মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই ইন্ডিয়ান্স (মারাঠি: मुंबई इंडियन्स) হল একটা ক্রিকেটের দল যারা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে মুম্বই শহরকে তুলে ধরে। ২০০৮ এর আটজন সদস্যের মধ্যে এই দলটিও একটি। এই শহরের তারা একটা অন্যতম প্রধান দল। এদের সাথে আছে মুম্বই ক্রিকেট দল এবং মুম্বই ফুটবল ক্লাব। এরা ভারতের অন্যতম বড় গোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর মালিকাধীনে আছে। যদিও তাদের ১০০ শতাংশ সহায়ক হল ইন্ডিয়া উইন। তাদের ঘরের মাঠ হল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।
मुंबई इंडियन्स | ||
![]() | ||
কর্মীবৃন্দ | ||
---|---|---|
অধিনায়ক | রোহিত শর্মা | |
কোচ | ![]() | |
মালিক | মুকেশ আম্বানি, নীতা আম্বানি (রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ) | |
দলীয় তথ্য | ||
শহর | মুম্বই, মহারাষ্ট্র, ভারত | |
রঙ | ![]() | |
প্রতিষ্ঠাকাল | ২০০৮ | |
স্বাগতিক ভেন্যু |
| |
ইতিহাস | ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ জয় | ২ (২০১৩,২০১৫) | |
সিএলটি২০ জয় | ২ (২০১১, ২০১৩) | |
অফিসিয়াল ওয়েবসাইট | mumbaiindians.com | |
| ||
Seasons
Year | Indian Premier League | Champions League T20 |
---|---|---|
2008 | League stage | Cancelled (DNQ) |
2009 | League stage | DNQ |
2010 | Runners-up | Group stage |
2011 | Playoffs | Champions |
2012 | Playoffs | Group stage |
2013 | Champions | Champions |
2014 | Playoffs | Qualifier stage |
2015 | Champions | Tournament defunct |
Year | Indian Premier League | |
2016 | League stage | |
2017 | Champions |
- DNQ = Did Not Qualify
- TBD = To Be Decided
বর্তমান স্কোয়াড
ভারতীয় খেলোয়াড়
জার্সি | নাম | জন্মস্থান | ব্যাটিং | বোলিং | অভ্যন্তরীণ দল |
---|---|---|---|---|---|
৪৫ | রোহিত শর্মা | নাগপুর,মহারাষ্ট্র | ডান হাতি | ডান হাতি অফ ব্রেক | মুম্বই ক্রিকেট টিম |
১২ | জসপ্রীত বুমরাহ | আহমেদাবাদ,গুজরাট | ডান হাতি | ডান হাতি ফাস্ট বোলিং | গুজরাট ক্রিকেট টিম |
২২৮ | হারদিক পাণ্ডা | সুরাট,গুজরাট | ডান হাতি | ডান হাতি ফাস্ট বোলিং | বড়োদরা ক্রিকেট টিম |
আদিত্য তারে | পালঘর,মহারাষ্ট্র | ডান হাতি | উইকেট কিপার | মুম্বই ক্রিকেট টিম | |
বিদেশী খেলোয়াড়
সম্ভাব্য প্রথম একাদশ
ক্রম | নাম | ভূমিকা |
---|---|---|
১ | লুইস | ওপেনিং বাটসমেন |
২ | সূর্যকুমার | ওপেনিং বাটসমেন |
৩ | রোহিত | বাটসমেন |
৪ | কিষান | উইকেটকিপার - বাটসমেন |
৫ | পোলার্ড | অল রাউন্ডার |
৬ | হার্দিক | অলরাউন্ডার |
৮ | ক্রুনাল | স্পিনার অল রাউন্ডার |
৭ | কাটিং | অলরাউন্ডার |
৯ | মার্কণ্ডে | লেগ স্পিনার |
১০ | বুমরাহ | পেসার |
১১ | মালিঙ্গা | পেসার |
সম্ভাব্য বাতিল খেলোয়াড়
ঝাড়খণ্ডের ২০ বর্ষীয় উইকেটকিপার বাটসমেন ঈশান কিষান কে ৬.২ কোটি টাকা দিয়ে কিনলেও ১৩ গড়ে রান করেছেন । ওয়েস্ট ইন্ডিজ এর ২৭ বর্ষীয় বাটসমেন এভিন লুইস কে ৩.৮ কোটি টাকা দিয়ে কিনলেও ১৬ গড়ে রান করেছেন ।
২০১৮ আইপিএল-এ দলের সদস্যের প্রদর্শন
বিশেষ অবদানগুলি হাইলাইট করা হলো
ঘরের মাঠে ম্যাচ
খেলোয়াড় | মূল্য(রুপি) | বনাম চেন্নাই সুপার কিংস | বনাম দিল্লি ডেয়ারডেভিলস | বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ |
---|---|---|---|---|---|
রোহিত শর্মা | ১৫ কোটি | ১৫(১৮) | ১৮(১৫) | ৯৪(৫২) | |
এভিন লুইস | ৩.৮ কোটি | ০(২) | ৪৮(২৮) | ৬৫(৪২) | |
ঈশান কিষান(উই) | ৬.২ কোটি | ৪০(২৯) | ৪৪(২৩) | ০(১) | |
সূর্যকুমার যাদব | ৩.২ কোটি | ৪৩(২৯) | ৫৩(৩২) | ০(১) | |
হারদিক পাণ্ডা | ১১ কোটি | ২২*(২০) ও ৪-০-২৪-৩ | ২(৩) ও ২-০-৩২-০ | ১৭*(৫) ও ১-০-৪-০ | |
ক্রুনাল পান্ডিয়া | ৮.৮ কোটি | ৪১*(২২) | ১১(১০) ও ৩-০-২১-২ | ১৫(১২) ও ৪-০-২৮-৩ | |
কিরণ পোলার্ড | ৫.৪ কোটি | ব্যবহৃত হয়নি | ০(১) | ৫(৭) | |
আকিলা দানঞ্জয়া | ৫০ লক্ষ | খেলেনি | ৪*(৫) ও ৪-০-৪৭-০ | খেলেনি | |
মায়াঙ্ক মার্কণ্ডে | ২০ লক্ষ | ৪-০-২৩-৩ | ৪*(৩) ও ৩-০-৪২-০ | ৪-০-২৫-১ | ১(২) ও ৩-০-১৫-২ |
মিচেল ম্যাকক্লেনাগান | ১ কোটি | ৪-০-৪৪-১ | খেলেনি | ০*(০) ও ৩-০-২৪-২ | |
জসপ্রীত বুমরাহ | ৭ কোটি | ৪-০-৩৭-১ | ৪-০-২৭-০ | ৪-০-২৮-২ | |
মুস্তাফিজুর রহমান | ২.২ কোটি | ৩.৫-০-৩৯-১ | ৪-০-২৫-১ | ৪-০-৫৫-০ | |
বিরোধী মাঠে ম্যাচ
খেলোয়াড় | মূল্য(রুপি) | বনাম হায়দ্রাবাদ | বনাম রাজস্থান | বনাম চেন্নাই | বনাম ব্যাঙ্গালোর | বনাম Kings XI Punjab | বনাম Kolkata Knight Riders |
---|---|---|---|---|---|---|---|
রোহিত শর্মা | ১৫ কোটি | ১১(১০) | ০(১) | ৫৬*(৩৩) | ০(১) | ||
এভিন লুইস | ৩.৮ কোটি | ২৯(১৭) | ০(১) | ৪৭(৪৩) | খেলেনি | ||
ঈশান কিষান(উই) | ৬.২ কোটি | ৯(৯) | ৫৮(৪২) | ব্যবহৃত হয়নি | ০(১) | ২৫ | ৬২ |
সূর্যকুমার যাদব | ৩.২ কোটি | ২৮(৩১) | ৭২(৪৭) | ৪৪(৩৪) | ৯(৯) | ||
ক্রুনাল পান্ডিয়া | ৮.৮ কোটি | ১৫(১০) ও ২-০-১০-০ | ৭(৬) ও ৪-০-৩৩-১ | ৪-০-৩২-২ | ২৩(১৯) ও ৪-০-২৪-০ | ||
হারদিক পাণ্ডা | ১১ কোটি | খেলেনি | ৪(২) ও ২.৪-০-২৫-২ | ১৩(৮) ও ৪-০-৩৯-১ | ৫০(৪২) ও ৩-০-২৮-৩ | ||
কিরণ পোলার্ড | ৫.৪ কোটি | ২৮(২৩) | ২১*(২০) | খেলেনি | ১৩(১৩) | ||
জেপি ডুমিনি | ১ কোটি | খেলেনি | খেলেনি | ব্যবহৃত হয়নি | ২৩(২৯) ও ২-০-২৮-০ | ||
বেন কাটিং | ২.২ কোটি | ৯(৯) ও ৪-০-৪০-০ | খেলেনি | ১-০-১৪-০ | ১২*(৬) | ||
প্রদীপ সাংওযান | ১.৫ কোটি | ০(৪) ও ২-০-১৯-০ | খেলেনি | খেলেনি | খেলেনি | ||
মায়াঙ্ক মার্কণ্ডে | ২০ লক্ষ | ৬*(৩) ও ৪-০-২৩-৪ | ০*(১) ও ২-০-১৫-০ | ৩-০-৩০-০ | ৩-০-২৮-১ | ||
জসপ্রীত বুমরাহ | ৭ কোটি | ৪*(৫) ও ৪-০-৩২-২ | ৪-০-২৮-২ | ৪-০-২৫-০ | ৪-০-২২-১ | ||
মিচেল ম্যাকক্লেনাগান | ১ কোটি | খেলেনি | ০(১) ও ৩-০-৩২-১ | ৪-০-২৬-২ | ০*(০) ও ৪-০-৩৪-১ | ||
মুস্তাফিজুর রহমান | ২.২ কোটি | ৪-০-২৪-৩ | ৪-০-৩৫-১ | খেলেনি | খেলেনি | ||
২০১৯ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-এ দলের সদস্যের প্রদর্শন
ব্যাটিং
ওভার পাল্লা | ম্যাচ ১ | ম্যাচ ২ |
---|---|---|
পাওয়ার প্লে (১ম - ৬ষ্ঠ) | দে কক | রোহিত |
মধ্যভাগে (৭ম - ১৬তম) | যুবরাজ - ক্রুনাল | সূর্য কুমার |
স্লগ (১৭তম - ২০তম) | যুবরাজ | হার্দিক |
বোলিং
বোলার - শিকার
ওভার পাল্লা | ম্যাচ ১ | ম্যাচ ২ |
---|---|---|
পাওয়ার প্লে (১ম - ৬ষ্ঠ) | মিচেল ম্যাকক্লেনাগান(স্ব - আইয়ের) | মার্কণ্ডে (পার্থিব) |
মধ্যভাগে (৭ম - ১৬তম) | কাটিং(ইনগ্রাম) - হার্দিক (শিখর) | বুমরাহ (কোহলি) |
স্লগ (১৭তম - ২০তম) | - | বুমরাহ (হেটমায়ের) |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.