চিলি জাতীয় ক্রিকেট দল
চিলি জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট খেলায় চিলির প্রতিনিধিত্বকারী দল।
চিলি | |
![]() চিলির ক্রিকেট দলের লোগো | |
আইসিসি সদস্যপদ অনুমোদন | ২০০২ |
আইসিসি সদস্য মর্যাদা | অনুমোদিত সদস্য |
আইসিসি উন্নয়ন অঞ্চল | আমেরিকাস |
বিশ্ব ক্রিকেট লীগ বিভাগ | না |
অধিনায়ক | সাইমন শ্যালদারস |
কোচ | {{{current_coach}}} |
আনুষ্ঠানিকভাবে ১ম খেলা | ১৮৯৩ বনাম আর্জেন্টিনা |
৩১ জুলাই ২০০৭ হিসাবে |
ইতিহাস
১৮২৯ সালে চিলিতে প্রথম ক্রিকেট খেলা হয়েছিল এবং প্রথম ক্রিকেট ক্লাব ভালপারাইসো ১৮৬০ সালে প্রতিষ্ঠিত হয়। তার ১৮৯৩ সালে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে।[1]
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চিলির ক্রিকেট আগ্রহ হ্রাস পায়। এর জন্য ২০০২ সালের আগে চিলি আইসিসি এর সদস্যপদ নেয় নি । [2]
অনুমোদিত সদস্য হিসেবে চিলি প্রথম ২০০৬ সালে সুরিনাম-এ আইসিসি আমেরিকাস চ্যাম্পিয়নশিপ এর তৃতীয় বিভাগে অংশ নেয়। শুধুমাত্র ব্রাজিল ব্রাজিল-কে হারিয়ে ঐ টুর্নামেন্ট-এ চিলি তৃতীয় হয়।
একই টুর্নামেন্ট ২০০৮ সালে অনুষ্ঠিত হয়। সেখানে চিলি ব্রাজিল বাদে বাকি সব দলকে হারিয়ে দ্বিতীয় হয়।
টুর্নামেন্ট ইতিহাস
আইসিসি আমেরিকাস চ্যাম্পিয়নশিপ
- ২০০৬: তৃতীয় (তৃতীয় বিভাগ)
- ২০০৮: দ্বিতীয়
- ২০০৯: তৃতীয়
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ আগস্ট ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৪।
- "Cricket Archieve"।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.