পাকিস্তান জাতীয় মহিলা ক্রিকেট দল

পাকিস্তান মহিলা ক্রিকেট দল পেশাদার ক্রিকেট দল হিসেবে পাকিস্তানের পক্ষে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশগ্রহণ করছে। ২০১০ সালের এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়লাভ একমাত্র দলীয় সাফল্যরূপে বিবেচিত।[1] দলের বর্তমান অধিনায়কের দায়িত্ব পালন করছেন সানা মীর

পাকিস্তান
ডাকনাম{{{nickname}}}
আইসিসি সদস্যপদ অনুমোদন১৯৫২
সংস্থাপাকিস্তান ক্রিকেট বোর্ড
আইসিসি সদস্য মর্যাদা পূর্ণাঙ্গ সদস্য
অঞ্চলএশিয়া
অধিনায়কসানা মীর
কোচমোহতাশিম রশীদ
১ম আনুষ্ঠানিক খেলা২৮ জুলাই ১৯৯৭ ব নিউজিল্যান্ড, হ্যাগলে ওভাল, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড
ক্রিকেট বিশ্বকাপ
অংশগ্রহণ ৩ (১ম অংশগ্রহণ ১৯৯৭)
সেরা ফলাফল ৬ষ্ঠ (২০০৯)
ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব
অংশগ্রহণ ৩ (১ম অংশগ্রহণ ২০০৩)
সেরা ফলাফল রানার-আপ (২০০৮, ২০১১)
মহিলা বিশ্ব টুয়েন্টি২০
অংশগ্রহণ ৪ (১ম অংশগ্রহণ ২০০৯)
সেরা ফলাফল ১ম রাউন্ড (২০০৯, ২০১০, ২০১২, ২০১৪)
মহিলা বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব
অংশগ্রহণ ১ (১ম অংশগ্রহণ ২০১৩)
সেরা ফলাফল চ্যাম্পিয়ন (২০১৩)
২৫ নভেম্বর, ২০১৫ অনুযায়ী

ইতিহাস

পাকিস্তানে মহিলাদের ক্রিকেট খেলার ধারণাটি প্রথমবারের মতো দানা বেঁধে ওঠে ১৯৯৬ সালে। শাইজা খান ও শারমীন খান - দুই বোন এ ধারণার প্রবর্তনকারী হিসেবে রয়েছেন। এরজন্যে তাদেরকে আদালতের মুখোমুখি হতে হয়। পাশাপাশি তাদেরকে মৃত্যুর হুমকি পর্যন্ত প্রদান করা হয়। কিন্তু পাকিস্তান সরকার তাদের রক্ষণশীল মনোভাবের কারণে ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে ক্রিকেট খেলার অনুমতি প্রদান করতে অস্বীকৃতি জানায়। এছাড়াও, ধর্মীয় কারণে ও জনস্বার্থের কথা বিবেচনায় এনে মহিলাদের কোন খেলায় অংশগ্রহণে বিধি-নিষেধ আরোপ করা হয়।[2][3]

আন্তর্জাতিক ক্রিকেট

১৯৯৭ সালে পাকিস্তান দল প্রথমবারের মতো নিউজিল্যান্ডঅস্ট্রেলিয়া দলের বিপক্ষে মহিলাদের ক্রিকেটে অংশগ্রহণ করে। কিন্তু ঐ সফরের তিনটি একদিনের আন্তর্জাতিকেই দলটি পরাজিত হয়েছিল। এরপর ঐ বছরের শেষদিকে ভারতে অনুষ্ঠিত মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য দলটিকে আমন্ত্রণ জানানো হয়। প্রতিযোগিতার পাঁচটি খেলাতেই তারা হেরে যায় ও ১১দলের অংশগ্রহণে বিশ্বকাপ ক্রিকেটে সর্বশেষ স্থান দখল করে। পরের বছর শ্রীলঙ্কা সফরে তিনটি ওডিআই এবং একমাত্র টেস্ট খেলায় অংশগ্রহণ করলেও পরাজিত হয়।

বর্তমান আন্তর্জাতিক র‌্যাঙ্কিং

আইসিসি মহিলাদের র‌্যাঙ্কিংয়ে টেস্ট, ওডিআই ও টুয়েন্টি২০ আন্তর্জাতিকের ফলাফলকে একটিমাত্র র‌্যাঙ্কিং ব্যবস্থায় তুলে ধরেছে। টেমপ্লেট:আইসিসি মহিলা র‌্যাঙ্কিং

বর্তমান দল

পাকিস্তান মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সানা মীর

ফেব্রুয়ারি, ২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০১৭ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণের লক্ষ্যে ঘোষিত পাকিস্তান মহিলা দলের সদস্যদের তালিকা নিম্নরূপ:[4]

মানচিত্রে

জন্মস্থান অনুযায়ী খেলোয়াড়দের নাম

তথ্যসূত্র

  1. "Pakistan women win historic gold at Asian Games"। ESPNcricinfo। ১৯ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৪
  2. "Bowlers in baggy pants will bat for women's rights"। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০০৫
  3. "Women defy Pakistan road race ban"। BBC News। ২১ মে ২০০৫। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০০৫
  4. "Pakistan Women Team announced for ICC Women World Cup Qualifier, 2017"Pakistan Cricket Board। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.