১৯৮২ ফিফা বিশ্বকাপ

১৯৮২ ফিফা বিশ্বকাপ (ইংরেজি: 1982 FIFA World Cup) হল ফিফা বিশ্বকাপের ১২তম আসর যা স্পেনে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৯৮২ সালের ১৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। এতে অংশগ্রহণ করে ২৪টি দেশ।

১৯৮২ ফিফা বিশ্বকাপ
Copa Mundial de Fútbol – España 82
চিত্র:1982fifawc.png
১৯৮২ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল লোগো
টুর্নামেন্টের বিবরণ
স্বাগতিক দেশ স্পেন
তারিখসমূহ১৩ জুন – ১১ জুলাই (২৯ দিন)
দলসমূহ২৪ (৬টি কনফেডারেশন থেকে)
ভেন্যু(সমূহ)১৭ (১৪টি আয়োজক শহরে)
শীর্ষস্থানীয় অবস্থান
চ্যাম্পিয়ন ইতালি (3তম শিরোপা)
রানার-আপ পশ্চিম জার্মানি
তৃতীয় স্থান পোল্যান্ড
চতুর্থ স্থান ফ্রান্স
প্রতিযোগিতার পরিসংখ্যান
ম্যাচ খেলেছে৫২
গোল সংখ্যা১৪৬ (ম্যাচ প্রতি ২.৮১টি)
উপস্থিতি২১,০৯,৭২৩ (ম্যাচ প্রতি ৪০,৫৭২ জন)
শীর্ষ গোলদাতা পাওলো রোসি (৬ গোল)
সেরা খেলোয়াড় পাওলো রোসি

বিশ্বকাপের এই আসরের শিরোপাধারী দল হল ইতালি (তৃতীয় শিরোপা)।

১৯৮২ বিশ্বকাপের ফাইনালে জার্মানির সঙ্গে তারদেল্লির গোলেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ইতালি। ম্যাচের মাত্র ২১ মিনিট বাকি থাকায় বিশ্বকাপ জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছিল দেশটি। আর তাই গোল করেই পুরো মাঠ দৌড়ে বেড়িয়েছিলেন ইতালিয়ান এই খেলোয়াড়। শেষে ৩-১ ব্যবধানে বিশ্বকাপ জিতে নিয়েছিল ইতালি।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.