জার্মান ফুটবল এসোসিয়েশন

জার্মান ফুটবল এসোসিয়েশন (জার্মান: Deutscher Fußball-Bund [ˈdɔʏ̯t͡ʃɐ ˈfuːsbalbʊnt] ) হচ্ছে জার্মানির ফুটবলের পরিচালনা কমিটি। এটি ফিফা এবং উয়েফা উভয়েরই প্রতিষ্ঠাতা সদস্য, জার্মান ফুটবল লীগ পদ্ধতির এখতিয়ার ডিএফবি এবং পুরুষমহিলা জাতীয় দলের দায়িত্বে রয়েছে। ডিএফবি-র সদর দফতর ফ্রাঙ্কফুর্ট এ্যাম মেইনে অবস্থিত। ডিএফবি-র একমাত্র সদস্য হচ্ছে জার্মান ফুটবল লীগ (জার্মান: Deutsche Fußball Liga; ডিএফএল), পেশাদার বুন্দেসলিগা এবং ২. বুন্দেসলিগাসহ পাঁচটি আঞ্চলিক এবং ২১টি রাজ্য সমিতি, আধা-পেশাদার এবং অপেশাদার স্তর সংগঠন করেছে। ডিএফবির ২১টি রাষ্ট্রীয় সংঘের ৬.৮ মিলিয়ন সদস্যের সমন্বয়ে ২৫,০০০টিরও বেশি ক্লাব রয়েছে, যা ডিএফবিকে বিশ্বের একক বৃহত্তম ক্রীড়া ফেডারেশনে পরিণত করেছে।

জার্মান ফুটবল এসোসিয়েশন
উয়েফা
প্রতিষ্ঠাকাল২৮ জানুয়ারি ১৯০০ (1900-01-28)
ফিফা কর্তৃক অনুমোদন১৯০৪
উয়েফা অনুমোদন১৯৫৪
সভাপতিফ্রিৎস কেলার[1]
ওয়েবসাইটdfb.de

গঠন

সভাপতি

বর্তমান সভাপতি ফ্রিৎস কেলার
  • ফেরডিনান্ড হুয়েপে (১৯০০–১৯০৪)
  • ফ্রিড্রিশ ভিলহেম নোহে (১৯০৪–১৯০৫)
  • গটফ্রিড হিঞ্জে (১৯০৫–১৯২৫)
  • ফেলিক্স লিনেমান (১৯২৫–১৯৪৫)
  • পেকো বাউয়েন্স (১৯৪৯–১৯৬২)
  • হেরমান গোসমান (১৯৬২–১৯৭৫)
  • হেরমান নেউবার্গার (১৯৭৫–১৯৯২)
  • এগিডিউস ব্রাউন (১৯৯২–২০০১)
  • গেরহার্ড মায়ের-ভরফেল্ডার (২০০১–২০০৪)
  • গেরহার্ড মায়ের-ভরফেল্ডারটেও জোয়াঞ্জিগার (২০০৪–২০০৬)
  • টেও জোয়াঞ্জিগার (২০০৬–২০১২)
  • ভলফগ্যাং নিরসবাখ (২০১২–২০১৫)
  • রায়নার কোশ (ভারপ্রাপ্ত) ও রিনহার্ড রাউবল (ভারপ্রাপ্ত) (২০১৫–২০১৬)
  • রিনহার্ড গ্রিন্ডেল (২০১৬–এপ্রিল ২০১৯)
  • রায়নার কোশ (ভারপ্রাপ্ত) ও রিনহার্ড রাউবল (ভারপ্রাপ্ত) (২০১৯)
  • ফ্রিৎস কেলার (২০১৯–বর্তমান)

মাসকট

অফিসিয়াল মাসকটটি হল একটি ঈগল যা কালো পালক এবং হলুদ রঙের চাঁচি "পাউলে" নামে পরিচিত (২০০৬ সালের ২৬শে মার্চ হতে)।

তথ্যসূত্র

  1. "DFB nominates Fritz Keller to become new head of German football"dw.com (ইংরেজি ভাষায়)। ডিডব্লিউ। ১৫ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.