নিউজিল্যান্ড জাতীয় ফুটবল দল
নিউজিল্যান্ড জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে নিউজিল্যান্ডের প্রতিনিধি। নিউজিল্যান্ড ফুটবল বা সংক্ষেপে এনজেডএফ হচ্ছে এই দলটির নিয়ন্ত্রক সংস্থা। দলটির জার্সি ও শর্টস উভয়ই সাদা হওয়ায় এর ডাক নাম অল হোয়াইটস।
ডাকনাম(সমূহ) | অল হোয়াইটস | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | নিউজিল্যান্ড ফুটবল (NZF) | ||
কনফেডারেশন | ওএফসি (ওশেনিয়া) | ||
প্রধান কোচ | রিকি হার্বার্ট | ||
অধিনায়ক | রায়ান নেলসন | ||
সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় | ইভান ভিসেলিচ (৬৬) | ||
শীর্ষ গোলদাতা | ভঘ্যান কনভে (২৮) | ||
স্বাগতিক স্টেডিয়াম | নর্থ হার্বার স্টেডিয়াম (অকল্যান্ড) ওয়েস্টপ্যাক স্টেডিয়াম (ওয়েলিংটন) | ||
ফিফা কোড | NZL | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ৭৮ | ||
সর্বোচ্চ | ৪৭ (আগস্ট ২০০২) | ||
সর্বনিম্ন | ১৫৬ (সেপ্টেম্বর ২০০৭) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ৭৪ | ||
সর্বোচ্চ | ৩৯ (জুন ১৯৮৩) | ||
সর্বনিম্ন | ৯৫ (সেপ্টেম্বর ১৯৯৭, ফেব্রুয়ারি ১৯৯৮) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (ডানেডিন, নিউজিল্যান্ড; ১৭ জুন, ১৯২২) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (অকল্যান্ড, নিউজিল্যান্ড; ১৬ আগস্ট, ১৯৮১) | |||
বৃহত্তম হার | |||
![]() ![]() (ওয়েলিংটন, নিউজিল্যান্ড; ১১ জুলাই, ১৯৩৬) | |||
বিশ্বকাপ | |||
উপস্থিতি | ২ (প্রথম ১৯৮২) | ||
সেরা সাফল্য | প্রথম পর্ব, ১৯৮২ | ||
ওএফসি নেশন্স কাপ | |||
উপস্থিতি | ৮ (প্রথম ১৯৭৩) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন, ১৯৭৩, ১৯৯৮, ২০০২, ২০০৮ | ||
কনফেডারেশন্স কাপ | |||
উপস্থিতি | ৩ (প্রথম ১৯৯৯) | ||
সেরা সাফল্য | প্রথম পর্ব, ১৯৯৯, ২০০৩, ২০০৯ |
নিউজিল্যান্ড দল প্রথম ফিফা বিশ্বকাপে অংশ নেয় ১৯৮২ সালে। পরবর্তীতে ১৪ নভেম্বর, ২০০৯ সালে তারা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা লাভ করে। মানসম্পন্ন ঘরোয়া ফুটবল লিগের অভাবে নিউজিল্যান্ডের বেশিরভাগ ফুটবল খেলোয়াড় ইউরোপ, আমেরিকান মেজর সকার লিগ, ও অস্ট্রেলিয়ার এ লিগগুলোতে খেলে থাকে।
এর আগে ওশেনিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে সুযোগ পেতে অস্ট্রেলিয়ার সালে খেলায় উপনীত হতো। বর্তমানে অস্ট্রেলিয়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের আওতাভুক্ত হওয়ায় নিউজিল্যান্ড দল ওশেনিয়া অঞ্চলের শীর্ষস্থানধারী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখন পর্যন্ত দলটি চারবার (১৯৭৩, ১৯৯৮, ২০০২, ও ২০০৮) ওশেনিয়া নেশন্স কাপ জয় করেছে।