জার্মান ফুটবল এসোসিয়েশন
জার্মান ফুটবল এসোসিয়েশন (জার্মান: Deutscher Fußball-Bund [ˈdɔʏ̯t͡ʃɐ ˈfuːsbalbʊnt] ) হচ্ছে জার্মানির ফুটবলের পরিচালনা কমিটি। এটি ফিফা এবং উয়েফা উভয়েরই প্রতিষ্ঠাতা সদস্য, জার্মান ফুটবল লীগ পদ্ধতির এখতিয়ার ডিএফবি এবং পুরুষ ও মহিলা জাতীয় দলের দায়িত্বে রয়েছে। ডিএফবি-র সদর দফতর ফ্রাঙ্কফুর্ট এ্যাম মেইনে অবস্থিত। ডিএফবি-র একমাত্র সদস্য হচ্ছে জার্মান ফুটবল লীগ (জার্মান: Deutsche Fußball Liga; ডিএফএল), পেশাদার বুন্দেসলিগা এবং ২. বুন্দেসলিগাসহ পাঁচটি আঞ্চলিক এবং ২১টি রাজ্য সমিতি, আধা-পেশাদার এবং অপেশাদার স্তর সংগঠন করেছে। ডিএফবির ২১টি রাষ্ট্রীয় সংঘের ৬.৮ মিলিয়ন সদস্যের সমন্বয়ে ২৫,০০০টিরও বেশি ক্লাব রয়েছে, যা ডিএফবিকে বিশ্বের একক বৃহত্তম ক্রীড়া ফেডারেশনে পরিণত করেছে।
উয়েফা | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠাকাল | ২৮ জানুয়ারি ১৯০০ |
ফিফা কর্তৃক অনুমোদন | ১৯০৪ |
উয়েফা অনুমোদন | ১৯৫৪ |
সভাপতি | ফ্রিৎস কেলার[1] |
ওয়েবসাইট | dfb.de |
গঠন
সভাপতি

- ফেরডিনান্ড হুয়েপে (১৯০০–১৯০৪)
- ফ্রিড্রিশ ভিলহেম নোহে (১৯০৪–১৯০৫)
- গটফ্রিড হিঞ্জে (১৯০৫–১৯২৫)
- ফেলিক্স লিনেমান (১৯২৫–১৯৪৫)
- পেকো বাউয়েন্স (১৯৪৯–১৯৬২)
- হেরমান গোসমান (১৯৬২–১৯৭৫)
- হেরমান নেউবার্গার (১৯৭৫–১৯৯২)
- এগিডিউস ব্রাউন (১৯৯২–২০০১)
- গেরহার্ড মায়ের-ভরফেল্ডার (২০০১–২০০৪)
- গেরহার্ড মায়ের-ভরফেল্ডার ও টেও জোয়াঞ্জিগার (২০০৪–২০০৬)
- টেও জোয়াঞ্জিগার (২০০৬–২০১২)
- ভলফগ্যাং নিরসবাখ (২০১২–২০১৫)
- রায়নার কোশ (ভারপ্রাপ্ত) ও রিনহার্ড রাউবল (ভারপ্রাপ্ত) (২০১৫–২০১৬)
- রিনহার্ড গ্রিন্ডেল (২০১৬–এপ্রিল ২০১৯)
- রায়নার কোশ (ভারপ্রাপ্ত) ও রিনহার্ড রাউবল (ভারপ্রাপ্ত) (২০১৯)
- ফ্রিৎস কেলার (২০১৯–বর্তমান)
মাসকট
অফিসিয়াল মাসকটটি হল একটি ঈগল যা কালো পালক এবং হলুদ রঙের চাঁচি "পাউলে" নামে পরিচিত (২০০৬ সালের ২৬শে মার্চ হতে)।
তথ্যসূত্র
- "DFB nominates Fritz Keller to become new head of German football"। dw.com (ইংরেজি ভাষায়)। ডিডব্লিউ। ১৫ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (জার্মান)/(ইংরেজি)
- ফিফায় জার্মানি
- উয়েফায় জার্মানি