চিলি জাতীয় ক্রিকেট দল

চিলি জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট খেলায় চিলির প্রতিনিধিত্বকারী দল।

চিলি
চিলির ক্রিকেট দলের লোগো
চিলির ক্রিকেট দলের লোগো
আইসিসি সদস্যপদ অনুমোদন২০০২
আইসিসি সদস্য মর্যাদা অনুমোদিত সদস্য
আইসিসি উন্নয়ন অঞ্চলআমেরিকাস
বিশ্ব ক্রিকেট লীগ বিভাগনা
অধিনায়কসাইমন শ্যালদারস
কোচ{{{current_coach}}}
আনুষ্ঠানিকভাবে ১ম খেলা১৮৯৩ বনাম আর্জেন্টিনা
৩১ জুলাই ২০০৭ হিসাবে

ইতিহাস

১৮২৯ সালে চিলিতে প্রথম ক্রিকেট খেলা হয়েছিল এবং প্রথম ক্রিকেট ক্লাব ভালপারাইসো ১৮৬০ সালে প্রতিষ্ঠিত হয়। তার ১৮৯৩ সালে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে।[1]

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চিলির ক্রিকেট আগ্রহ হ্রাস পায়। এর জন্য ২০০২ সালের আগে চিলি আইসিসি এর সদস্যপদ নেয় নি । [2]

অনুমোদিত সদস্য হিসেবে চিলি প্রথম ২০০৬ সালে সুরিনাম-এ আইসিসি আমেরিকাস চ্যাম্পিয়নশিপ এর তৃতীয় বিভাগে অংশ নেয়। শুধুমাত্র ব্রাজিল ব্রাজিল-কে হারিয়ে ঐ টুর্নামেন্ট-এ চিলি তৃতীয় হয়।

একই টুর্নামেন্ট ২০০৮ সালে অনুষ্ঠিত হয়। সেখানে চিলি ব্রাজিল বাদে বাকি সব দলকে হারিয়ে দ্বিতীয় হয়।

টুর্নামেন্ট ইতিহাস

আইসিসি আমেরিকাস চ্যাম্পিয়নশিপ

  • ২০০৬: তৃতীয় (তৃতীয় বিভাগ)
  • ২০০৮: দ্বিতীয়
  • ২০০৯: তৃতীয়

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ আগস্ট ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৪
  2. "Cricket Archieve"

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.