-৩৬-১৭(৬) ও ৪-০-৫৩-১
শাহবাজ নাদীম৩.২ কোটিখেলেনি৪-০-৩৪-২২-০-২২-০৬*(৮) ও ৪-০-৪৩-১

২০১৯ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-এ দলের সদস্যের প্রদর্শন

ব্যাটিং

ওভার পাল্লাম্যাচ ১ম্যাচ ২
পাওয়ার প্লে (১ম - ৬ষ্ঠ)ধাওয়ান - ইনগ্রামধাওয়ান
মধ্যভাগে (৭ম - ১৬তম)ধাওয়ান - ইনগ্রাম - পন্থধাওয়ান
স্লগ (১৭তম - ২০তম)পন্থ

বোলিং

বোলার - শিকার

ওভার পাল্লাম্যাচ ১ম্যাচ ২
পাওয়ার প্লে (১ম - ৬ষ্ঠ)ইশান্ত (রোহিত -দে কক)ইশান্ত (রায়ুডু) - অমিত (ওয়াটসন)
মধ্যভাগে (৭ম - ১৬তম)কেমো পল (পোলার্ড)অমিত (রায়না)
স্লগ (১৭তম - ২০তম)রাবাডা (যুবরাজ)রাবাডা (কেদার)

তথ্যসূত্র

  1. "Disappointed McGrath may not return next season"। Deccan Herald।
  2. Delhi Daredevils on Wednesday appointed Sri Lankan skipper Mahela Jayawardene as vice-captain for the upcoming Indian Premier League (IPL).
  3. "No players retained by Delhi Daredevils (DD) for IPL 2014"। iplt20wiki.com। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৪
  4. "Delhi Daredevils launch official song for IPL-5"। Indian Express। ২০১২-০৩-০৬। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.