রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (কন্নড়: ರಾಯಲ್ ಚಾಲೆಂಜರ್ಸ್ ಬೆಂಗಳೂರು; প্রায়শই সংক্ষিপ্তাকারে RCB বলা হয়ে থাকে) হল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের বেঙ্গালুরু, কর্ণাটক ভিত্তিক ক্রিকেট প্রতিনিধিত্বকারী একটি দল। দলটি এখন পর্যন্ত দুই বার ফাইনাল খেলতে পেরেছে, যেখানে যথাক্রমে ২০০৯ ডেকান চার্জার্সের কাছে এবং ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের কাছে পরাজিত হয়। এছাড়াও দলটি ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০ প্রতিযোগীতায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। চ্যালেঞ্জার্সের ঘরের মাঠ হল ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়াম

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ರಾಯಲ್ ಚಾಲೆಂಜರ್ಸ್ ಬೆಂಗಳೂರು
কর্মীবৃন্দ
অধিনায়কবিরাট কোহলি
কোচড্যানিয়েল ভেট্টোরি
মালিকইউনাইটেড স্পিরিট
ডিয়াজ
দলীয় তথ্য
শহরবেঙ্গালুরু, কর্ণাটক, ভারত
রঙ
প্রতিষ্ঠাকাল২০০৮ (2008)
স্বাগতিক ভেন্যুএম চিন্নাস্বামী স্টেডিয়াম
(ধারণক্ষমতা: ৩৬,৭৬০)
অফিসিয়াল ওয়েবসাইটwww.royalchallengers.com

টি২০আই কিট

বর্তমানে দলটির অধিনায়ক হিসেবে বিরাট কোহলি এবং ড্যানিয়েল ভেট্টোরি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজয় মালিয়া দলটির মালিক।[1] এছাড়াও দলটির পরিচালক হিসেবে রয়েছেন সিদ্ধার্থ মালিয়া।[2]

মৌসুম

বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ নোট
২০০৮ গ্রুপ পর্ব
২০০৯ রানার্স-আপ
২০১০ সেমিফাইনাল
২০১১ রানার্স-আপ
২০১২ গ্রুপ পর্ব
২০১৩ গ্রুপ পর্ব
২০১৪ গ্রুপ পর্ব
২০১৫ গ্রুপ পর্ব
২০১৬ রানার্স-আপ দলের পক্ষে মোট ৫টি শতরান হয় এই মৌসুমে। কোহলি একাই ৪টি শতরান করেন।
২০১৭ গ্রুপ পর্ব
২০১৮ গ্রুপ পর্ব
২০১৯ গ্রুপ পর্ব

প্রধান কোচ

অধিনায়ক

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক [3]
খেলোয়াড় জাতীয়তা প্রথম শেষ খেলা বিজয়ী পরাজিত টাই নেরে জয়%
রাহুল দ্রাবিড়  ভারত ২০০৮ ২০০৮ ১৪ ১০ ২৮.৫৭
কেভিন পিটারসেন  ইংল্যান্ড ২০০৯ ২০০৯ ৩৩.৩৩
অনিল কুম্বলে  ভারত ২০০৯ ২০১০ ৩৫ ১৯ ১৬ ৫৪.২৮
ড্যানিয়েল ভেট্টোরি  নিউজিল্যান্ড ২০১১ ২০১২ ২৮ ১৫ ১৩ ৫৩.৫৭
বিরাট কোহলী  ভারত ২০১২ ২০১৫ ৪০ ২১ ১৬ ৫২.৫০

বর্তমান স্কোয়াড

অধিনায়ক

  1. বিরাট কোহলী (২০১৫ আইপিএলে দলের জন্য সবচেয়ে বেশি রান)

ভারতীয় খেলোয়াড়

ব্যাট্সমেন

  1. পার্থিব প্যাটেল
  2. গুরকীরত সিং মন

অল রাউন্ডার

  1. ওয়াশিংটন সুন্দর
  2. মনদীপ সিং
  3. পবন নেগি

বোলার

  1. যুজবেন্দ্র চাহাল
  2. উমেশ যাদব
  3. নবদ্বীপ সাইনি
  4. মোহাম্মদ সিরাজ
  5. মুরুগণ অশ্বিন

বিদেশী খেলোয়াড়

ব্যাট্সমেন

  1. এবি ডি ভিলিয়ার্স
  2. শিমরন হেটমায়ার

অল রাউন্ডার

  1. ক্রিস উকস
  2. কলিন ডি গ্র্যান্ডহোম
  3. মঈন আলী

বোলার

  1. নাথান কোল্টার-নিল
  2. টিম সাউদি

সম্ভাব্য প্রথম একাদশ

ক্রমনামভূমিকাঅনুপস্থিতে
পার্থিবওপেনিং উইকেটকিপার বাটসমেন
কোহলিওপেনিং বাটসমেন
ডে ভিলিয়ার্সবাটসমেন
দুবেব্যাট্সমেন
মঈন আলীস্পিনার অলরাউন্ডার
ক্রিস মরিসঅলরাউন্ডার
সুন্দরস্পিনার অলরাউন্ডার
উমেশবোলার
কেন রিচার্ডসনপেসারডেল স্টেইন
১০সিরাজপেসারসাইনি
১১চাহালস্পিনার

সম্ভাব্য বাতিল খেলোয়াড়

মুম্বাইয়ের ২৫ বর্ষীয় অলরাউণ্ডার শিবম দুবে কে ৫ কোটি টাকা দিয়ে কিনলেও মাত্র ৪ টি ম্যাচ খেলার সুযোগ পায়। উমেশ যাদব কে ৪.২ কোটি টাকা দিয়ে কিনলেও ৯.৮ ইকোনোমিতে ৪৬ গড়ে রান দিয়েছেন ।

২০১৮ আইপিএল-এ দলের সদস্যের প্রদর্শন

বিশেষ অবদানগুলি হাইলাইট করা হলো

ঘরের মাটিতে ম্যাচ

খেলোয়াড় মূল্য বনাম কিংস এলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ডেয়ারডেভিলস
কুইন্টন ডি কক২.৮ কোটি৪৫(৩৪)২৬(১৯)১৮(১৬)
ব্রেন্ডন ম্যাককুলাম৩.৬ কোটি০(১)৪(৪)খেলেনি
মনন ভোহরা১.১ কোটিখেলেনিখেলেনি২(৫)
বিরাট কোহলি১৭ কোটি২১(১৬)৫৭(৩০)৩০(২৬)
এবি ডি ভিলিয়ার্স১১ কোটি৫৭(৪০)২০(১৮)৯০*(৩৯)
কোরে অ্যান্ডারসন২ কোটিখেলেনিখেলেনি১৫(১৩) ও ১-০-১০-১
সরফরাজ খান১.৭৫ কোটি০(১)খেলেনিখেলেনি
মনদীপ সিং১.৪ কোটি২২(১৯)৪৭*(২৫)১৭*(৯)
পবন নেগি১ কোটিখেলেনি৩(৪) ও ১-০-১৩-০খেলেনি
ক্রিস উকস৭.৪ কোটি১*(২) ও ৩.২-০-৩৬-২০*(১) ও ৪-০-৪৭-২৪-০-৪০-০
ওয়াশিংটন সুন্দর৩.২ কোটি৯*(৪) ও ৪-০-২২-২৩৫(১৯) ও ৪-০-৩০-০৪-০-৩১-১
উমেশ যাদব৪.২ কোটি৪-০-২৩-৩৪-০-৫৯-০৪-০-২৭-১
যুজবেন্দ্র চাহাল৬ কোটি৪-০-৩৮-১৪-০-২২-২৩-০-২২-২
কুলওয়ান্ত খেজরোলিয়া৮৫ লক্ষ৪-০-৩৩-২৩-০-৪০-০খেলেনি
মোহাম্মদ সিরাজ২.৬ কোটিখেলেনিখেলেনি৪-০-৩৫-০

বিরোধী মাটিতে ম্যাচ

খেলোয়াড় মূল্য বনাম কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস
পার্থিব প্যাটেল১.৭ কোটিখেলেনিখেলেনি৫৩(৪১)
কুইন্টন ডি কক২.৮ কোটি৪(৪)১৯(১২)খেলেনি
ব্রেন্ডন ম্যাককুলাম৩.৬ কোটি৪৩(২৭)খেলেনি৫(৩)
বিরাট কোহলি১৭ কোটি৩১(৩৩)৯২*(৬২)৮(১১)
এবি ডি ভিলিয়ার্স১১ কোটি৪৪(২৩)১(২)১(৪)
কোরে অ্যান্ডারসন২ কোটিখেলেনি০(১) ও ৪-০-৪৭-২খেলেনি
সরফরাজ খান১.৭৫ কোটি৬(১০)৫(৬)খেলেনি
মনদীপ সিং১.৪ কোটি৩৭(১৮)১৬(১৪)৭(১৩)
কলিন ডি গ্র্যান্ডহোম২.২ কোটিখেলেনিখেলেনি৮(৮) ও ৪-০-১৬-১
মুরুগান অশ্বিন২.২ কোটিখেলেনিখেলেনি১(২) ও ৩-০-১৭-১
টিম সাউদি১ কোটিখেলেনিখেলেনি৩৬*(২৬) ও ৩-০-৩০-০
ক্রিস উকস৭.৪ কোটি৫(৫) ও ৪-০-৩৬-৩১১(১১) ও ৩-০-৩১-১খেলেনি
ওয়াশিংটন সুন্দর৩.২ কোটি০*(০) ও ৪-০-৪৮-১৭(৮) ও ২-০-৩২-০খেলেনি
উমেশ যাদব৪.২ কোটি৪-০-২৭-২১(২) ও ৪-০-৩৬-২১(৫) ও ৩-০-১৫-২
যুজবেন্দ্র চাহাল৬ কোটি৩-০-২৯-০৩-০-৩২-০৩-১-২৯-০
কুলওয়ান্ত খেজরোলিয়া০.৮৫ কোটি৩.৫-০-৩৪-০খেলেনিখেলেনি
মোহাম্মদ সিরাজ২.৬ কোটিখেলেনি৮*(৩) ও ৪-০-৩৪-০৩(৭) ও ২-০-১৮-০

তথ্যসূত্র

  1. G. Krishnan (২০ ফেব্রুয়ারি ২০০৮)। "Bangalore team named 'Royal Challengers'"Hindustan Times। India। পৃষ্ঠা 3। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০০৮
  2. "Jadeja hits it big in closely fought IPL 5 auction"The Hindu Business Line। ২৭ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৫
  3. RCB Captains

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.