জার্মানি জাতীয় ফুটবল দল
জার্মানির জাতীয় ফুটবল দল (জার্মান: 'Die deutsche Fußballnationalmannschaft — উচ্চারণ: ডি ডয়েচ্ ফুসবালনাতশিওনালমানশাফট') হচ্ছে ১৯০৮ সাল থেকে আন্তর্জাতিক ফুটবলে জার্মানির প্রতিনিধি। এটি নিয়ন্ত্রণ করে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (DFB) (Deutscher Fußball-Bund)। যা ১৯০০ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো।
![]() | |||
ডাকনাম(সমূহ) | ডাই মানশ্যাফ্ট (দ্য টিম), অজার্মানভাষী গণমাধ্যমে ব্যবহৃত হয় ডাই ডিএফবি-এল্ফ (ডিএফবি একাদশ) | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (Deutscher Fußball-Bund — DFB) | ||
কনফেডারেশন | উয়েফা (ইউরোপ) | ||
প্রধান কোচ | ইওয়াখিম ল্যোভ | ||
অধিনায়ক | বাস্তিয়ান শোয়েনস্টেইগার। Most caps = লোথার মাথেউস (১৫০) | ||
শীর্ষ গোলদাতা | মিরোস্লাভ ক্লোসা (৭১) | ||
ফিফা কোড | GER | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১ | ||
সর্বোচ্চ | ১ (আগস্ট ১৯৯৩, জুলাই ২০১৪- বর্তমান) | ||
সর্বনিম্ন | ২৩ (মার্চ ২০০৬) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১ | ||
সর্বোচ্চ | ১ (১৯৯০-৯২, ১৯৯৩-৯৪, ১৯৯৬-৯৭, জুলাই ২০১৪- বর্তমান) | ||
সর্বনিম্ন | ২৮ (১৯২৩) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (বাজেল, সুইজারল্যান্ড; ৫ এপ্রিল, ১৯০৮) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (স্টকহোম, সুইডেন; ১ জুলাই, ১৯১২) | |||
বৃহত্তম হার | |||
![]() ![]() (অক্সফোর্ড, ইংল্যান্ড; ১৩ মার্চ, ১৯০৯)[1] | |||
বিশ্বকাপ | |||
উপস্থিতি | ১৬ (প্রথম ১৯৩৪) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন, ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪ | ||
ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ | |||
উপস্থিতি | ১০ (প্রথম ১৯৭২) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন, ১৯৭২, ১৯৮০, ১৯৯৬ | ||
কনফেডারেশন্স কাপ | |||
উপস্থিতি | ২ (প্রথম ১৯৯৯) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন ২০১৭ |
১৯৫০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এই দলটিকে পশ্চিম জার্মানি হিসেবে অভিহিত করা হতো। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডিবিএফ মূলত ফেডারেল রিপাবলিক অফ জার্মানিকে কেন্দ্র করেই প্রতিষ্ঠিত হয়। আর এই ফেডারেল রিপাবলিককে ১৯৪৯ থেকে ১৯৫০ পর্যন্ত পশ্চিম জার্মানি হিসেবে ডাকা হতো। ১৯৫০ সালের বিশ্বকাপের পর ফিফার মাধ্যমে ডিবিএফ পশ্চিম জার্মানির ফুটবল দলের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। তবে সেসময় জার্মানির পৃথক দলের অস্তিত্বও ছিলো, এবং সেগুলো ছিলো ফিফা দ্বারা স্বীকৃত। এর মধ্যে আছে সারাল্যান্ড দল (১৯৫০-১৯৫৬), ও পূর্ব জার্মানি ফুটবল দল (১৯৫২-১৯৯০)। পরবর্তীতে উভয় দলই বর্তমানের মূল দলের সাথে একত্রিত হয়। সেই সাথে ফিফার মাধ্যমে তাদের খেলা সংখ্যা, গোল, বিশ্বকাপ জয়, রেকর্ড, প্রভৃতি সবকিছু মূল জার্মানি দলের সাথে একত্রীকরণ করা হয়। ১৯৯০ সালে জার্মানি দলটির ফিফার প্রাতিষ্ঠানিক কোড ‘Germany FR’ (FRG) থেকে পরিবর্তিত হয়ে ‘Germany’ (GER) হয়।
আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অন্যতম সফল দল তিনটির মধ্যে জার্মানি একটি। এখন পর্যন্ত দলটি চারবার ফিফা বিশ্বকাপ শিরোপা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয় করেছে। বিশ্বের সবচেয়ে বেশি স্থিতিশীল ও ঠান্ডা মাথার দল হিসেবে ধরা হয়। চারবার করে শিরোপা জয়ের পাশাপাশি দলটি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লীগের তিনবার ও বিশ্বকাপ ফুটবলে চারবার রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। সেই সাথে তারা চারবার বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করেছিলো। ১৯৭৬ সালে পূর্ব জার্মানি অলিম্পিকে স্বর্ণপদক জয় করে। ফুটবল ইতিহাসে জার্মানি-ই একমাত্র দেশ যারা পুরুষ ও নারী উভয় ফুটবল বিশ্বকাপে শিরোপা অর্জন করতে সমর্থ হয়েছে।
ট্রফি
প্রতিদ্বন্দ্বিতা | ![]() | ![]() | ![]() | মোট |
---|---|---|---|---|
বিশ্ব চ্যাম্পিয়নশিপ | ৪ | ৪ | ৪ | ১২ |
ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ | ৩ | ৩ | ২ | ৮ |
কনফেডারেশন্স কাপ | ০ | ০ | ১ | ১ |
অলিম্পিক ফুটবল | ০ | ০ | ১ | ১ |
সর্বমোট | ৬ | ৭ | ৮ | ২২ |
ফিফা ওয়ার্ল্ড রাঙ্কিং | 1993 | 1 | ||
1994 | 5 | |||
1995 | 2 | |||
1996 | 2 | |||
1997 | 2 | |||
1998 | 3 | |||
1999 | 5 | |||
2000 | 11 | |||
2001 | 12 | |||
2002 | 4 | |||
2003 | 12 | |||
2004 | 19 | |||
2005 | 17 | |||
2006 | 6 | |||
2007 | 5 | |||
2008 | 2 | |||
2009 | 6 | |||
2010 | 3 | |||
2011 | 3 | |||
2012 | 2 | |||
2013 | 2 | |||
2014 | 1 | |||
2015 | 4 | |||
2016 | 3 | |||
2017 | 1 | |||
2018 | 16 |
পোশাক বিবর্তন
স্বদেশী[3]
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ১৯০৮
|
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
১৯৩৪ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
১৯৩৮[4] |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
১৯৫৪ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
১৯৭০ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
১৯৭৪ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
১৯৭৮ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ইউরো ১৯৮০ এবং বিশ্বকাপ ১৯৮২
|
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ইউরো
১৯৮৪ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
১৯৮৬ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ইউরো ১৯৮৮ এবং বিশ্বকাপ ১৯৯০
|
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ইউরো
১৯৯২ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
১৯৯৪ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ইউরো
১৯৯৬ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
১৯৯৮ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ইউরো
২০০০ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
২০০২ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ইউরো
২০০৪ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
২০০৬ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ইউরো
২০০৮ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
২০১০ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ইউরো
২০১২ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
২০১৪ |
Away[3]
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
১৯৫৪–১৯৫৮ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
১৯৬৬– ১৯৭০ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
১৯৭৪–১৯৭৮ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ইউরো ১৯৮০ – বিশ্বকাপ ১৯৮২
|
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ইউরো ১৯৮৪ – বিশ্বকাপ ১৯৮৬
|
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ইউরো ১৯৮৮ – বিশ্বকাপ ১৯৯০
|
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ইউরো
১৯৯২ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
১৯৯৪ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ইউরো
১৯৯৬ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
১৯৯৮ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ইউরো
২০০০ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
২০০২ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ইউরো
২০০৪ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() কনফেড কাপ
২০০৫ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
২০০৬ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ইউরো
২০০৮ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
২০১০ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ইউরো
২০১২ |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() বিশ্বকাপ
২০১৪ |
ফিফা বিশ্বকাপ রেকর্ড
ফিফা বিশ্বকাপ রেকর্ড | যোগ্যতার রেকর্ড | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বছর | রাউন্ড | অবস্থান | খেলা | জয় | ড্র | হার | গোল | গো প্র | খেলা | জয় | ড্র | হার | গোল | ড়ো প্র | |
![]() |
প্রবেশ করেনি | প্রবেশ করেনি | |||||||||||||
![]() |
তৃতীয় স্থান | ৩য় | ৪ | ৩ | ০ | ১ | ১১ | ৮ | ১ | ১ | ০ | ০ | ৯ | ১ | |
![]() |
প্রথম রাউন্ড | ১০ম | ২ | ০ | ১ | ১ | ৩ | ৫ | ৩ | ৩ | ০ | ০ | ১১ | ১ | |
![]() |
নিষিদ্ধ | নিষিদ্ধ | |||||||||||||
![]() |
চ্যাম্পিয়নস | ১ম | ৬ | ৫ | ০ | ১ | ২৫ | ১৪ | ৪ | ৩ | ১ | ০ | ১২ | ৩ | |
![]() |
চতুর্থ স্থান | ৪র্থ | ৬ | ২ | ২ | ২ | ১২ | ১৪ | ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই | ||||||
![]() |
কোয়ার্টার ফাইনালে | ৭ম | ৪ | ২ | ১ | ১ | ৪ | ২ | ৪ | ৪ | ০ | ০ | ১১ | ৫ | |
![]() |
রানার্স-আপ | ২য় | ৬ | ৪ | ১ | ১ | ১৫ | ৬ | ৪ | ৩ | ১ | ০ | ১৪ | ৫ | |
![]() |
তৃতীয় স্থান | ৩য় | ৬ | ৫ | ০ | ১ | ১৭ | ১০ | ৬ | ৫ | ১ | ০ | ২০ | ৩ | |
![]() |
চ্যাম্পিয়নস | ১ম | ৭ | ৬ | ০ | ১ | ১৩ | ৪ | আয়োজক হিসেব কোয়ালিফাই | ||||||
![]() |
নক আউট পর্যায় | ৬ষ্ঠ | ৬ | ১ | ৪ | ১ | ১০ | ৫ | ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই | ||||||
![]() |
রানার্স-আপ | ২য় | ৭ | ৩ | ২ | ২ | ১২ | ১০ | ৮ | ৮ | ০ | ০ | ৩৩ | ৩ | |
![]() |
রানার্স-আপ | ২য় | ৭ | ৩ | ২ | ২ | ৮ | ৭ | ৮ | ৫ | ২ | ১ | ২২ | ৯ | |
![]() |
চ্যাম্পিয়নস | ১ম | ৭ | ৫ | ২ | ০ | ১৫ | ৫ | ৬ | ৩ | ৩ | ০ | ১৩ | ৩ | |
![]() |
কোয়ার্টার ফাইনাল | ৫ম | ৫ | ৩ | ১ | ১ | ৯ | ৭ | ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই | ||||||
![]() |
৭ম | ৫ | ৩ | ১ | ১ | ৮ | ৬ | ১০ | ৬ | ৪ | ০ | ২৩ | ৯ | ||
![]() ![]() |
রানার্স-আপ | ২য | ৭ | ৫ | ১ | ১ | ১৪ | ৩ | ১০ | ৬ | ৩ | ১ | ১৯ | ১২ | |
![]() |
তৃতীয় স্থান | ৩য় | ৭ | ৫ | ১ | ১ | ১৪ | ৬ | আয়োজক হিসেব কোয়ালিফাই | ||||||
![]() |
তৃতীয় স্থান | ৩য় | ৭ | ৫ | ০ | ২ | ১৬ | ৫ | ১০ | ৮ | ২ | ০ | ২৬ | ৫ | |
![]() |
চ্যাম্পিয়নস | ১ম | ৭ | ৬ | ১ | ০ | ১৮ | ৪ | ১০ | ৯ | ১ | ০ | ৩৬ | ১০ | |
![]() |
TBD | TBD | |||||||||||||
![]() |
TBD | TBD | |||||||||||||
সর্বমোট | ৪র্থ বার বিজয়ী | ১৮/২০ | ১০৬ | ৬৬ | ২০ | ২০ | ২২৪ | ১২১ | ৮৪ | ৬৪ | ১৮ | ২ | ২৪৯ | ৬৬ |
খেলোয়াড়
বর্তমান দল
নিম্নলিখিত ২৩ জন খেলোয়াড় ২০১৪ ফিফা বিশ্বকাপ এর জন্য নির্বাচিত।[5]
প্রশিক্ষক:
নং | অব. | খেলোয়াড় | জন্ম তারিখ (বয়স) | ম্যাচ | ক্লাব |
---|---|---|---|---|---|
১ | গো | ম্যানুএল নয়ার | ২৭ মার্চ ১৯৮৬ (বয়স ২৮) | ৪৫ | ![]() |
২ | র | কেভিন গ্রোসক্রয়েট্জ | ১৯ জুলাই ১৯৮৮ (বয়স ২৫) | ৫ | ![]() |
৩ | র | মাথিয়াস জিন্টার | ১৯ জানুয়ারি ১৯৯৪ (বয়স ২০) | ২ | ![]() |
৪ | র | বেনেডিক্ট হাফিডাস | ২৯ ফেব্রুয়ারি ১৯৮৮ (বয়স ২৬) | ২১ | ![]() |
৫ | র | ম্যাটস হুমেলস | ১৬ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ২৫) | ৩০ | ![]() |
৬ | ম | সামি খেদিরা | ৪ এপ্রিল ১৯৮৭ (বয়স ২৭) | ৪৬ | ![]() |
৭ | ম | বাস্তিয়ান শোয়েনস্টেইগার | ১ আগস্ট ১৯৮৪ (বয়স ২৯) | ১০২ | ![]() |
৮ | ম | মেসুত ওজিল | ১৫ অক্টোবর ১৯৮৮ (বয়স ২৫) | ৫৫ | ![]() |
৯ | ম | আন্দ্রে শুর্লে | ৬ নভেম্বর ১৯৯০ (বয়স ২৩) | ৩৩ | ![]() |
১০ | আ | লুকাস পোদোলস্কি | ৪ জুন ১৯৮৫ (বয়স ২৯) | ১১৪ | ![]() |
১১ | আ | মিরোস্লাভ ক্লোজে | ৯ জুন ১৯৭৮ (বয়স ৩৬) | ১৩২ | ![]() |
১২ | গো | রন-রবার্ট জিলার | ১২ ফেব্রুয়ারি ১৯৮৯ (বয়স ২৫) | ৩ | ![]() |
১৩ | ম | টমাস মুলার | ১৩ সেপ্টেম্বর ১৯৮৯ (বয়স ২৪) | ৪৯ | ![]() |
১৪ | ম | জুলিয়ান ড্রাক্সলার | ২০ সেপ্টেম্বর ১৯৯৩ (বয়স ২০) | ১১ | ![]() |
১৫ | র | এরিক ডার্ম | ১২ মে ১৯৯২ (বয়স ২২) | ১ | ![]() |
১৬ | র | ফিলিপ লাম (অ) | ১১ নভেম্বর ১৯৮৩ (বয়স ৩০) | ১০৬ | ![]() |
১৭ | র | পের মের্টেজাকার | ২৯ সেপ্টেম্বর ১৯৮৪ (বয়স ২৯) | ৯৮ | ![]() |
১৮ | ম | টনি ক্রুস | ৪ জানুয়ারি ১৯৯০ (বয়স ২৪) | ৪৪ | ![]() |
১৯ | ম | মারিও গোটজে | ৩ জুন ১৯৯২ (বয়স ২২) | ২৯ | ![]() |
২০ | র | জেরম বোয়াটেং | ৩ সেপ্টেম্বর ১৯৮৮ (বয়স ২৫) | ৩৯ | ![]() |
২১ | র | শকর্ডান মুস্তাফি | ১৭ এপ্রিল ১৯৯২ (বয়স ২২) | ১ | ![]() |
২২ | গো | রোমান ওয়াইডেনফেলার | ৬ আগস্ট ১৯৮০ (বয়স ৩৩) | ৩ | ![]() |
২৩ | ম | ক্রিস্টোফ ক্রেমার | ১২ ফেব্রুয়ারি ১৯৯১ (বয়স ২৩) | ২ | ![]() |
তথ্যসূত্র
- "All matches of The National Team in 1909"। DFB। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০০৮।
- Worathumrong, N.; Grimes, A. J. (1975-6)। "The effect of o-salicylate upon pentose phosphate pathway activity in normal and G6PD-deficient red cells"। British Journal of Haematology। 30 (2): 225–231। PMID 35। আইএসএসএন 0007-1048। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - "Germany Football Shirts – Old Football Kits"। oldfootballshirts.com। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১১।
- http://www.historicalkits.co.uk/international/tournaments/fifa-world-cup/1938/1938.html
- "Das Team"। DFB। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৪।
বহিসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে জার্মানি জাতীয় ফুটবল দল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- DFB's German national football team page
- team.dfb.de
- DFB's statistics of the German team
- FIFA website: Germany FIFA World Cup victories Winner (1954, 1974, 1990) Runners-Up (1966, 1982, 1986, 2002) Third (1934, 1970, 2006, 2010) Fourth (1958)
- Schwarz und Weiß: A website about the German National Team in English
- RSSSF archive of Germany results
- Reports for all official matches
- RSSSF archive of most capped players and highest goalscorers