ভালপারাইসো

ভালপারাইসো চিলির একটি গুরুত্বপূর্ণ শহর ও বন্দর। রাজধানী সান্তিয়াগো থেকে শহরটি ৬৯.৫ মাইল (১১১.৮ কিমি) দূরে অবস্থিত এবং দেশের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর[3] শহরটি ভালপারাইসো প্রদেশ এবং ভালপারাইসো অঞ্চলের রাজধানী ও মূল কেন্দ্রবিন্দু। সান্তিয়াগো চিলির আনুষ্ঠানিক রাজধানী হলেও, চিলির জাতীয় কংগ্রেস ১৯৯০ সাল থেকে ভালপারাইসোতে অনুষ্ঠিত হচ্ছে।

Valparaíso
ভালপারাইসো

পতাকা

প্রতীক
Valparaíso
Location in Chile
ডাকনাম: প্যাসিফিক, ভাল্পো জুয়েল
স্থানাঙ্ক (city): ৩৩°০৩′ দক্ষিণ ৭১°৩৭′ পশ্চিম
Countryচিলি
Founded1536
ক্যাপিটালভালপারাইসো
সরকার[1]
  ধরনপৌরসভা
আয়তন[2]
  শহর৪০১.৬ কিমি (১৫৫.১ বর্গমাইল)
উচ্চতা১০ মিটার (৩০ ফুট)
জনসংখ্যা (2002)[2]
  শহর২,৭৫,৯৮২
  জনঘনত্ব৬৯০/কিমি (১৮০০/বর্গমাইল)
  পৌর এলাকা২,৭৫,১৪১
  মহানগর৯,৩০,২২০
  Rural৮৪১
সময় অঞ্চলCLT (ইউটিসি−4)
  গ্রীষ্মকালীন (দিসস)CLST (ইউটিসি−3)
এলাকা কোড(country) 56 + (city) 32
ওয়েবসাইটOfficial website (স্পেনীয়)

ঊনবিংশ শতাব্দীতে ভালপারাইসো ভূ-রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সমস্ত জাহাজ ম্যাগেলান প্রণালী দিয়ে আটলান্টিকপ্রশান্ত মহাসাগরের মধ্যে দিয়ে যাতায়াত করত, তাদের অন্যতম প্রধান বিশ্রামস্থল আর পণ্য খালাসের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এ শহরটি। সে সময়ে বহু ইউরোপীয় অভিবাসী শহরটিতে পাড়ি জমিয়েছিল। শহরের সুবর্ণ সময়ে বিশ্বের নাবিকদের কাছে এটি লিটল সান ফ্রান্সিসকোজুয়েল অব দ্যা প্যাসিফিক নামে সমাদৃত ছিল।

ভালপারাইসো এর বন্দর শহরের ঐতিহাসিক কোয়ার্টার
Valparaíso
ভালপারাইসো শহর
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
অবস্থানচিলি 
আয়তন [4]
মানদণ্ডiii
তথ্যসূত্র959
স্থানাঙ্ক৩৩°০২′৪৫″ দক্ষিণ ৭১°৩৬′৫৯″ পশ্চিম
শিলালিপির ইতিহাস2003 (? অজানা সভা)
ওয়েবসাইটwww.municipalidaddevalparaiso.cl
ভালপারাইসোর অবস্থান

তথ্যসূত্র

  1. (স্পেনীয়) "Municipality of Valparaíso"। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১০
  2. (স্পেনীয়) Instituto Nacional de Estadísticas
  3. "Valparaíso Article"। ১৫ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৩
  4. http://geoine-ine-chile.opendata.arcgis.com/pages/publicaciones.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.