বুন্দেসলিগা

ফুটবল-বুন্দেসলিগা ( জার্মান উচ্চারণ: [ˈbʊndəsˌliːɡa] , Federal League; জার্মান: Fußball-Bundesliga) জার্মানির একটি পেশাদার ফুটবল লীগ। সচরাচর এ লীগটি বহিঃর্বিশ্বে বুন্দেসলিগা নামেই সর্বাধিক পরিচিত। জার্মান ফুটবল লীগ পদ্ধতিতে বুন্দেসলিগা জার্মানির প্রধান ফুটবল প্রতিযোগিতা। এতে ১৮টি দলের অংশগ্রহণ হয়ে থাকে। উত্তরণ ও অবনমন - উভয় পদ্ধতিতে ২. বুন্দেসলিগার ফুটবল দলগুলো এর সাথে জড়িত। আগস্ট থেকে মে পর্যন্ত লীগের মৌসুম। অধিকাংশ খেলাই শনি ও রবিবারে অনুষ্ঠিত হয়। তবে, কিছু খেলা সপ্তাহের অন্য দিনগুলোতেও অনুষ্ঠিত হয়ে থাকে।

বুন্দেসলিগা
দেশজার্মানি
কনফেডারেশনউয়েফা
স্থাপিত১৯৬৩
দলের সংখ্যা১৮
স্তর
অবনতি২. বুন্দেসলিগা
ঘরোয়া কাপডিএফবি-পোক্যাল
ডিএফএল-সুপার কাপ
আন্তর্জাতিক কাপউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ
উয়েফা ইউরোপা লীগ
বর্তমান চ্যাম্পিয়নএফসি বায়ার্ন মিউনিখ (২৭তম বুন্দেসলিগা শিরোপা ও ২৫তম জাতীয় শিরোপা)
(২০১৭-১৮)
সর্বাধিক শিরোপাএফসি বায়ার্ন মিউনিখ (২৭তম বুন্দেসলিগা শিরোপা)
শীর্ষ গোলদাতাগের্ড ম্যুলার (৩৬৫ গোল)
টিভি সহযোগীস্কাই ডয়েশল্যান্ড
এআরডি
জেডডিএফ
স্পোর্ট১
লিগা টোটাল!
ওয়েবসাইটBundesliga.de
২০১৮-১৯ ফুটবল-বুন্দেসলিগা

এখন পর্যন্ত লীগে ৫৪ টি ক্লাব খেলেছে।যার মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন ও ২৭ টি শিরোপা নিয়ে সবচেয়ে সফল দল এফসি বায়ার্ন মিউনিখ

ইতিহাস

১৯৬৩ সালে বুন্দেসলিগার প্রচলন হয়। এ পর্যন্ত ৫১টি ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন মৌসুমে অংশগ্রহণ করেছে। ঐ সময় থেকে এফসি বায়ার্ন মিউনিখ লীগে একচ্ছত্র প্রাধান্য বিস্তার করে আছে। ইতিমধ্যে দলটি ২১ বার শিরোপা লাভ করেছে। অন্যান্য শিরোপাধারী দলের মধ্যে রয়েছে - বুরুসিয়া ডর্টমুন্ড, বুরুসিয়া মুনশেনগ্লাডবাখ, হামবুর্গ এসভি, ভ্যার্ডার ব্রেমেন, ভিএফবি স্টুটগার্ট, ভিএফএল ভল্ফসবুর্গ ইত্যাদি।

উয়েফার র‌্যাঙ্কিং পদ্ধতিতে বুন্দেসলিগা শীর্ষস্থানীয় জাতীয় লীগ হিসেবে তৃতীয় স্থানে অবস্থান করছে।[1] ২০০৯ সালে এটি দ্বিতীয় স্থানে ছিল। দর্শক উপস্থিতির হারের দিক দিয়ে বিশ্বের অন্যান্য লীগের তুলনায় শীর্ষস্থানে রয়েছে। সকল ধরনের ক্রীড়ার তুলনায় ২০১১-১২ মৌসুমে লীগে বিশ্বের যে-কোন লীগে দ্বিতীয় সর্বাধিক গড়ে ৪৫,১৩৪ জন দর্শক-সমর্থক প্রতি খেলায় উপস্থিত ছিলেন।[2] টেলিভিশনের রূপালী পর্দায় বিশ্বের দুই শতাধিক দেশে সরাসরি সম্প্রচার করা হয়।[3]

বুন্দেসলিগার বর্তমান ক্লাবসমূহ(২০১৫-১৬ মৌসুম)

ক্লাব ২০১৪-২০১৫ মৌসুমে বুন্দেসলিগায় অবস্থান প্রথম বুন্দেসলিগা মৌসুম বুন্দেসলিগায় মৌসুমের সংখ্যা বর্তমান ব্যাপ্তিকালের প্রথম মৌসুম বর্তমান ব্যাপ্তিকালে খেলা মোট মৌসুম বুন্দেসলিগা শিরোপা জাতীয় শিরোপা সর্বশেষ শিরোপা
এফসি আউগসবুর্গ৫ম২০১১-১২২০১১-১২-
বায়ার ০৪ লেভারকুসেন৪র্থ১৯৭৯-৮০৩৭১৯৭৯-৮০৩৭-
এফসি বায়ার্ন মিউনিখ১ম১৯৬৫-৬৬৫১১৯৬৫-৬৬৫১২৪২৫২০১৫
বুরুশিয়া ডর্টমুন্ড৭ম১৯৬৩-৬৪৪৯১৯৭৬-৭৭৪০২০১২
বুরুশিয়া মুনশেনগ্লাডবাখ৩য়১৯৬৫-৬৬৪৮২০০৮-০৯১৯৭৭
আইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্ট৯ম১৯৬৩-৬৪৪৭২০১২-১৩১৯৫৯
এফসি ইংগোলস্স্ট্যাড ০৪২. বুন্দেসলিগায় ১ম২০১৫-১৬২০১৫-১৬-
হামবুর্গার এসভি ১৬তম১৯৬৩-৬৪৫৩১৯৬৩-৬৪৫৩১৯৮৩
হ্যানওভার ৯৬13th১৯৬৪-৬৫২৮২০০২-০৩১৪১৯৫৪
হেয়ঠা বার্লিন এসসি১৫তম১৯৬৩-৬৪৩৩২০১৩-১৪১৯৩১
টিএসজি ১৮৯৯ হফেনহেইম৮ম২০০৮-০৯২০০৮-০৯-
১. এফসি কোলন১২তম১৯৬৩-৬৪৪৫২০১৪-১৫১৯৬৮
১. এফএসভি মাইন্স ০৫১১তম২০০৪-০৫১০২০০৯-১০-
এসভি ডার্মস্ট্যাড ৯৮২. বুন্দেসলিগায় ২য়১৯৭৮-৭৯২০১৫-১৬-
এফসি শালকে ০৪৬ষ্ঠ১৯৬৩-৬৪৪৮১৯৯১-৯২২৫১৯৫৮
ভিএফবি স্টুটগার্ট১৪তম১৯৬৩-৬৪৫১১৯৭৭-৭৮৩৯২০০৭
এসভি ভের্ডার ব্রেমেন১০ম১৯৬৩-৬৪৫২১৯৮১-৮২৩৫২০০৪
ভিএফএল ভল্ফ্স‌‌বুর্গ2nd১৯৯৭-৯৮১৯১৯৯৭-৯৮১৯২০০৯

বুন্দেসলিগার প্রতিষ্ঠাতা সদস্য
বুন্দেসলিগা থেকে কখনও অবনমন হয়নি

দল অবস্থান ভেন্যু Capacity[4]
এফসি আউগসবুর্গ আউগসবুর্গ এসজিএল এরেনা ৩০,৬৬০
বায়ার ০৪ লেভারকুসেন লেভারকুসেন বে এরেনা ৩০,২১০
এফসি বায়ার্ন মিউনিখ মিউনিখ আলিয়াঞ্জ এরেনা ৭১,০০০
বুরুশিয়া ডর্টমুন্ড ডর্টমুন্ড সিগনাল ইদুনা পার্ক ৮০,৬৪৫
বুরুশিয়া মুনশেনগ্লাডবাখ মুনশেনগ্লাডবাখ বুরুশিয়া পার্ক ৫৪,০১০
আইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্ট ফ্রাঙ্কফুর্ট কমেঞ্জ ব্যাংক এরেনা ৫১,৫০০
এফসি ইংগোলস্স্ট্যাড ০৪ ইংগোলস্স্ট্যাড অডি স্পোর্ট-পার্ক ১৫,০০০
হামবুর্গার এসভি হামবুর্গ ভক্সপার্ক স্ট্যাডিওন ৫৭,০০০
হ্যানওভার ৯৬ হ্যানওভার এইচডিআই এরেনা ৪৯,০০০
হেয়ঠা বার্লিন এসসি বার্লিন অলিম্পিক স্টেডিয়াম (বার্লিন) ৭৪,২৪৪
টিএসজি ১৮৯৯ হফেনহাইম সিন্সহাইম ভিরজল রাইন-নেকার এরেনা ৩০,১৫০
১. এফসি কোলন কোলন রাইন এনার্জি স্ট্যাডিওন ৫০,০০০
১. এফএসভি মাইন্স ০৫ মাইন্স কোফেস এরেনা ৩৪,০০০
এসভি ডার্মস্ট্যাড ৯৮ ডার্মস্ট্যাড মেরেক স্ট্যাডিওন আম বয়েলেনফাল্টর ১৭,০০০
এফসি শালকে ০৪ গেলসেনকিরচেন ভেল্টিন্স এরেনা ৬১,৯৭৩
ভিএফবি স্টুটগার্ট স্টুটগার্ট মার্সিডিজ-বেন্স এরেনা ৬০,৪৪১
এসভি ভের্ডার ব্রেমেন ব্রেমেন ভেজার স্ট্যাডিওন ৪২,১০০
ভিএফএল ভল্ফ্স‌‌বুর্গ ভল্ফ্স‌‌বুর্গ ভক্সওয়াগেন এরেনা ৩০,০০০

তথ্যসূত্র

  1. "UEFA Country Ranking 2011"। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১১
  2. Cutler, Matt (১৫ জুন ২০১০)। "Bundesliga attendance reigns supreme despite decrease"। Sport Business। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১২
  3. "TV BROADCASTERS WORLDWIDE"। ২০ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৩
  4. Smentek, Klaus; ও অন্যান্য (১১ আগস্ট ২০১৪)। "kicker Bundesliga Sonderheft 2014/15"। kicker Sportmagazin (German ভাষায়)। Nuremberg: Olympia Verlag। আইএসএসএন 0948-7964

আরও দেখুন

বহিঃসংযোগ

টেমপ্লেট:1. Bundesliga টেমপ্লেট:Fußball-Bundesliga seasons টেমপ্লেট:Football in Germany টেমপ্লেট:UEFA leagues

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.