উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ

উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ উয়েফা আয়োজিত প্রধান আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। ১৯৬০ সাল থেকে প্রতি চার বছর পর পর এটি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বকাপের দুই বছর পরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথমদিকে এই প্রতিযোগিতার নাম ছিল ইউরোপীয়ান নেশন্‌স কাপ। ১৯৬৮ সালে নাম পরিবর্তন করে ইউরোপীয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ রাখা হয়। নির্দিষ্ট প্রতিযোগিতাগুলোকে সংক্ষিপ্ত করে ইউরো ২০০৮ আকারে ডাকা হয়।

উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ
প্রতিষ্ঠিত১৯৬০
অঞ্চলইউরোপ (উয়েফা)
দলের সংখ্যা৫৩ (কোয়ালিফায়ার)
২৪ (ফাইনাল)
বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল (১ম খেতাব জয়ী)
সর্বাধিক সফল দল জার্মানি
 স্পেন
(৩য় খেতাব জয়ী প্রতেকে)
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

১৯৮৪ সাল থেকে উয়েফা ইউমেন'স চ্যাম্পিয়নশিপ নামে মহিলাদের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। ১৯৯৭ সাল থেকে এটি চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া অনুর্ধ-২১ চ্যাম্পিয়নশিপ ও প্রচলিত আছে যেটি দুইবছর পর পর অনুষ্ঠিত হয়।

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফিফা বিশ্বকাপ এর পরে সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট।[1][2]

ফলাফল

চূড়ান্ত পর্বে পৌঁছনো দলসমূহ

বিজয়ীদের মানচিত্র; জার্মানি: দু 'বার পশ্চিম জার্মানি হিসেবে এবং জার্মানি ইউনাইটেড একবার, সোভিয়েত ইউনিয়ন হিসেবে রাশিয়া এবং চেকোস্লোভাকিয়া হিসাবে চেক প্রজাতন্ত্র।
দল খেতাব দ্বিতীয় দল চূড়ান্ত দল
 জার্মানি ৩ (১৯৭২1, ১৯৮০1, ১৯৯৬) ৩ (১৯৭৬1, ১৯৯২, ২০০৮)
 স্পেন ৩ (১৯৬৪*, ২০০৮, ২০১২) ১ (১৯৮৪)
 ফ্রান্স ২ (১৯৮৪*, ২০০০)
 সোভিয়েত ইউনিয়ন ১ (১৯৬০) ৩ (১৯৬৪, ১৯৭২, ১৯৮৮)
 ইতালি ১ (১৯৬৮*) ২ (২০০০, ২০১২)
 চেক প্রজাতন্ত্র ১ (১৯৭৬2) ১ (১৯৯৬)
 নেদারল্যান্ডস ১ (১৯৮৮)
 ডেনমার্ক ১ (১৯৯২)
 গ্রিস ১ (২০০৪)
 যুগোস্লাভিয়া ২ (১৯৬০, ১৯৬৮)
 বেলজিয়াম ১ (১৯৮০)
 পর্তুগাল ১ (২০০৪*)
* hosts
1 as West Germany
2 as Czechoslovakia

তথ্যসূত্র

  1. "Pros and Cons of Multi-hosted Euros" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ মার্চ ২০১৪ তারিখে, Soccer Newsday, 4 July 2012, Retrieved 24 March 2014.
  2. "What Does Hosting the Copa America in 2016 Mean to the United States?", Bleacher Report, 25 October 2012, Retrieved 24 March 2014.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.