কিংস এলেভেন পাঞ্জাব

কিংস এলেভেন পাঞ্জাব (পাঞ্জাবী: ਕਿੰਗਜ਼ ੧੧ ਪੰਜਾਬ) হল ভারতের মোহালি, পাঞ্জাব ভিত্তিক একটি ক্রিকেট প্রতিনিধিত্বকারী দল।[1] এটি যৌথভাবে বলিউড অভিনেত্রী, প্রীতি জিনতা, ওয়াদিয়া গ্রুপ সিয়ন, নেস ওয়াদিয়া, ডাবর মহিত বর্মণ এবং করন পাল নেতৃস্থানীয় মালিকানাধীন। দলটি তাদের ঘরোয়া মাঠ হিসেবে পাঞ্জাব ক্রিকেট আসোসিয়েশান স্টেডিয়াম, মোহালিতে খেলে থাকেন। এছাড়াও ২০১০ সালের আইপিএল থেকে শুরু করে তারা ধর্মসালায় তাদের ঘরোয়া মাঠ হিসেবে কিছু ম্যাচ খেলেছেন।

কিংস এলেভেন পাঞ্জাব
ਕਿੰਗਜ਼ ੧੧ ਪੰਜਾਬ
কর্মীবৃন্দ
অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন
কোচ অনিল কুম্বলে
মালিক
  • মোহিত বর্মন , ডাবুর গ্রুপ (৪৬%)
  • প্রীতি জিনতা (২৩%)
  • নেস ওয়াদিয়া (২৩%)
  • অন্যান্য (৮%)
দলীয় তথ্য
শহরমোহালি, পাঞ্জাব, ভারত
রঙ
প্রতিষ্ঠাকাল২০০৮ (2008)
স্বাগতিক ভেন্যু
ইতিহাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ জয়0
সিএলটি২০ জয়0
অফিসিয়াল ওয়েবসাইটwww.kxip.in

টি২০আই কিট

ইতিহাস

২০০৮ সালে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কর্তৃক টুয়েন্টি২০ ফরমেটের খেলার উপর ভিত্তি করে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ নাম দিয়ে ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগীতার আয়োজন করেন। ভারতের আটটি বিভিন্ন শহরের প্রতিনিধিত্বমূলক দল নিয়ে ২০ ফেব্রুয়ারি তারিখে মুম্বাই মধ্যে নিলামের উপর ভিত্তি করে দল গঠন করা হয়। পাঞ্জাব প্রতিনিধিত্বমূলক দলের জন্য প্রীতি জিনতা, করণ পল (অপিজয় সুরেন্দ্র গ্রুপ) ও মোহিত বর্মণ (ডাবর) কর্তৃক কেনা হয়েছিল। গ্রুপটি ভোটাধিকার অর্জনের মাধ্যেম মোট মার্কিন ডলার $৭৬ মিলিয়ন এর বিনিময়ে কিনে নেয়।

সান্মানিক

বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নস লিগ টোয়েন্টি২০
২০০৮ সেমি ফাইনাল বাতিল হয়েছে(DNQ)
২০০৯ গ্রুপ পর্যায়ে DNQ
২০১০ গ্রুপ পর্যায়ে DNQ
২০১১ গ্রুপ পর্যায়ে DNQ
২০১২ গ্রুপ পর্যায়ে DNQ
২০১৩ গ্রুপ পর্যায়ে DNQ
  • DNQ = যোগ্যতা অর্জন করেনি

বর্তমান স্কোয়াড

আন্তর্জাতিক ক্যাপের সঙ্গে খেলা খেলোয়াড়দের গাঢ় তালিকাভুক্ত করা হল।

ক্রমিক নাম দেশ জন্ম তারিখ ব্যাটিং এর ধরন বোলিং এর ধরন উল্লেখযোগ্য
ব্যাটসম্যান
১০ডেভিড মিলার (1989-06-10) ১০ জুন ১৯৮৯বা-হাতিডান-হাতি অফ ব্রেকবৈদেশিক
নিকোলাস পুরাণবৈদেশিক
৫৪মনম বহরা (1993-07-18) ১৮ জুলাই ১৯৯৩ডান-হাতিডান-হাতি মিডিয়াম ফাস্ট
অল-রাউন্ডার
রবিচন্দ্রন অশ্বিন (1986-09-17) ১৭ সেপ্টেম্বর ১৯৮৬ডান-হাতিডান-হাতি অফ ব্রেক
মইসেস হেনরিকুইস
থিসারা পেরেরা (1989-04-03) ৩ এপ্রিল ১৯৮৯বা-হাতিডান-হাতি মিডিয়াম ফাস্টবৈদেশিক
উইকেট-রক্ষক
লোকেশ রাহুল (1992-04-18) ১৮ এপ্রিল ১৯৯২ডান-হাতি
বোলার
মোহাম্মদ শমী (1988-09-18) ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ডান-হাতিডান-হাতি মিডিয়াম ফাস্ট

সম্ভাব্য প্রথম একাদশ

ক্রমনামভূমিকা
রাহুলওপেনিং বাটসমেন
গেইলওপেনিং বাটসমেন
মায়াঙ্কবাটসমেন
নাইয়ারবাটসমেন
মনদীপব্যাট্সমেন
পূরণউইকেটকিপার - বাটসমেন
স্যাম কুরানঅল রাউন্ডার
অশ্বিনস্পিনার অল রাউন্ডার
চক্রবর্তীলেগ স্পিনার
১০টাইপেসার
১১শামিপেসার

সম্ভাব্য বাতিল খেলোয়াড়

তামিল নাড়ুর ২৭ বর্ষীয় স্পিনার বরুন চক্রবর্তী কে ৮.৪ কোটি টাকা দিয়ে কিনলেও ১ টি ম্যাচ খেলেছেন ও ১১.৬৬ ইকোনোমিতে রান দিয়েছেন । অস্ট্রেলিয়ার ৩২ বর্ষীয় পেসার অ্যান্ড্রু টাই কে ৭.২ কোটি টাকা দিয়ে কিনলেও ১০.৫৯ ইকোনোমিতে ৭৮ গড়ে রান দিয়েছেন । কর্ণাটকের ২৭ বর্ষীয় ব্যাট্সমেন করুণ নায়ার কে ৫.৬ কোটি টাকা দিয়ে কিনলেও মাত্র ১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ।

২০১৮ আইপিএল-এ দলের সদস্যের প্রদর্শন

বিশেষ অবদানগুলি হাইলাইট করা হলো

ঘরের মাঠে ম্যাচ

খেলোয়াড় মূল্য(রুপি) বনাম দিল্লি ডেয়ারডেভিলস বনাম চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ
লোকেশ রাহুল(উই)১১ কোটি৫১(১৬)৩৭(২২)১৮(২১)
ক্রিস গেইল২ কোটিখেলেনি৬৩(৩৩)১০৪*(৬৪)
মায়াঙ্ক আগারওয়াল১ কোটি৭(৫)৩০(১৯)১৮(৯)
যুবরাজ সিং২ কোটি১২(২২)২০(১৩) ও ১-০-১০-০ব্যবহৃত হয়নি
অ্যারন ফিঞ্চ৬.২ কোটিখেলেনি০(১)১৪*(৬)
করুণ নায়ার৫.৬ কোটি৫০(৩৩)২৯(১৭)৩১(২১)
ডেভিড মিলার৩ কোটি২৪*(২৩)খেলেনিখেলেনি
মার্কাস স্টইনিস৬.২ কোটি২২*(১৫) ও ১-০-৭-০খেলেনিখেলেনি
রবিচন্দ্রন অশ্বিন৭.৬ কোটি৪-০-২৩-১১৪(১১) ও ৪-০-৩২-১৪-০-৫৩-০
অ্যান্ড্রু টাই৭.২ কোটি৪-০-৩৮-০৩*(৪) ও ৪-০-৪৭-২৪-০-২৩-২
বারিন্দর স্রান৩ কোটিখেলেনি০*(০) ও ৪-০-৩৭-০৪-০-২২-০
অক্ষর প্যাটেল৬.৭৫ কোটি৩-০-৩৫-১খেলেনিখেলেনি
মোহিত শর্মা২.৪ কোটি৪-০-৩৩-২৪-০-৪৭-১৪-০-৫১-২
মুজিব উর রহমান৪ কোটি৪-০-২৮-২৩-০-১৮-০৪-০-২৭-০

বিরোধী মাটিতে ম্যাচ

খেলোয়াড় মূল্য(রুপি) বনাম ব্যাঙ্গালোর বনাম কলকাতা বনাম দিল্লি বনাম হায়দ্রাবাদ বনাম রাজস্থান
লোকেশ রাহুল(উই)১১ কোটি৪৭(৩০)৬০(২৭)২৩(১৫)
ক্রিস গেইল২ কোটিখেলেনি৬২*(৩৮)খেলেনি২৩
মায়াঙ্ক আগারওয়াল১ কোটি১৫(১১)২*(২)২১(১৬)
অ্যারন ফিঞ্চ৬.২ কোটি০(১)ব্যবহৃত হয়নি২(৪)
যুবরাজ সিং২ কোটি৪(৪)১-০-১৩-০১৪(১৭)
করুণ নায়ার৫.৬ কোটি২৯(২৬)ব্যবহৃত হয়নি৩৪(৩২)
ডেভিড মিলার৩ কোটিখেলেনিখেলেনি২৬(১৯)
মার্কাস স্টইনিস৬.২ কোটি১১(৯)খেলেনিখেলেনি
অক্ষর প্যাটেল৬.৭৫ কোটি২(৩) ও ৪-০-২৫-১খেলেনিখেলেনি
রবিচন্দ্রন অশ্বিন৭.৬ কোটি৩৩(২১)৪-০-৩০-২৪-০-৩৩-১৬(৭) ও ৪-০-১৯-০
অ্যান্ড্রু টাই৭.২ কোটি৭(৭) ও ৪-০-২৭-১৪-০-৩০-২৩(৯) ও ৪-০-২৫-২৪-০-২৮-০৪-০-৩৪-৪
মোহিত শর্মা২.৪ কোটি৩.৩-০-৪৫-০খেলেনিখেলেনি
মুজিব উর রহমান৪ কোটি০(২) ও ৪-০-২৯-১৪-০-৩২-১৪-০-২৫-২
বারিন্দর স্রান৩ কোটিখেলেনি৪-০-৫০-২০*(১) ও ৪-০-৪৫-১
অঙ্কিত রাজপুত২.২ কোটিখেলেনি৩-০-৩২-০৪-০-২৩-২

২০১৯ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-এ দলের সদস্যের প্রদর্শন

ব্যাটিং

ওভার পাল্লাম্যাচ ১ম্যাচ ২
পাওয়ার প্লে (১ম - ৬ষ্ঠ)গেইলআগারওয়াল
মধ্যভাগে (৭ম - ১৬তম)গেইল - সরফরাজআগারওয়াল - মিলার
স্লগ (১৭তম - ২০তম)সরফরাজমিলার - মনদীপ

বোলিং

বোলার - শিকার

ওভার পাল্লাম্যাচ ১ম্যাচ ২
পাওয়ার প্লে (১ম - ৬ষ্ঠ)-সামি (লিন) - ভিলজেন (নারিন)
মধ্যভাগে (৭ম - ১৬তম)রবি অশ্বিন(রাহানে) - করান(স্মিথ)-
স্লগ (১৭তম - ২০তম)করান(সানজু) - মুজিব(স্টোকস)-

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.