জার্মানি জাতীয় ফুটবল দল

জার্মানির জাতীয় ফুটবল দল (জার্মান: 'Die deutsche Fußballnationalmannschaft — উচ্চারণ: ডি ডয়েচ্‌ ফুসবালনাতশিওনালমানশাফট') হচ্ছে ১৯০৮ সাল থেকে আন্তর্জাতিক ফুটবলে জার্মানির প্রতিনিধি। এটি নিয়ন্ত্রণ করে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (DFB) (Deutscher Fußball-Bund)। যা ১৯০০ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো।

 জার্মানি
ডাকনাম(সমূহ)ডাই মানশ্যাফ্‌ট (দ্য টিম), অজার্মানভাষী গণমাধ্যমে ব্যবহৃত হয়
ডাই ডিএফবি-এল্ফ (ডিএফবি একাদশ)
অ্যাসোসিয়েশনজার্মান ফুটবল অ্যাসোসিয়েশন
(Deutscher Fußball-Bund — DFB)
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচইওয়াখিম ল্যোভ
অধিনায়কবাস্তিয়ান শোয়েনস্টেইগার। Most caps = লোথার মাথেউস (১৫০)
শীর্ষ গোলদাতামিরোস্লাভ ক্লোসা (৭১)
ফিফা কোডGER
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান
সর্বোচ্চ(আগস্ট ১৯৯৩, জুলাই ২০১৪- বর্তমান)
সর্বনিম্ন২৩ (মার্চ ২০০৬)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান
সর্বোচ্চ(১৯৯০-৯২, ১৯৯৩-৯৪, ১৯৯৬-৯৭, জুলাই ২০১৪- বর্তমান)
সর্বনিম্ন২৮ (১৯২৩)
প্রথম আন্তর্জাতিক খেলা
  সুইজারল্যান্ড ৫ - ৩  জার্মানি
(বাজেল, সুইজারল্যান্ড; ৫ এপ্রিল, ১৯০৮)
বৃহত্তম জয়
 জার্মানি ১৬ - ০  রাশিয়া
(স্টকহোম, সুইডেন; ১ জুলাই, ১৯১২)
বৃহত্তম হার
 ইংল্যান্ড ৯ - ০  জার্মানি
(অক্সফোর্ড, ইংল্যান্ড; ১৩ মার্চ, ১৯০৯)[1]
বিশ্বকাপ
উপস্থিতি১৬ (প্রথম ১৯৩৪)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন, ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪
ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
উপস্থিতি১০ (প্রথম ১৯৭২)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন, ১৯৭২, ১৯৮০, ১৯৯৬
কনফেডারেশন্স কাপ
উপস্থিতি২ (প্রথম ১৯৯৯)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন ২০১৭

১৯৫০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এই দলটিকে পশ্চিম জার্মানি হিসেবে অভিহিত করা হতো। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডিবিএফ মূলত ফেডারেল রিপাবলিক অফ জার্মানিকে কেন্দ্র করেই প্রতিষ্ঠিত হয়। আর এই ফেডারেল রিপাবলিককে ১৯৪৯ থেকে ১৯৫০ পর্যন্ত পশ্চিম জার্মানি হিসেবে ডাকা হতো। ১৯৫০ সালের বিশ্বকাপের পর ফিফার মাধ্যমে ডিবিএফ পশ্চিম জার্মানির ফুটবল দলের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। তবে সেসময় জার্মানির পৃথক দলের অস্তিত্বও ছিলো, এবং সেগুলো ছিলো ফিফা দ্বারা স্বীকৃত। এর মধ্যে আছে সারাল্যান্ড দল (১৯৫০-১৯৫৬), ও পূর্ব জার্মানি ফুটবল দল (১৯৫২-১৯৯০)। পরবর্তীতে উভয় দলই বর্তমানের মূল দলের সাথে একত্রিত হয়। সেই সাথে ফিফার মাধ্যমে তাদের খেলা সংখ্যা, গোল, বিশ্বকাপ জয়, রেকর্ড, প্রভৃতি সবকিছু মূল জার্মানি দলের সাথে একত্রীকরণ করা হয়। ১৯৯০ সালে জার্মানি দলটির ফিফার প্রাতিষ্ঠানিক কোড ‘Germany FR’ (FRG) থেকে পরিবর্তিত হয়ে ‘Germany’ (GER) হয়।

আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অন্যতম সফল দল তিনটির মধ্যে জার্মানি একটি। এখন পর্যন্ত দলটি চারবার ফিফা বিশ্বকাপ শিরোপা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয় করেছে। বিশ্বের সবচেয়ে বেশি স্থিতিশীল ও ঠান্ডা মাথার দল হিসেবে ধরা হয়। চারবার করে শিরোপা জয়ের পাশাপাশি দলটি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লীগের তিনবার ও বিশ্বকাপ ফুটবলে চারবার রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। সেই সাথে তারা চারবার বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করেছিলো। ১৯৭৬ সালে পূর্ব জার্মানি অলিম্পিকে স্বর্ণপদক জয় করে। ফুটবল ইতিহাসে জার্মানি-ই একমাত্র দেশ যারা পুরুষ ও নারী উভয় ফুটবল বিশ্বকাপে শিরোপা অর্জন করতে সমর্থ হয়েছে।

ট্রফি

[2]

প্রতিদ্বন্দ্বিতামোট
বিশ্ব চ্যাম্পিয়নশিপ ১২
ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ
কনফেডারেশন্স কাপ
অলিম্পিক ফুটবল
সর্বমোট২২
ফিফা ওয়ার্ল্ড রাঙ্কিং 1993 1
1994 5
1995 2
1996 2
1997 2
1998 3
1999 5
2000 11
2001 12
2002 4
2003 12
2004 19
2005 17
2006 6
2007 5
2008 2
2009 6
2010 3
2011 3
2012 2
2013 2
2014 1
2015 4
2016 3
2017 1
2018 16

পোশাক বিবর্তন

স্বদেশী[3]

১৯০৮
বিশ্বকাপ
১৯৩৪
বিশ্বকাপ
১৯৩৮[4]
বিশ্বকাপ
১৯৫৪
বিশ্বকাপ
১৯৭০
বিশ্বকাপ
১৯৭৪
বিশ্বকাপ
১৯৭৮
ইউরো ১৯৮০ এবং বিশ্বকাপ ১৯৮২
ইউরো
১৯৮৪
বিশ্বকাপ
১৯৮৬
ইউরো ১৯৮৮ এবং বিশ্বকাপ ১৯৯০
ইউরো
১৯৯২
বিশ্বকাপ
১৯৯৪
ইউরো
১৯৯৬
বিশ্বকাপ
১৯৯৮
ইউরো
২০০০
বিশ্বকাপ
২০০২
ইউরো
২০০৪
বিশ্বকাপ
২০০৬
ইউরো
২০০৮
বিশ্বকাপ
২০১০
ইউরো
২০১২
বিশ্বকাপ
২০১৪

Away[3]

বিশ্বকাপ
১৯৫৪–১৯৫৮
বিশ্বকাপ
১৯৬৬– ১৯৭০
বিশ্বকাপ
১৯৭৪–১৯৭৮
ইউরো ১৯৮০ – বিশ্বকাপ ১৯৮২
ইউরো ১৯৮৪ – বিশ্বকাপ ১৯৮৬
ইউরো ১৯৮৮ – বিশ্বকাপ ১৯৯০
ইউরো
১৯৯২
বিশ্বকাপ
১৯৯৪
ইউরো
১৯৯৬
বিশ্বকাপ
১৯৯৮
ইউরো
২০০০
বিশ্বকাপ
২০০২
ইউরো
২০০৪
কনফেড কাপ
২০০৫
বিশ্বকাপ
২০০৬
ইউরো
২০০৮
বিশ্বকাপ
২০১০
ইউরো
২০১২
বিশ্বকাপ
২০১৪

ফিফা বিশ্বকাপ রেকর্ড

ফিফা বিশ্বকাপ রেকর্ড যোগ্যতার রেকর্ড
বছর রাউন্ড অবস্থান খেলা জয় ড্র হার গোল গো প্র খেলা জয় ড্র হার গোল ড়ো প্র
১৯৩০ প্রবেশ করেনি প্রবেশ করেনি
১৯৩৪ তৃতীয় স্থান ৩য় ১১
১৯৩৮ প্রথম রাউন্ড ১০ম ১১
১৯৫০ নিষিদ্ধ নিষিদ্ধ
১৯৫৪ চ্যাম্পিয়নস ১ম ২৫ ১৪ ১২
১৯৫৮ চতুর্থ স্থান ৪র্থ ১২ ১৪ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই
১৯৬২ কোয়ার্টার ফাইনালে ৭ম ১১
১৯৬৬ রানার্স-আপ ২য় ১৫ ১৪
১৯৭০ তৃতীয় স্থান ৩য় ১৭ ১০ ২০
১৯৭৪ চ্যাম্পিয়নস ১ম ১৩ আয়োজক হিসেব কোয়ালিফাই
১৯৭৮ নক আউট পর্যায় ৬ষ্ঠ ১০ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই
১৯৮২ রানার্স-আপ ২য় ১২ ১০ ৩৩
১৯৮৬ রানার্স-আপ ২য় ২২
১৯৯০ চ্যাম্পিয়নস ১ম ১৫ ১৩
১৯৯৪ কোয়ার্টার ফাইনাল ৫ম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই
১৯৯৮ ৭ম ১০ ২৩
২০০২ রানার্স-আপ ২য ১৪ ১০ ১৯ ১২
২০০৬ তৃতীয় স্থান ৩য় ১৪ আয়োজক হিসেব কোয়ালিফাই
২০১০ তৃতীয় স্থান ৩য় ১৬ ১০ ২৬
২০১৪ চ্যাম্পিয়নস ১ম ১৮ ১০ ৩৬ ১০
২০১৮ TBD TBD
২০২২ TBD TBD
সর্বমোট ৪র্থ বার বিজয়ী ১৮/২০ ১০৬ ৬৬ ২০ ২০ ২২৪ ১২১ ৮৪ ৬৪ ১৮ ২৪৯ ৬৬

খেলোয়াড়

বর্তমান দল

নিম্নলিখিত ২৩ জন খেলোয়াড় ২০১৪ ফিফা বিশ্বকাপ এর জন্য নির্বাচিত।[5]

প্রশিক্ষক: ইওয়াখিম ল্যোভ

নং অব. খেলোয়াড় জন্ম তারিখ (বয়স) ম্যাচ ক্লাব
গো ম্যানুএল নয়ার (1986-03-27)২৭ মার্চ ১৯৮৬ (বয়স ২৮) ৪৫ বায়ার্ন মিউনিখ
কেভিন গ্রোসক্রয়েট্‌জ (1988-07-19)১৯ জুলাই ১৯৮৮ (বয়স ২৫) বরুসিয়া ডর্টমুন্ড
মাথিয়াস জিন্টার (1994-01-19)১৯ জানুয়ারি ১৯৯৪ (বয়স ২০) এসসি ফ্রেইবার্গ
বেনেডিক্ট হাফিডাস (1988-02-29)২৯ ফেব্রুয়ারি ১৯৮৮ (বয়স ২৬) ২১ শালকে ০৪
ম্যাটস হুমেলস (1988-12-16)১৬ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ২৫) ৩০ বরুসিয়া ডর্টমুন্ড
সামি খেদিরা (1987-04-04)৪ এপ্রিল ১৯৮৭ (বয়স ২৭) ৪৬ রিয়াল মাদ্রিদ
বাস্তিয়ান শোয়েনস্টেইগার (1984-08-01)১ আগস্ট ১৯৮৪ (বয়স ২৯) ১০২ বায়ার্ন মিউনিখ
মেসুত ওজিল (1988-10-15)১৫ অক্টোবর ১৯৮৮ (বয়স ২৫) ৫৫ আর্সেনাল
আন্দ্রে শুর্লে (1990-11-06)৬ নভেম্বর ১৯৯০ (বয়স ২৩) ৩৩ চেলসি
১০ লুকাস পোদোলস্কি (1985-06-04)৪ জুন ১৯৮৫ (বয়স ২৯) ১১৪ আর্সেনাল
১১ মিরোস্লাভ ক্লোজে (1978-06-09)৯ জুন ১৯৭৮ (বয়স ৩৬) ১৩২ লাৎজিও
১২ গো রন-রবার্ট জিলার (1989-02-12)১২ ফেব্রুয়ারি ১৯৮৯ (বয়স ২৫) হানোফার ৯৬
১৩ টমাস মুলার (1989-09-13)১৩ সেপ্টেম্বর ১৯৮৯ (বয়স ২৪) ৪৯ বায়ার্ন মিউনিখ
১৪ জুলিয়ান ড্রাক্সলার (1993-09-20)২০ সেপ্টেম্বর ১৯৯৩ (বয়স ২০) ১১ শালকে ০৪
১৫ এরিক ডার্ম (1992-05-12)১২ মে ১৯৯২ (বয়স ২২) বরুসিয়া ডর্টমুন্ড
১৬ ফিলিপ লাম () (1983-11-11)১১ নভেম্বর ১৯৮৩ (বয়স ৩০) ১০৬ বায়ার্ন মিউনিখ
১৭ পের মের্টেজাকার (1984-09-29)২৯ সেপ্টেম্বর ১৯৮৪ (বয়স ২৯) ৯৮ আর্সেনাল
১৮ টনি ক্রুস (1990-01-04)৪ জানুয়ারি ১৯৯০ (বয়স ২৪) ৪৪ বায়ার্ন মিউনিখ
১৯ মারিও গোটজে (1992-06-03)৩ জুন ১৯৯২ (বয়স ২২) ২৯ বায়ার্ন মিউনিখ
২০ জেরম বোয়াটেং (1988-09-03)৩ সেপ্টেম্বর ১৯৮৮ (বয়স ২৫) ৩৯ বায়ার্ন মিউনিখ
২১ শকর্ডান মুস্তাফি (1992-04-17)১৭ এপ্রিল ১৯৯২ (বয়স ২২) সাম্পদরিয়া
২২ গো রোমান ওয়াইডেনফেলার (1980-08-06)৬ আগস্ট ১৯৮০ (বয়স ৩৩) বরুসিয়া ডর্টমুন্ড
২৩ ক্রিস্টোফ ক্রেমার (1991-02-12)১২ ফেব্রুয়ারি ১৯৯১ (বয়স ২৩) বরুসিয়া মনচিঙ্গলাদ্‌বাখ

তথ্যসূত্র

  1. "All matches of The National Team in 1909"। DFB। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০০৮
  2. Worathumrong, N.; Grimes, A. J. (1975-6)। "The effect of o-salicylate upon pentose phosphate pathway activity in normal and G6PD-deficient red cells"British Journal of Haematology30 (2): 225–231। PMID 35আইএসএসএন 0007-1048 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. "Germany Football Shirts – Old Football Kits"। oldfootballshirts.com। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১১
  4. http://www.historicalkits.co.uk/international/tournaments/fifa-world-cup/1938/1938.html
  5. "Das Team"DFB। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৪

বহিসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.