পাকিস্তান জাতীয় ক্রিকেট দল

পাকিস্তান ক্রিকেট দল (উর্দু: پاکستان کرکٹ ٹیم) হচ্ছে পাকিস্তানের জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বকারী ক্রিকেট দল। দলটি পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি কর্তৃক নিয়ন্ত্রিত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর পূর্ণ সদস্য হিসেবে পাকিস্তান ক্রিকেট দল টেস্ট ক্রিকেট, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং টুয়েন্টি২০ ক্রিকেট খেলাগুলোয় অংশ নিচ্ছে। বর্তমানে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২য়।[1]

পাকিস্তান
টেস্ট মর্যাদা১৯৫২
প্রথম টেস্টবনাম ভারত, ফিরোজ শাহ কোটলা, দিল্লি, ভারত, ১৬-১৮ অক্টোবর, ১৯৫২
অধিনায়ক সরফরাজ আহমেদ
কোচ মিসবাহ-উল-হক
আইসিসি টেস্ট, ওডিআই এবং টি২০আই র‌্যাঙ্কিং৭ম (টেস্ট)
৬ষ্ঠ (ওডিআই)
১ম (টি২০আই)
টেস্ট ম্যাচ
– বর্তমান বছর
৩৯৯
সর্বশেষ টেস্ট ইংল্যান্ড ক্রিকেট দল,দি ওভাল, ১১-১৪ আগস্ট, ২০১৬
জয়/পরাজয়
– বর্তমান বছর
১২৮/১১৩
২/২
২১ অক্টোবর, ২০১৬ পর্যন্ত

সাফল্যগাঁথা

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান ৮১৭টি খেলায় অংশগ্রহণ করেছে। তন্মধ্যে জয় ৪৩৭, পরাজয় ৩৫৫, টাই ৮ এবং ১৭ খেলায় কোন ফলাফল হয়নি।[2] ১৯৯২ সালের বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়। এছাড়াও, ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে রানার-আপ হয়েছিল। ১৯৮৭ ও ১৯৯৬ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় সহ-স্বাগতিক দেশের মর্যাদা পেয়েছে। ২০০৯ সালের টি২০ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। এছাড়াও, ২০০৭ সালের উদ্বোধনী প্রতিযোগিতায় রানার-আপ হয়েছিল। ১৯৯৯ সালের এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপে দলটি বিজয়ী হয়। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭ সালে বিজয়ী হয়।

বর্তমান খেলোয়াড়

সাবেক খেলোয়াড়

জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, হানিফ মোহাম্মদ, রমিজ রাজা, আমির সোহেল, ওয়াসিম আকরাম,, ওয়াকার ইউনুস, ইমরান খান, ইনজামাম উল হক, শহীদ আফ্রিদি, ইউনুস খান, মিসবাহ-উল-হক, শোয়েব আখতার,

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "India slip to fifth spot in ICC Test rankings"। 14July 2012। এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. All-Time Results Table – One-Day InternationalsESPNCricinfo. Last updated 12 August 2011. Retrieved 12 August 2011.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.