ইতালি জাতীয় ফুটবল দল

ইতালি জাতীয় ফুটবল দল (ইতালীয়: Nazionale di calcio dell'Italia) আন্তর্জাতিক ফুটবলে ইতালির প্রতিনিধিত্ব করে। এটি নিয়ন্ত্রণ করে ইতালির জাতীয় ফুটবল সংস্থা ফেদেরাজিওনে ইতালিয়ানা জিউয়োকো ক্যালাচিও, সংক্ষেপে এফআইজিসি (FIGC)। ২০০৬ সালের বিশ্বকাপে শিরোপা অর্জন করার মাধ্যমে ইতালি ফিফা বিশ্বকাপ দ্বিতীয় সর্বোচ্চ চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছিল।

 ইতালি
ডাকনাম(সমূহ)আজ্জুররি
অ্যাসোসিয়েশনফেদেরাজিওনে ইতালিয়ানা জিউয়োকো কালচো
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচCesare Prandelli
অধিনায়কGianluigi Buffon
সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড়ফাবিও কান্নাভারো (১৩৬)
শীর্ষ গোলদাতালুইজি রিভা (৩৫)
ফিফা কোডITA
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান
সর্বোচ্চ(নভেম্বর ১৯৯৩
ফেব্রুয়ারি ২০০৭
এপ্রিল ২০০৭-জুন ২০০৭
সেপ্টেম্বর ২০০৭)
সর্বনিম্ন১৬ (এপ্রিল ১৯৯৮, অক্টোবর ২০১০)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান
সর্বোচ্চ(জুন ১৯৩৪-মার্চ ১৯৪০
ডিসেম্বর ১৯৪০-নভেম্বর ১৯৪৫
জুলাই ২০০৬-আগস্ট ২০০৬)
সর্বনিম্ন২১ (নভেম্বর ১৯৫৯)
প্রথম আন্তর্জাতিক খেলা
 ইতালি ৬–২ ফ্রান্স 
(মিলান, ইতালি; ১৫ মে, ১৯১০)
বৃহত্তম জয়
 ইতালি ৯ – ০ মার্কিন যুক্তরাষ্ট্র 
(ব্রেন্টফোর্ড, ইংল্যান্ড; ২ আগস্ট, ১৯৪৮)
বৃহত্তম হার
 হাঙ্গেরি ৭-১ ইতালি 
(বুদাপেস্ট, হাঙ্গেরি; ৬ এপ্রিল, ১৯২৪)
বিশ্বকাপ
উপস্থিতি১৮ (প্রথম ১৯৩৪)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন, ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
উপস্থিতি৮ (প্রথম ১৯৬৮)
সেরা সাফল্য১৯৬৮
কনফেডারেশন্স কাপ
উপস্থিতি১ (প্রথম ২০০৯)
সেরা সাফল্যপ্রথম পর্ব, ২০০৯

আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সাফল্যমণ্ডিত দলগুলোর মধ্যে ইতালির জাতীয় দল অন্যতম। সেই সাথে তারা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী দল। ইতালি মোট চারবার বিশ্বকাপ শিরোপা অর্জন করেছে (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬)। তাদের ওপরে দল আছে, একটিই—ব্রাজিল দলটি যারা পাঁচবার বিশ্বকাপ শিরোপা অর্জন করেছে। এছাড়াও ইতালি একবার উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ (১৯৬৮), গ্রীষ্মকালীন অলিম্পিক শিরোপা (১৯৬৩) এবং দুইবার সেন্ট্রাল ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল কাপ জয় করেছে।

ইতালির জাতীয় দলের জার্সি ও সকল ইতালীয় দল এবং অ্যাথলেটদের জার্সির রং হচ্ছে অ্যাজুর নীল[1] এজন্য এই দলটির ডাকণামও হয়েছে আজুরো।

ট্রফি

প্রতিযোগিতামোট
অলিম্পিক গেমস্‌
বিশ্ব চ্যাম্পিয়নশীপ
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ
ভূমধ্যসাগরীয় ক্রীড়া
সর্বমোট১০১৯
যুব দলমোট
উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৬
উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭
উয়েফা জুনিয়র প্রতিযোগিতা
উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৮
উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯
উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১
মোট১০২১

তথ্যসূত্র

  1. Azure blue was the colour of the royal house of the Kingdom of Italy. In its first two matches, the Italian national team wore white shirts with shorts from the club of each player; the azure shirts were introduced in the third match.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.