স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল

স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল (ইংরেজি: Scotland national cricket team) স্কটল্যান্ডের দল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলায় প্রতিনিধিত্ব করছে। ১৯৯৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্যপদ লাভ করে।[1] এরপূর্বে দুই বছর পূর্বে দলটি ইংল্যান্ড ক্রিকেট দলের সাথে সম্পর্কচ্ছেদ ঘটিয়ে স্বতন্ত্র দল গঠন করে। ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত গর্ডন ড্রুমন্ড দলের অধিনায়কত্ব করেন।[2] বর্তমানে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন কাইল কোয়েতজার। এপ্রিল ২০১৪ সালে নিউজিল্যান্ডের গ্র্যান্ট ব্র্যাডবার্ন কোচের দায়িত্বে রয়েছেন।[3] তিনি অস্ট্রেলীয় পিটার স্টেইনডলের স্থলাভিষিক্ত হয়েছেন।[4]

স্কটল্যান্ড
ক্রিকেট স্কটল্যান্ড লোগো
ক্রিকেট স্কটল্যান্ড লোগো
আইসিসি সদস্যপদ অনুমোদন১৯৯৪
আইসিসি সদস্য মর্যাদা ওডিআই মর্যাদাসম্পন্ন সহযোগী সদস্য
আইসিসি উন্নয়ন অঞ্চলইউরোপ
বিশ্ব ক্রিকেট লীগ বিভাগপ্রথম
অধিনায়ককাইল কোয়েতজার
কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন
আনুষ্ঠানিকভাবে ১ম খেলা৭ মে, ১৮৪৯ ব অল ইংল্যান্ড একাদশ, এডিনবরা
একদিনের আন্তর্জাতিক
খেলার সংখ্যা ৬৭
জয়/পরাজয় ২৪/৪০ (ফলাফল হয়নি ৩টি)
প্রথম শ্রেণীর ক্রিকেট
খেলার সংখ্যা ১৯১
জয়/পরাজয় ৩৬/৬৮
লিস্ট এ ক্রিকেট
খেলার সংখ্যা ৩৩৬
জয়/পরাজয় ৭৫/২৪৭
আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব
অংশগ্রহণ ৪ (১৯৯৭-এ প্রথম)
সেরা ফলাফল বিজয়ী, ২০০৫
৮ সেপ্টেম্বর, ২০১৪ হিসাবে

ইতিহাস

১৯৯৯ সালে দলটি বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করলেও পাঁচটি খেলাতেই হেরে যায়।[5] পরবর্তীতে ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে দলটি যোগ্যতা অর্জন করতে পারেনি।[6] দলটি ২০০৪ সালে প্রথমবারের মতো আইসিসি আন্তঃমহাদেশীয় কাপে খেলতে নামে। শারজায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে। এরপর কেনিয়াকে হারিয়ে ফাইনালে যায় ও কানাডাকে হারিয়ে কাপ জয় করে।[7] ২০০৫ সালে পুণরায় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও প্রথম পর্ব পেরুতে পারেনি।[8] ৭ জুলাই, ২০০৫ তারিখে অনুষ্ঠিত ২০০৫ সালের আইসিসি ট্রফি প্রতিযোগিতায় সেমি-ফাইনালে উত্তোরণের মাধ্যমে দলটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণের মর্যাদা পায় ১ জানুয়ারি, ২০০৬ থেকে পরবর্তী ২০০৯ সালের আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব পর্যন্ত।[9]

বিশ্বকাপের বাইরে দলটি প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট অংশ নেয় জুন, ২০০৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে। এরপর আগস্টে ইউরোপীয় চ্যাম্পিয়নশীপে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গভাবে একদিনের আন্তর্জাতিকে খেলে।[10]

রেকর্ডসমূহ

একদিনের আন্তর্জাতিক

বর্তমান সদস্য

নাম বয়স (২১ নভেম্বর ২০১৯) ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন ওডিআই প্রথম-শ্রেণী মন্তব্য
অধিনায়ক
কাইল কোয়েতজার৩৫ বছর, ২২১ দিনডানহাতিরাইট মিডিয়াম২৭ডারহাম
সহঃ অধিনায়ক
প্রিস্টন মমসেন৩২ বছর, ৩৮ দিনডানহাতিঅফ ব্রেক২৩১০ডারহাম
ব্যাটসম্যান
রিচি বেরিংটন৩২ বছর, ২৩২ দিনডানহাতিরাইট মিডিয়াম৩২১৫
হামিশ গার্ডিনার২৮ বছর, ৩২১ দিনডানহাতি-
ক্যালাম ম্যাকলিওড৩১ বছর, ৬৭ দিনডানহাতিরাইট মিডিয়ামওয়ারউইকশায়ার
ফ্রেদি কোলম্যান২৭ বছর, ৩৫৫ দিনডানহাতি-
কাশিম শেখ৩৫ বছর, ২২ দিনবামহাতিলেফট মিডিয়াম১২
উইকেট-কিপার
ম্যাট ক্রস২৭ বছর, ৩৭ দিনডানহাতিনটিংহ্যামশায়ার
ক্রেগ ওয়ালেস২৯ বছর, ১৪৭ দিনডানহাতি
ডেভিড মার্ফি৩০ বছর, ১৫০ দিনডানহাতি৫৩নর্দাম্পটনশায়ার
অল-রাউন্ডার
মজিদ হক৩৬ বছর, ২৮৩ দিনডানহাতিঅফ ব্রেক৪৪১৯
মাইকেল লিস্ক২৯ বছর, ২৩ দিনডানহাতিঅফ ব্রেক
ম্যাট মাচান২৮ বছর, ২৭৯ দিনবামহাতিঅফ ব্রেক১২২০সাসেক্স
নিল কার্টার৪৪ বছর, ২৯৬ দিনবামহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট১১১
গর্ডন ড্রুমন্ড৩৯ বছর, ২১৪ দিনডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট৩০১২
ফাস্ট-বোলার
গর্ডন গোদি৩২ বছর, ১০১ দিনডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট১৬১৩
ইয়ান ওয়ার্ডল৩৪ বছর, ১৪৫ দিনডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট১২ইয়র্কশায়ার
জোশ ডেভিত্রুটি: বৈধ বছর, মাস, দিন প্রয়োজনডানহাতিডানহাতি ফাস্ট১২
রব টেলর২৯ বছর, ৩৩৫ দিনডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট১৩লিচেস্টারশায়ার
সাফিয়ান শরীফ২৮ বছর, ১৮৪ দিনডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট১৫১৩কেন্ট
ক্যালভিন বার্নেট২৯ বছর, ২৯ দিনবামহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট-
রুয়াদ্রি স্মিথ২৫ বছর, ১০৮ দিনডানহাতিডানহাতি মিডিয়াম-গ্ল্যামারগন
অ্যালাসদার ইভান্স৩০ বছর, ৩১৩ দিনডানহাতিডানহাতি মিডিয়াম-
স্পিন-বোলার
মনিব ইকবাল৩৩ বছর, ২৬৬ দিনডানহাতিলেগ ব্রেক১৩ডারহাম

কোচিং কর্মকর্তা

তথ্যসূত্র

  1. Scotland at Cricket Archive
  2. Cricinfo, Accessed 30 November 2010
  3. Scotland appoint Bradburn as head coach
  4. Tennant fills the gap for now by Jon Coates, 11 July 2007 at CricketEurope
  5. 1999 Cricket World Cup at Cricinfo
  6. 2003 Cricket World Cup at Cricinfo
  7. 2004 ICC Intercontinental Cup at Cricinfo
  8. 2005 ICC Intercontinental Cup at Cricinfo
  9. Ireland's ODI status – the facts by Andrew Nixon, 19 April 2007 at CricketEurope
  10. List of Scotland's ODIs at Cricket Archive
  11. TOBY BAILEY JOINS CRICKET SCOTLAND STAFF
  12. "Paul Collingwood joins Scotland coaching staff"। ১২ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.