লোকেশ রাহুল

কান্নর লোকেশ রাহুল (কন্নড়: ಕೆ.ಎಲ್.ರಾಹುಲ; জন্ম: ১৮ এপ্রিল, ১৯৯২) কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণকারী ভারতের উদীয়মান ক্রিকেটার। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে কর্ণাটকের প্রতিনিধিত্ব করছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। পাশাপাশি দলের প্রয়োজনে উইকেটের পিছনেও অবস্থান করেন কেএল রাহুল নামে পরিচিত লোকেশ রাহুল

লোকেশ রাহুল
জানুয়ারি, ২০১৫ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কেএল রাহুল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামকান্নর লোকেশ রাহুল
জন্ম (1992-04-18) ১৮ এপ্রিল ১৯৯২
ম্যাঙ্গালোর, কর্ণাটক, ভারত
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাব্যাটসম্যান; মাঝে-মধ্যে উইকেট-কিপার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৮৪)
২৬ ডিসেম্বর ২০১৪ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট৬ জানুয়ারি ২০১৫ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১০-বর্তমানকর্ণাটক
২০১৩রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
২০১৪-বর্তমানসানরাইজার্স হায়দ্রাবাদ (দল নং ১৪)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০ আন্ত. টি২০
ম্যাচ সংখ্যা ৩৪ ২২ ১৭ ১০৮
রানের সংখ্যা ১৯০৫ ৭০৩ ৮৭৯ ৩১৮১
ব্যাটিং গড় ৩৫.২৭ ৪১.৩৫ ৪৩.৯৫ ৪০.২৬
১০০/৫০ ৫/১১ ২/৪ ২/৫ ৩/২৪
সর্বোচ্চ রান ১১০ ১১১ ১১০* ১১০*
বল করেছে - - - -
উইকেট - - - -
বোলিং গড় - - - -
ইনিংসে ৫ উইকেট - - - -
ম্যাচে ১০ উইকেট - - - -
সেরা বোলিং - - - -
ক্যাচ/স্ট্যাম্পিং ৪৩/– ৮/০ ৮/০ ১৩/০
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ৬ জুলাই ২০১৯

খেলোয়াড়ী জীবন

২০১০ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারত দলের সদস্য ছিলেন। ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে খেলেন। ২০১৪ সালে আইপিএলের নিলামে এক কোটি রূপীর বিনিময়ে সানরাইজার্স হায়দ্রাবাদ কর্তৃপক্ষে সাথে চুক্তিবদ্ধ হন তিনি।

২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে অনুষ্ঠিত বর্ডার-গাভাস্কার সিরিজের মাধ্যমে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। ২৬ ডিসেম্বর, ২০১৪ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার অভিষেক হয়। ঐ টেস্টেই অস্ট্রেলিয়ার পক্ষে জো বার্নসেরও অভিষেক হয়েছিল। কিন্তু উভয় ইনিংসেই আশানুরূপ রান তুলতে পারেননি। সিডনিতে অনুষ্ঠিত নিজস্ব দ্বিতীয় টেস্টে ১১০ রানের মনোজ্ঞ সেঞ্চুরি করেন।[1] ঐ টেস্টটি ড্রয়ে পরিণত হয়।

পরিসংখ্যান

টুয়েন্টি২০ আন্তর্জাতিক

  • ১০০+ : ১টি (১১০* ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে )
  • ৫০+ : ২টি

ব্যক্তিগত জীবন

রাহুলের বাবা কেএন লোকেশ এনআইটিকের অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি সুনীল গাভাস্কারের ভীষণ ভক্ত ছিলেন। তিনি তার সন্তান রাহুলকে গাভাস্কারের পুত্রের নামানুসারে রাখতে চেয়েছিলেন। কিন্তু ভুলবশতঃ গাভাস্করের পুত্রের নাম ছিল রোহন।[2] মা রাজেশ্বরী মাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক-পূর্ব মহাবিদ্যালয়ে সহযোগী অধ্যাপকের দায়িত্ব পালন করছেন। বিখ্যাত ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়কে তিনি তার অনুসরণীয় ব্যক্তি হিসেবে বিবেচনা করেন।

তথ্যসূত্র

  1. "First Test Century"
  2. "Steady climber Lokesh Rahul reaches the top with trip Down Under"। The Indian Express। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.