ফিফা
ফিফা (ফরাসি: FIFA বা Fédération Internationale de Football Association — উচ্চারণ: ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্ দ্য ফুৎবল্ আসোসিয়াসিওঁ), অর্থাৎ আন্তর্জাতিক ফুটবল সংস্থা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত। বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা ফুটবলের প্রধান অনুষ্ঠানগুলো বিশেষ করে ফিফা বিশ্বকাপ আয়োজন ও তত্ত্বাবধান করে থাকে।
![]() | |
নীতিবাক্য | For the Good of the Game (খেলার ভালোর জন্য) |
---|---|
গঠিত | ২১ মে, ১৯০৪ |
ধরণ | ক্রীড়া সংগঠন |
সদরদপ্তর | জুরিখ, সুইজারল্যান্ড |
সদস্যপদ | ২১১ জাতীয় সংস্থা |
প্রেসিডেন্ট | জিয়ান্নি ইনফান্তিনো |
ওয়েবসাইট | ফিফা |
ইতিহাস
প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে, উরুগুয়ে।
গঠন
সম্মান ও পুরস্কার
==শাসন ও খেলার উন্নয়ন==GYtff
ব্যবসায়িক কার্যকলাপ
আর্থিক অনিয়মের জন্য দোষারোপ
ফিফা কাঠামোবদ্ধ টুর্নামেন্ট
পুরুষদের প্রতিযোগিতা
- ফিফা বিশ্বকাপ
- ফিফা কনফেডারেশন্স কাপ
- পুরুষদের অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট
- ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
- ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
- ফিফা ক্লাব বিশ্বকাপ
- ফিফা ফুটসাল বিশ্বকাপ
মহিলাদের প্রতিযোগিতা
- ফিফা মহিলা বিশ্বকাপ
- মহিলাদের অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট
বর্তমান শিরোপাধারী
ফ্রান্স-২০১৮
অধিকতর পড়াশোনা
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.