শিমরন হেটমায়ার

শিমরন হেটমায়ার (জন্ম ২৬ ডিসেম্বর ১৯৯৬) একজন গায়ানিজ ক্রিকেটার যিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেন।[1] তিনি ওয়েস্ট ইন্ডিজের ২০১৪ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ দলের সদস্য ছিলেন।ডিসেম্বর ২০১৫ সালে ঘোষণা করা হয় যে তিনি ২০১৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডের অধিনায়ক হবেন।[2]

শিমরন হেটমায়ার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামশিমরন ওডিলন হেটমায়ার
জন্ম (1996-12-26) ২৬ ডিসেম্বর ১৯৯৬
কাম্বারল্যান্ড, গায়ানা
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি লেগ-ব্রেক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক
(ক্যাপ 310)
২১ এপ্রিল ২০১৭ বনাম পাকিস্তান
শেষ টেস্ট১২ জুলাই ২০১৮ বনাম বাংলাদেশ
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৮৩)
২০ ডিসেম্বর ২০১৭ বনাম নিউজিল্যান্ড
শেষ ওডিআই২৫ জুলাই ২০১৮ বনাম বাংলাদেশ
ওডিআই শার্ট নং
টি২০আই অভিষেক
(ক্যাপ ৬৯)
১ জানুয়ারি ২০১৮ বনাম নিউজিল্যান্ড
শেষ টি২০আই৩ জানুয়ারি ২০১৮ বনাম নিউজিল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৪–বর্তমানগায়ানা
২০১৬– বর্তমানগায়ান আমাজন ওয়ারিয়র্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি ওডিআই টি২০আই
ম্যাচ সংখ্যা ২২ ১১
রানের সংখ্যা ৩২২ ১,১৯৮ ৪৪৯
ব্যাটিং গড় ২৬.৮৩ ৩২.৩৭ ৪০.৮১ ৭.০০
১০০/৫০ ০/২ ১/৬ ২/১ ০/০
সর্বোচ্চ রান ৮৬ ১০৭ ১২৭
বল করেছে - - - -
উইকেট - - - -
বোলিং গড় - - - -
ইনিংসে ৫ উইকেট - - - -
ম্যাচে ১০ উইকেট - - - -
সেরা বোলিং - - - -
ক্যাচ/স্ট্যাম্পিং ২/০ ২৩/০ ৬/- ১/-

ঘরোয়া ক্যারিয়ার

২০১৬ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ তে হেটমায়ারের টুয়েন্টি২০ অভিষেক হয়।তিনি গায়ানা আমাজন ওয়ারিয়র্স এর হয়ে খেলেন।২০১৭ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগেও তিনি একই দলের হয়ে খেলেন।[3]

আন্তর্জাতিক ক্যারিয়ার

তিনি অনূর্ধ্ব ১৯ পর্যায়ে দুইটি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেন।২০১৬ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ তার নেতৃত্বেই জয় করে।সেই আসরে তিনি দুইবার ৫০+ রান করেন।[4]

২১ এপ্রিল ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়।[5] ২০ ডিসেম্বর ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার একদিনের আন্তর্জাতিক অভিষেক হয়।[6] তার ১ জানুয়ারি ২০১৮ সালে টুয়েন্টি২০ আন্তর্জাতিক অভিষেকও নিউজিল্যান্ড এর বিপক্ষে হয়।[7]

৬ মার্চ ২০১৮ সালে, ২০১৮ আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তার প্রথম একদিনের আন্তর্জাতিক খেলায় সেঞ্চুরি করেন।[8] ২৫ জুলাই ২০১৮ তারিখে বাংলাদেশের বিপক্ষে তার দ্বিতীয় শতকটি করেন।[9]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.