নিউজিল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দল
নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল নিউজিল্যান্ডের মহিলাদের জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্বকারী দল এটি।[1] হোয়াইট ফার্নস ডাকনামে এ দলটির পরিচিতি রয়েছে। নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল ১৯৩৫ সালে সর্বপ্রথম টেস্ট ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে। অভিষেক টেস্টে ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে তারা অবশ্য পরাজিত হয়েছিল। এরপর থেকে তারা কেবলমাত্র অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে মাত্র দু’টি টেস্টে জয়লাভ করতে সক্ষম হয়।
নিউজিল্যান্ড | |
![]() নিউজিল্যান্ডের পতাকা | |
ডাকনাম | হোয়াইট ফার্নস |
আইসিসি সদস্যপদ অনুমোদন | ১৯২৬ |
সংস্থা | নিউজিল্যান্ড ক্রিকেট |
আইসিসি সদস্য মর্যাদা | পূর্ণাঙ্গ সদস্য |
অঞ্চল | পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল |
অধিনায়ক | সুজি বেটস |
কোচ | হাইডি টিফেন |
১ম আনুষ্ঠানিক খেলা | |
ক্রিকেট বিশ্বকাপ | |
অংশগ্রহণ | ১০ (১ম অংশগ্রহণ ১৯৭৩) |
সেরা ফলাফল | চ্যাম্পিয়ন (২০০০) |
মহিলা বিশ্ব টুয়েন্টি২০ | |
অংশগ্রহণ | ৪ (১ম অংশগ্রহণ ২০০৯) |
সেরা ফলাফল | রানার-আপ (২০০৯, ২০১০) |
২৫ নভেম্বর, ২০১৫ অনুযায়ী |
ইতিহাস
২০০০ সালের মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটের একদিনের প্রতিযোগিতায় শিরোপা জয়লাভ করে দলটি সবিশেষ কৃতিত্ব প্রদর্শন করে। এমিলি ড্রুমের অধিনায়কত্বে উত্তেজনাপূর্ণ চূড়ান্ত খেলায় অস্ট্রেলিয়া মহিলা দলকে মাত্র চার রানের ব্যবধানে পরাভূত করে এ সাফল্য লাভ করে দলটি। এছাড়াও দলটি বার্ষিক প্রতিযোগিতা হিসেবে অস্ট্রেলিয়া মহিলা দলের সাথে অংশগ্রহণ করে। এ সিরিজটি রোজ বোল সিরিজ নামে পরিচিত। ২০০৪ সালে ইংল্যান্ড সফরে নিউজিল্যান্ড মহিলা দল প্রথমবারের মতো ইংল্যান্ড পুরুষদের দলের বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছিল। সাম্প্রতিককালের ২০০৭/২০০৮ মৌসুমের রোজ বোল সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা ৩-২ ব্যবধানে পরাজিত হয়েছিল।
প্রতিযোগিতায় অংশগ্রহণের ইতিহাস
বিশ্বকাপ
- ১৯৭৩: ৩য় স্থান
- ১৯৭৮: ৩য় স্থান
- ১৯৮২: ৩য় স্থান
- ১৯৮৮: ৩য় স্থান
- ১৯৯৩: রানার্স আপ
- ১৯৯৭: রানার্স আপ
- ২০০০: চ্যাম্পিয়ন
- ২০০৫: সেমি-ফাইনাল
- ২০০৯: রানার্স আপ
- ২০১৪: ৪র্থ স্থান
বর্তমান সদস্য
খেলোয়াড় | বয়স | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | ঘরোয়া দল | স্তর |
---|---|---|---|---|---|
অধিনায়ক ও অল-রাউন্ডার | |||||
সুজি বেটস | ১৬ সেপ্টেম্বর ১৯৮৭ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | ওতাগো | ওডিআই, টুয়েন্টি২০ |
সহঃ অধিনায়ক ও অল-রাউন্ডার | |||||
সোফি ডিভাইন | ১ সেপ্টেম্বর ১৯৮৯ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | ওয়েলিংটন | ওডিআই, টুয়েন্টি২০ |
ব্যাটসম্যান | |||||
নাতালাই ডড | ২০ নভেম্বর ১৯৯২ | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | নর্দার্ন ডিস্ট্রিক্টস | ওডিআই, টুয়েন্টি২০ |
ম্যাডি গ্রিন | ২০ অক্টোবর ১৯৯২ | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | অকল্যান্ড | ওডিআই, টুয়েন্টি২০ |
অ্যামি স্যাটার্থওয়েট | ৭ অক্টোবর ১৯৮৬ | বামহাতি | ডানহাতি মিডিয়াম | ক্যান্টারবারি | ওডিআই, টুয়েন্টি২০ |
কেটি পার্কিন্স | ৭ জুলাই ১৯৮৮ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | অকল্যান্ড | ওডিআই, টুয়েন্টি২০ |
উইকেট-রক্ষক | |||||
র্যাচেল প্রিস্ট | ১৩ জুন ১৯৮৬ | ডানহাতি | ওয়েলিংটন | ওডিআই, টুয়েন্টি২০ | |
সারা ম্যাকগ্লাশান | ২৮ মার্চ ১৯৮২ | ডানহাতি | অকল্যান্ড | ওডিআই, টুয়েন্টি২০ | |
কেটি মার্টিন | ৭ ফেব্রুয়ারি ১৯৮৫ | ডানহাতি | ওতাগো | ওডিআই, টুয়েন্টি২০ | |
অল-রাউন্ডার | |||||
কেট ব্রডমোর | ১১ নভেম্বর ১৯৯১ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস | ওডিআই, টুয়েন্টি২০ |
লেই কাস্পারেক | ত্রুটি: বৈধ জন্ম তারিখ প্রয়োজন: বছর, মাস, দিন | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ওতাগো | ওডিআই, টুয়েন্টি২০ |
আন্না পিটারসন | ১১ সেপ্টেম্বর ১৯৯০ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | অকল্যান্ড | ওডিআই, টুয়েন্টি২০ |
পেস বোলার | |||||
লি তাহুহু | ২৩ সেপ্টেম্বর ১৯৯০ | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | ক্যান্টারবারি | ওডিআই, টুয়েন্টি২০ |
হান্নাহ রো | ৩ অক্টোবর ১৯৯৬ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস | ওডিআই, টুয়েন্টি২০ |
থামসিন নিউটন | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ক্যান্টারবারি | টুয়েন্টি২০ | |
ফেলিসিটি লিডন-ডেভিস | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | নর্দার্ন ডিস্ট্রিক্টস | টুয়েন্টি২০ | |
স্পিন বোলার | |||||
জর্জিয়া গাই | ২৬ নভেম্বর ১৯৯৩ | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | অকল্যান্ড | ওডিআই, টুয়েন্টি২০ |
ইরিন বার্মিংহাম | ডানহাতি | লেগ ব্রেক | ক্যান্টারবারি | ওডিআই, টুয়েন্টি২০ | |
মরনা নিয়েলসন | ২৪ ফেব্রুয়ারি ১৯৯০ | ডানহাতি | স্লো লেফট-আর্ম অর্থোডক্স | ওতাগো | ওডিআই, টুয়েন্টি২০ |
তথ্যসূত্র
- New Zealand Cricket at www.nzcricket.co.nz