নিউজিল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দল

নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল নিউজিল্যান্ডের মহিলাদের জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্বকারী দল এটি।[1] হোয়াইট ফার্নস ডাকনামে এ দলটির পরিচিতি রয়েছে। নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল ১৯৩৫ সালে সর্বপ্রথম টেস্ট ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে। অভিষেক টেস্টে ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে তারা অবশ্য পরাজিত হয়েছিল। এরপর থেকে তারা কেবলমাত্র অস্ট্রেলিয়াদক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে মাত্র দু’টি টেস্টে জয়লাভ করতে সক্ষম হয়।

নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের পতাকা
নিউজিল্যান্ডের পতাকা
ডাকনামহোয়াইট ফার্নস
আইসিসি সদস্যপদ অনুমোদন১৯২৬
সংস্থানিউজিল্যান্ড ক্রিকেট
আইসিসি সদস্য মর্যাদা পূর্ণাঙ্গ সদস্য
অঞ্চলপূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
অধিনায়কসুজি বেটস
কোচহাইডি টিফেন
১ম আনুষ্ঠানিক খেলা
ক্রিকেট বিশ্বকাপ
অংশগ্রহণ ১০ (১ম অংশগ্রহণ ১৯৭৩)
সেরা ফলাফল চ্যাম্পিয়ন (২০০০)
মহিলা বিশ্ব টুয়েন্টি২০
অংশগ্রহণ ৪ (১ম অংশগ্রহণ ২০০৯)
সেরা ফলাফল রানার-আপ (২০০৯, ২০১০)
২৫ নভেম্বর, ২০১৫ অনুযায়ী

ইতিহাস

২০০০ সালের মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটের একদিনের প্রতিযোগিতায় শিরোপা জয়লাভ করে দলটি সবিশেষ কৃতিত্ব প্রদর্শন করে। এমিলি ড্রুমের অধিনায়কত্বে উত্তেজনাপূর্ণ চূড়ান্ত খেলায় অস্ট্রেলিয়া মহিলা দলকে মাত্র চার রানের ব্যবধানে পরাভূত করে এ সাফল্য লাভ করে দলটি। এছাড়াও দলটি বার্ষিক প্রতিযোগিতা হিসেবে অস্ট্রেলিয়া মহিলা দলের সাথে অংশগ্রহণ করে। এ সিরিজটি রোজ বোল সিরিজ নামে পরিচিত। ২০০৪ সালে ইংল্যান্ড সফরে নিউজিল্যান্ড মহিলা দল প্রথমবারের মতো ইংল্যান্ড পুরুষদের দলের বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছিল। সাম্প্রতিককালের ২০০৭/২০০৮ মৌসুমের রোজ বোল সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা ৩-২ ব্যবধানে পরাজিত হয়েছিল।

প্রতিযোগিতায় অংশগ্রহণের ইতিহাস

বিশ্বকাপ

  • ১৯৭৩: ৩য় স্থান
  • ১৯৭৮: ৩য় স্থান
  • ১৯৮২: ৩য় স্থান
  • ১৯৮৮: ৩য় স্থান
  • ১৯৯৩: রানার্স আপ
  • ১৯৯৭: রানার্স আপ
  • ২০০০: চ্যাম্পিয়ন
  • ২০০৫: সেমি-ফাইনাল
  • ২০০৯: রানার্স আপ
  • ২০১৪: ৪র্থ স্থান

বর্তমান সদস্য

খেলোয়াড় বয়স ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন ঘরোয়া দল স্তর
অধিনায়ক ও অল-রাউন্ডার
সুজি বেটস (1987-09-16) ১৬ সেপ্টেম্বর ১৯৮৭ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্টওতাগোওডিআই, টুয়েন্টি২০
সহঃ অধিনায়ক ও অল-রাউন্ডার
সোফি ডিভাইন (1989-09-01) ১ সেপ্টেম্বর ১৯৮৯ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্টওয়েলিংটনওডিআই, টুয়েন্টি২০
ব্যাটসম্যান
নাতালাই ডড (1992-11-20) ২০ নভেম্বর ১৯৯২ডানহাতিডানহাতি অফ ব্রেকনর্দার্ন ডিস্ট্রিক্টসওডিআই, টুয়েন্টি২০
ম্যাডি গ্রিন (1992-10-20) ২০ অক্টোবর ১৯৯২ডানহাতিডানহাতি অফ ব্রেকঅকল্যান্ডওডিআই, টুয়েন্টি২০
অ্যামি স্যাটার্থওয়েট (1986-10-07) ৭ অক্টোবর ১৯৮৬বামহাতিডানহাতি মিডিয়ামক্যান্টারবারিওডিআই, টুয়েন্টি২০
কেটি পার্কিন্স (1988-07-07) ৭ জুলাই ১৯৮৮ডানহাতিডানহাতি মিডিয়ামঅকল্যান্ডওডিআই, টুয়েন্টি২০
উইকেট-রক্ষক
র‌্যাচেল প্রিস্ট (1986-06-13) ১৩ জুন ১৯৮৬ডানহাতিওয়েলিংটনওডিআই, টুয়েন্টি২০
সারা ম্যাকগ্লাশান (1982-03-28) ২৮ মার্চ ১৯৮২ডানহাতিঅকল্যান্ডওডিআই, টুয়েন্টি২০
কেটি মার্টিন (1985-02-07) ৭ ফেব্রুয়ারি ১৯৮৫ডানহাতিওতাগোওডিআই, টুয়েন্টি২০
অল-রাউন্ডার
কেট ব্রডমোর (1991-11-11) ১১ নভেম্বর ১৯৯১ডানহাতিডানহাতি মিডিয়ামসেন্ট্রাল ডিস্ট্রিক্টসওডিআই, টুয়েন্টি২০
লেই কাস্পারেকত্রুটি: বৈধ জন্ম তারিখ প্রয়োজন: বছর, মাস, দিনডানহাতিডানহাতি অফ ব্রেকওতাগোওডিআই, টুয়েন্টি২০
আন্না পিটারসন (1990-09-11) ১১ সেপ্টেম্বর ১৯৯০ডানহাতিডানহাতি মিডিয়ামঅকল্যান্ডওডিআই, টুয়েন্টি২০
পেস বোলার
লি তাহুহু (1990-09-23) ২৩ সেপ্টেম্বর ১৯৯০ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়ামক্যান্টারবারিওডিআই, টুয়েন্টি২০
হান্নাহ রো (1996-10-03) ৩ অক্টোবর ১৯৯৬ডানহাতিডানহাতি মিডিয়ামসেন্ট্রাল ডিস্ট্রিক্টসওডিআই, টুয়েন্টি২০
থামসিন নিউটনডানহাতিডানহাতি মিডিয়ামক্যান্টারবারিটুয়েন্টি২০
ফেলিসিটি লিডন-ডেভিসডানহাতিডানহাতি মিডিয়ামনর্দার্ন ডিস্ট্রিক্টসটুয়েন্টি২০
স্পিন বোলার
জর্জিয়া গাই (1993-11-26) ২৬ নভেম্বর ১৯৯৩ডানহাতিডানহাতি অফ ব্রেকঅকল্যান্ডওডিআই, টুয়েন্টি২০
ইরিন বার্মিংহামডানহাতিলেগ ব্রেকক্যান্টারবারিওডিআই, টুয়েন্টি২০
মরনা নিয়েলসন (1990-02-24) ২৪ ফেব্রুয়ারি ১৯৯০ডানহাতিস্লো লেফট-আর্ম অর্থোডক্সওতাগোওডিআই, টুয়েন্টি২০

তথ্যসূত্র

  1. New Zealand Cricket at www.nzcricket.co.nz

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.