কিংস এলেভেন পাঞ্জাব
কিংস এলেভেন পাঞ্জাব (পাঞ্জাবী: ਕਿੰਗਜ਼ ੧੧ ਪੰਜਾਬ) হল ভারতের মোহালি, পাঞ্জাব ভিত্তিক একটি ক্রিকেট প্রতিনিধিত্বকারী দল।[1] এটি যৌথভাবে বলিউড অভিনেত্রী, প্রীতি জিনতা, ওয়াদিয়া গ্রুপ সিয়ন, নেস ওয়াদিয়া, ডাবর মহিত বর্মণ এবং করন পাল নেতৃস্থানীয় মালিকানাধীন। দলটি তাদের ঘরোয়া মাঠ হিসেবে পাঞ্জাব ক্রিকেট আসোসিয়েশান স্টেডিয়াম, মোহালিতে খেলে থাকেন। এছাড়াও ২০১০ সালের আইপিএল থেকে শুরু করে তারা ধর্মসালায় তাদের ঘরোয়া মাঠ হিসেবে কিছু ম্যাচ খেলেছেন।
ਕਿੰਗਜ਼ ੧੧ ਪੰਜਾਬ | ||
![]() | ||
কর্মীবৃন্দ | ||
---|---|---|
অধিনায়ক | ![]() | |
কোচ | ![]() | |
মালিক |
| |
দলীয় তথ্য | ||
শহর | মোহালি, পাঞ্জাব, ভারত | |
রঙ | ![]() | |
প্রতিষ্ঠাকাল | ২০০৮ | |
স্বাগতিক ভেন্যু |
| |
ইতিহাস | ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ জয় | 0 | |
সিএলটি২০ জয় | 0 | |
অফিসিয়াল ওয়েবসাইট | www | |
| ||
ইতিহাস
২০০৮ সালে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কর্তৃক টুয়েন্টি২০ ফরমেটের খেলার উপর ভিত্তি করে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ নাম দিয়ে ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগীতার আয়োজন করেন। ভারতের আটটি বিভিন্ন শহরের প্রতিনিধিত্বমূলক দল নিয়ে ২০ ফেব্রুয়ারি তারিখে মুম্বাই মধ্যে নিলামের উপর ভিত্তি করে দল গঠন করা হয়। পাঞ্জাব প্রতিনিধিত্বমূলক দলের জন্য প্রীতি জিনতা, করণ পল (অপিজয় সুরেন্দ্র গ্রুপ) ও মোহিত বর্মণ (ডাবর) কর্তৃক কেনা হয়েছিল। গ্রুপটি ভোটাধিকার অর্জনের মাধ্যেম মোট মার্কিন ডলার $৭৬ মিলিয়ন এর বিনিময়ে কিনে নেয়।
সান্মানিক
বছর | ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ | চ্যাম্পিয়নস লিগ টোয়েন্টি২০ |
---|---|---|
২০০৮ | সেমি ফাইনাল | বাতিল হয়েছে(DNQ) |
২০০৯ | গ্রুপ পর্যায়ে | DNQ |
২০১০ | গ্রুপ পর্যায়ে | DNQ |
২০১১ | গ্রুপ পর্যায়ে | DNQ |
২০১২ | গ্রুপ পর্যায়ে | DNQ |
২০১৩ | গ্রুপ পর্যায়ে | DNQ |
- DNQ = যোগ্যতা অর্জন করেনি
বর্তমান স্কোয়াড
আন্তর্জাতিক ক্যাপের সঙ্গে খেলা খেলোয়াড়দের গাঢ় তালিকাভুক্ত করা হল।
ক্রমিক | নাম | দেশ | জন্ম তারিখ | ব্যাটিং এর ধরন | বোলিং এর ধরন | উল্লেখযোগ্য |
---|---|---|---|---|---|---|
ব্যাটসম্যান | ||||||
১০ | ডেভিড মিলার | ![]() | ১০ জুন ১৯৮৯ | বা-হাতি | ডান-হাতি অফ ব্রেক | বৈদেশিক |
নিকোলাস পুরাণ | বৈদেশিক | |||||
৫৪ | মনম বহরা | ![]() | ১৮ জুলাই ১৯৯৩ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম ফাস্ট | |
অল-রাউন্ডার | ||||||
রবিচন্দ্রন অশ্বিন | ![]() | ১৭ সেপ্টেম্বর ১৯৮৬ | ডান-হাতি | ডান-হাতি অফ ব্রেক | ||
মইসেস হেনরিকুইস | ![]() | |||||
থিসারা পেরেরা | ![]() | ৩ এপ্রিল ১৯৮৯ | বা-হাতি | ডান-হাতি মিডিয়াম ফাস্ট | বৈদেশিক | |
উইকেট-রক্ষক | ||||||
লোকেশ রাহুল | ![]() | ১৮ এপ্রিল ১৯৯২ | ডান-হাতি | |||
বোলার | ||||||
মোহাম্মদ শমী | ![]() | ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম ফাস্ট | ||
সম্ভাব্য প্রথম একাদশ
ক্রম | নাম | ভূমিকা |
---|---|---|
১ | রাহুল | ওপেনিং বাটসমেন |
২ | গেইল | ওপেনিং বাটসমেন |
৩ | মায়াঙ্ক | বাটসমেন |
৪ | নাইয়ার | বাটসমেন |
৫ | মনদীপ | ব্যাট্সমেন |
৬ | পূরণ | উইকেটকিপার - বাটসমেন |
৭ | স্যাম কুরান | অল রাউন্ডার |
৮ | অশ্বিন | স্পিনার অল রাউন্ডার |
৯ | চক্রবর্তী | লেগ স্পিনার |
১০ | টাই | পেসার |
১১ | শামি | পেসার |
সম্ভাব্য বাতিল খেলোয়াড়
তামিল নাড়ুর ২৭ বর্ষীয় স্পিনার বরুন চক্রবর্তী কে ৮.৪ কোটি টাকা দিয়ে কিনলেও ১ টি ম্যাচ খেলেছেন ও ১১.৬৬ ইকোনোমিতে রান দিয়েছেন । অস্ট্রেলিয়ার ৩২ বর্ষীয় পেসার অ্যান্ড্রু টাই কে ৭.২ কোটি টাকা দিয়ে কিনলেও ১০.৫৯ ইকোনোমিতে ৭৮ গড়ে রান দিয়েছেন । কর্ণাটকের ২৭ বর্ষীয় ব্যাট্সমেন করুণ নায়ার কে ৫.৬ কোটি টাকা দিয়ে কিনলেও মাত্র ১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ।
২০১৮ আইপিএল-এ দলের সদস্যের প্রদর্শন
বিশেষ অবদানগুলি হাইলাইট করা হলো
ঘরের মাঠে ম্যাচ
খেলোয়াড় | মূল্য(রুপি) | বনাম দিল্লি ডেয়ারডেভিলস | বনাম চেন্নাই সুপার কিংস | বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ |
---|---|---|---|---|
লোকেশ রাহুল(উই) | ১১ কোটি | ৫১(১৬) | ৩৭(২২) | ১৮(২১) |
ক্রিস গেইল | ২ কোটি | খেলেনি | ৬৩(৩৩) | ১০৪*(৬৪) |
মায়াঙ্ক আগারওয়াল | ১ কোটি | ৭(৫) | ৩০(১৯) | ১৮(৯) |
যুবরাজ সিং | ২ কোটি | ১২(২২) | ২০(১৩) ও ১-০-১০-০ | ব্যবহৃত হয়নি |
অ্যারন ফিঞ্চ | ৬.২ কোটি | খেলেনি | ০(১) | ১৪*(৬) |
করুণ নায়ার | ৫.৬ কোটি | ৫০(৩৩) | ২৯(১৭) | ৩১(২১) |
ডেভিড মিলার | ৩ কোটি | ২৪*(২৩) | খেলেনি | খেলেনি |
মার্কাস স্টইনিস | ৬.২ কোটি | ২২*(১৫) ও ১-০-৭-০ | খেলেনি | খেলেনি |
রবিচন্দ্রন অশ্বিন | ৭.৬ কোটি | ৪-০-২৩-১ | ১৪(১১) ও ৪-০-৩২-১ | ৪-০-৫৩-০ |
অ্যান্ড্রু টাই | ৭.২ কোটি | ৪-০-৩৮-০ | ৩*(৪) ও ৪-০-৪৭-২ | ৪-০-২৩-২ |
বারিন্দর স্রান | ৩ কোটি | খেলেনি | ০*(০) ও ৪-০-৩৭-০ | ৪-০-২২-০ |
অক্ষর প্যাটেল | ৬.৭৫ কোটি | ৩-০-৩৫-১ | খেলেনি | খেলেনি |
মোহিত শর্মা | ২.৪ কোটি | ৪-০-৩৩-২ | ৪-০-৪৭-১ | ৪-০-৫১-২ |
মুজিব উর রহমান | ৪ কোটি | ৪-০-২৮-২ | ৩-০-১৮-০ | ৪-০-২৭-০ |
বিরোধী মাটিতে ম্যাচ
খেলোয়াড় | মূল্য(রুপি) | বনাম ব্যাঙ্গালোর | বনাম কলকাতা | বনাম দিল্লি | বনাম হায়দ্রাবাদ | বনাম রাজস্থান |
---|---|---|---|---|---|---|
লোকেশ রাহুল(উই) | ১১ কোটি | ৪৭(৩০) | ৬০(২৭) | ২৩(১৫) | ||
ক্রিস গেইল | ২ কোটি | খেলেনি | ৬২*(৩৮) | খেলেনি | ২৩ | ১ |
মায়াঙ্ক আগারওয়াল | ১ কোটি | ১৫(১১) | ২*(২) | ২১(১৬) | ||
অ্যারন ফিঞ্চ | ৬.২ কোটি | ০(১) | ব্যবহৃত হয়নি | ২(৪) | ||
যুবরাজ সিং | ২ কোটি | ৪(৪) | ১-০-১৩-০ | ১৪(১৭) | ||
করুণ নায়ার | ৫.৬ কোটি | ২৯(২৬) | ব্যবহৃত হয়নি | ৩৪(৩২) | ||
ডেভিড মিলার | ৩ কোটি | খেলেনি | খেলেনি | ২৬(১৯) | ||
মার্কাস স্টইনিস | ৬.২ কোটি | ১১(৯) | খেলেনি | খেলেনি | ||
অক্ষর প্যাটেল | ৬.৭৫ কোটি | ২(৩) ও ৪-০-২৫-১ | খেলেনি | খেলেনি | ||
রবিচন্দ্রন অশ্বিন | ৭.৬ কোটি | ৩৩(২১) ও ৪-০-৩০-২ | ৪-০-৩৩-১ | ৬(৭) ও ৪-০-১৯-০ | ||
অ্যান্ড্রু টাই | ৭.২ কোটি | ৭(৭) ও ৪-০-২৭-১ | ৪-০-৩০-২ | ৩(৯) ও ৪-০-২৫-২ | ৪-০-২৮-০ | ৪-০-৩৪-৪ |
মোহিত শর্মা | ২.৪ কোটি | ৩.৩-০-৪৫-০ | খেলেনি | খেলেনি | ||
মুজিব উর রহমান | ৪ কোটি | ০(২) ও ৪-০-২৯-১ | ৪-০-৩২-১ | ৪-০-২৫-২ | ||
বারিন্দর স্রান | ৩ কোটি | খেলেনি | ৪-০-৫০-২ | ০*(১) ও ৪-০-৪৫-১ | ||
অঙ্কিত রাজপুত | ২.২ কোটি | খেলেনি | ৩-০-৩২-০ | ৪-০-২৩-২ | ||
২০১৯ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-এ দলের সদস্যের প্রদর্শন
ব্যাটিং
ওভার পাল্লা | ম্যাচ ১ | ম্যাচ ২ |
---|---|---|
পাওয়ার প্লে (১ম - ৬ষ্ঠ) | গেইল | আগারওয়াল |
মধ্যভাগে (৭ম - ১৬তম) | গেইল - সরফরাজ | আগারওয়াল - মিলার |
স্লগ (১৭তম - ২০তম) | সরফরাজ | মিলার - মনদীপ |
বোলিং
বোলার - শিকার
ওভার পাল্লা | ম্যাচ ১ | ম্যাচ ২ |
---|---|---|
পাওয়ার প্লে (১ম - ৬ষ্ঠ) | - | সামি (লিন) - ভিলজেন (নারিন) |
মধ্যভাগে (৭ম - ১৬তম) | রবি অশ্বিন(রাহানে) - করান(স্মিথ) | - |
স্লগ (১৭তম - ২০তম) | করান(সানজু) - মুজিব(স্টোকস) | - |
তথ্যসূত্র
- http://www.kxip.in/ kxip.in