অ্যাশলে নার্স

অ্যাশলে রেনাল্ডো নার্স (ইংরেজি: Ashley Renaldo Nurse; জন্ম: ২২ ডিসেম্বর, ১৯৮৮) বার্বাডোসে জন্মগ্রহণকারী বিশিষ্ট ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া লিস্ট এ ও টুয়েন্টি২০ ক্রিকেটে বার্বাডোসের প্রতিনিধিত্ব করছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি অফ ব্রেক বোলিং করে থাকেন। পাশাপাশি ডানহাতি ব্যাটসম্যান হিসেবেও দলে ভূমিকা রাখছেন অ্যাশলে নার্স[1]

অ্যাশলে নার্স
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামঅ্যাশলে রেনাল্ডো নার্স
জন্ম (1988-12-22) ২২ ডিসেম্বর ১৯৮৮
বার্বাডোস
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টি২০আই অভিষেক২১ এপ্রিল ২০১১ বনাম পাকিস্তান
শেষ টি২০আই৪ জুন ২০১১ বনাম ভারত
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৭বর্তমানবার্বাডোস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টি২০আই এলএ টি২০
ম্যাচ সংখ্যা ১৮
রানের সংখ্যা ১৬ ৭৪
ব্যাটিং গড় - ১৬ ১৪.৮০
১০০/৫০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৬* ১৬.০০ ১৯*
বল করেছে ৪৮ ১২ ৩৫৫
উইকেট ২৪
বোলিং গড় - - ১৪.৯১
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং - - ৫/২৬
ক্যাচ/স্ট্যাম্পিং ১/ ২/ ৭/
উৎস: ক্রিকইনফো, ১২ এপ্রিল ২০১২

খেলোয়াড়ী জীবন

২১ এপ্রিল, ২০১১ তারিখে সফরকারী পাকিস্তানের বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশগ্রহণের মাধ্যমে অভিষেক ঘটে। খেলায় তিনি নির্ধারিত ৪ ওভারে ৩৩ রান দিলেও কোন উইকেট লাভে ব্যর্থ হন।[2] এরপর নিজস্ব দ্বিতীয় খেলায় সফরকারী ভারতের বিপক্ষে বেশ ভাল বল করেন ৪-০-২৩-০।[3]

মিতব্যয়ী বোলার নার্স বার্বাডোসের পক্ষে টুয়েন্টি২০ ক্রিকেট খেলছেন। এ পর্যন্ত দুইটি লিস্ট এ খেলায় অংশ নিলেও এখন তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটেনি।

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.