কনকাকাফ গোল্ড কাপ

কনকাকাফ গোল্ড কাপ (স্পেনীয়: Copa de Oro de la Concacaf) কনকাকাফ অঞ্চলের পুরুষদের প্রধান জাতীয় ফুটবল দলের প্রতিযোগিতাউত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয় অঞ্চলের ফুটবল খেলায় শীর্ষস্থান অধিকারী দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১৯৯১ সাল থেকে কনকাকাফ গোল্ড কাপের প্রবর্তন করা হয়। প্রতি দুই বছর অন্তর কনকাকাফ গোল্ড কাপ অনুষ্ঠিত হয়। ফিফা কনফেডারেশন্স কাপে অংশগ্রহণের লক্ষ্যে কনকাকাফ ও ফিফার শিরোপাধারী দল পরবর্তী বছরের প্রতিযোগিতায় স্বয়ংক্রিয়ভাব যোগ্যতা অর্জন করার বিধান রাখা হয়েছে।

কনকাকাফ গোল্ড কাপ
প্রতিষ্ঠিত১৯৯১
অঞ্চলউত্তর আমেরিকা, মধ্য আমেরিকাক্যারিবিয় (কনকাকাফ)
দলের সংখ্যা১২
বর্তমান চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র (৫ম শিরোপা)
সর্বাধিক সফল দল মেক্সিকো (৬ শিরোপা)
ওয়েবসাইটwww.goldcup.org
২০১৫ কনকাকাফ গোল্ড কাপ

ইতিহাস

১৯৮৯ সালে কনকাকাফ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার বিলুপ্তি ঘটলে কনকাকাফ ফেডারেশন পুণরায় ১৯৯০ সালে আঞ্চলিক চ্যাম্পিয়নশীপ নির্ধারণে নতুন ফুটবল প্রতিযোগিতার রূপরেখা প্রণয়ন করে। কনকাকাফ গোল্ড কাপ নামে নতুন এ ফুটবল প্রতিযোগিতা ১৯৯১ সালে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। আট দলের এ প্রতিযোগিতায় স্বাগতিক দল চ্যাম্পিয়ন হয়। মেক্সিকো পরবর্তী বছরগুলোয় আধিপত্য বিস্তার করে। ১৯৯৩, ১৯৯৬ এবং ১৯৯৮ সালে একাধিক্রমে তিনবার দলটি চ্যাম্পিয়ন হয়।

১৯৯৬ সালের প্রতিযোগিতায় প্রথমবারের মতো অতিথি দল হিসেবে তৎকালীন ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নধারী ব্রাজিল দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ২০০০ সালে দল সংখ্যা বৃদ্ধি করে ১২ দলে নিয়ে আসা হয়। কানাডা এতে শিরোপা লাভ করে যা তাদের আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে একশত বছরেরও অধিক সময়ের মধ্যে প্রথম বৃহৎ সাফল্য হিসেবে বিবেচিত।

২০০৭ সালের গোল্ড কাপ প্রতিযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ - ২৪ জুন, ২০০৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। শিকাগোতে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় পূর্বতন বছরের চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ২-১ ব্যবধানে মেক্সিকোকে পরাভূত করে। কানাডা এবং গুয়াদেলুপ দলকে যৌথভাবে তৃতীয় স্থানের অধিকারী হিসেবে মর্যাদা দেয়া হয়।[1] রোজ বোলে অনুষ্ঠিত ২০১১ গোল্ড কাপের চূড়ান্ত খেলায় ৪-২ ব্যবধানে মার্কিন দলকে পরাভূত করে মেক্সিকো। প্রতিযোগিতায় মার্কিন দলকে বেশ চড়াই-উৎরাই পার হতে হয়। পানামার বিরুদ্ধে নাটকীয়ভাবে জয়ী হয়ে তারা ফাইনালে পৌঁছেছিল।

যোগ্যতা নির্ধারণ

উত্তর আমেরিকার অঞ্চল

  • স্বয়ংক্রীয়ভাবে যোগ্যতা অর্জন : ৩ দল

মধ্য আমেরিকার অঞ্চল

  • কোপা সেন্ট্রোআমেরিকানা থেকে যোগ্যতা অর্জন : শীর্ষ ৫ দল

ক্যারিবিয় অঞ্চল

  • ক্যারিবিয়ান কাপ থেকে যোগ্যতা অর্জন : শীর্ষ ৪ দল

ফলাফল

কনকাকাফ গোল্ড কাপ
সাল স্বাগতিক দেশ চূড়ান্ত খেলা তৃতীয় স্থান নির্ধারণ
বিজয়ী ফলাফল রানার-আপ তৃতীয় স্থান ফলাফল চতুর্থ স্থান
১৯৯১
বিস্তারিত
 মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র
০-০ অতিরিক্ত
(৪-৩ পেনাল্টি)

হন্ডুরাস

মেক্সিকো
২-০
কোস্টা রিকা
১৯৯৩
বিস্তারিত
 মার্কিন যুক্তরাষ্ট্র
&  মেক্সিকো

মেক্সিকো
৪-০
মার্কিন যুক্তরাষ্ট্র
 কোস্টা রিকা
 জ্যামাইকা
১-১
অতিরিক্ত()
২০০৯
বিস্তারিত
 মার্কিন যুক্তরাষ্ট্র
মেক্সিকো
৫-০
মার্কিন যুক্তরাষ্ট্র
 কোস্টা রিকা
 হন্ডুরাস
২০১১
বিস্তারিত
 মার্কিন যুক্তরাষ্ট্র
মেক্সিকো
৪-২
মার্কিন যুক্তরাষ্ট্র
 পানামা
 হন্ডুরাস

তথ্যসূত্র

  1. "International Match Calendar - Fixed dates for national team matches 2008-2014" (PDF)। FIFA। ২০০৮-০৫-২৭। সংগ্রহের তারিখ ২০০৮-১০-১৪

আরও দেখুন

বহিঃসংযোগ

টেমপ্লেট:CONCACAF Gold Cup টেমপ্লেট:North American football tournaments

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.