বুন্দেসলিগা
ফুটবল-বুন্দেসলিগা ( জার্মান উচ্চারণ: [ˈbʊndəsˌliːɡa] , Federal League; জার্মান: Fußball-Bundesliga) জার্মানির একটি পেশাদার ফুটবল লীগ। সচরাচর এ লীগটি বহিঃর্বিশ্বে বুন্দেসলিগা নামেই সর্বাধিক পরিচিত। জার্মান ফুটবল লীগ পদ্ধতিতে বুন্দেসলিগা জার্মানির প্রধান ফুটবল প্রতিযোগিতা। এতে ১৮টি দলের অংশগ্রহণ হয়ে থাকে। উত্তরণ ও অবনমন - উভয় পদ্ধতিতে ২. বুন্দেসলিগার ফুটবল দলগুলো এর সাথে জড়িত। আগস্ট থেকে মে পর্যন্ত লীগের মৌসুম। অধিকাংশ খেলাই শনি ও রবিবারে অনুষ্ঠিত হয়। তবে, কিছু খেলা সপ্তাহের অন্য দিনগুলোতেও অনুষ্ঠিত হয়ে থাকে।
![]() | |
দেশ | জার্মানি |
---|---|
কনফেডারেশন | উয়েফা |
স্থাপিত | ১৯৬৩ |
দলের সংখ্যা | ১৮ |
স্তর | ১ |
অবনতি | ২. বুন্দেসলিগা |
ঘরোয়া কাপ | ডিএফবি-পোক্যাল ডিএফএল-সুপার কাপ |
আন্তর্জাতিক কাপ | উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ উয়েফা ইউরোপা লীগ |
বর্তমান চ্যাম্পিয়ন | এফসি বায়ার্ন মিউনিখ (২৭তম বুন্দেসলিগা শিরোপা ও ২৫তম জাতীয় শিরোপা) (২০১৭-১৮) |
সর্বাধিক শিরোপা | এফসি বায়ার্ন মিউনিখ (২৭তম বুন্দেসলিগা শিরোপা) |
শীর্ষ গোলদাতা | গের্ড ম্যুলার (৩৬৫ গোল) |
টিভি সহযোগী | স্কাই ডয়েশল্যান্ড এআরডি জেডডিএফ স্পোর্ট১ লিগা টোটাল! |
ওয়েবসাইট | Bundesliga.de |
![]() |
এখন পর্যন্ত লীগে ৫৪ টি ক্লাব খেলেছে।যার মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন ও ২৭ টি শিরোপা নিয়ে সবচেয়ে সফল দল এফসি বায়ার্ন মিউনিখ।
ইতিহাস
১৯৬৩ সালে বুন্দেসলিগার প্রচলন হয়। এ পর্যন্ত ৫১টি ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন মৌসুমে অংশগ্রহণ করেছে। ঐ সময় থেকে এফসি বায়ার্ন মিউনিখ লীগে একচ্ছত্র প্রাধান্য বিস্তার করে আছে। ইতিমধ্যে দলটি ২১ বার শিরোপা লাভ করেছে। অন্যান্য শিরোপাধারী দলের মধ্যে রয়েছে - বুরুসিয়া ডর্টমুন্ড, বুরুসিয়া মুনশেনগ্লাডবাখ, হামবুর্গ এসভি, ভ্যার্ডার ব্রেমেন, ভিএফবি স্টুটগার্ট, ভিএফএল ভল্ফসবুর্গ ইত্যাদি।
উয়েফার র্যাঙ্কিং পদ্ধতিতে বুন্দেসলিগা শীর্ষস্থানীয় জাতীয় লীগ হিসেবে তৃতীয় স্থানে অবস্থান করছে।[1] ২০০৯ সালে এটি দ্বিতীয় স্থানে ছিল। দর্শক উপস্থিতির হারের দিক দিয়ে বিশ্বের অন্যান্য লীগের তুলনায় শীর্ষস্থানে রয়েছে। সকল ধরনের ক্রীড়ার তুলনায় ২০১১-১২ মৌসুমে লীগে বিশ্বের যে-কোন লীগে দ্বিতীয় সর্বাধিক গড়ে ৪৫,১৩৪ জন দর্শক-সমর্থক প্রতি খেলায় উপস্থিত ছিলেন।[2] টেলিভিশনের রূপালী পর্দায় বিশ্বের দুই শতাধিক দেশে সরাসরি সম্প্রচার করা হয়।[3]
বুন্দেসলিগার বর্তমান ক্লাবসমূহ(২০১৫-১৬ মৌসুম)
ক্লাব | ২০১৪-২০১৫ মৌসুমে বুন্দেসলিগায় অবস্থান | প্রথম বুন্দেসলিগা মৌসুম | বুন্দেসলিগায় মৌসুমের সংখ্যা | বর্তমান ব্যাপ্তিকালের প্রথম মৌসুম | বর্তমান ব্যাপ্তিকালে খেলা মোট মৌসুম | বুন্দেসলিগা শিরোপা | জাতীয় শিরোপা | সর্বশেষ শিরোপা |
---|---|---|---|---|---|---|---|---|
এফসি আউগসবুর্গখ | ৫ম | ২০১১-১২ | ৫ | ২০১১-১২ | ৫ | ০ | ০ | - |
বায়ার ০৪ লেভারকুসেনখ | ৪র্থ | ১৯৭৯-৮০ | ৩৭ | ১৯৭৯-৮০ | ৩৭ | ০ | ০ | - |
এফসি বায়ার্ন মিউনিখখ | ১ম | ১৯৬৫-৬৬ | ৫১ | ১৯৬৫-৬৬ | ৫১ | ২৪ | ২৫ | ২০১৫ |
বুরুশিয়া ডর্টমুন্ডখ | ৭ম | ১৯৬৩-৬৪ | ৪৯ | ১৯৭৬-৭৭ | ৪০ | ৫ | ৮ | ২০১২ |
বুরুশিয়া মুনশেনগ্লাডবাখ | ৩য় | ১৯৬৫-৬৬ | ৪৮ | ২০০৮-০৯ | ৮ | ৫ | ৫ | ১৯৭৭ |
আইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্টক | ৯ম | ১৯৬৩-৬৪ | ৪৭ | ২০১২-১৩ | ৪ | ০ | ১ | ১৯৫৯ |
এফসি ইংগোলস্স্ট্যাড ০৪খ | ২. বুন্দেসলিগায় ১ম | ২০১৫-১৬ | ১ | ২০১৫-১৬ | ১ | ০ | ০ | - |
হামবুর্গার এসভিক খ | ১৬তম | ১৯৬৩-৬৪ | ৫৩ | ১৯৬৩-৬৪ | ৫৩ | ৩ | ৬ | ১৯৮৩ |
হ্যানওভার ৯৬ | 13th | ১৯৬৪-৬৫ | ২৮ | ২০০২-০৩ | ১৪ | ০ | ২ | ১৯৫৪ |
হেয়ঠা বার্লিন এসসিক | ১৫তম | ১৯৬৩-৬৪ | ৩৩ | ২০১৩-১৪ | ৩ | ০ | ২ | ১৯৩১ |
টিএসজি ১৮৯৯ হফেনহেইমখ | ৮ম | ২০০৮-০৯ | ৮ | ২০০৮-০৯ | ৪ | ০ | ০ | - |
১. এফসি কোলনক | ১২তম | ১৯৬৩-৬৪ | ৪৫ | ২০১৪-১৫ | ২ | ২ | ৩ | ১৯৬৮ |
১. এফএসভি মাইন্স ০৫ | ১১তম | ২০০৪-০৫ | ১০ | ২০০৯-১০ | ৭ | ০ | ০ | - |
এসভি ডার্মস্ট্যাড ৯৮ | ২. বুন্দেসলিগায় ২য় | ১৯৭৮-৭৯ | ৩ | ২০১৫-১৬ | ১ | ০ | ০ | - |
এফসি শালকে ০৪ক | ৬ষ্ঠ | ১৯৬৩-৬৪ | ৪৮ | ১৯৯১-৯২ | ২৫ | ০ | ৭ | ১৯৫৮ |
ভিএফবি স্টুটগার্টক | ১৪তম | ১৯৬৩-৬৪ | ৫১ | ১৯৭৭-৭৮ | ৩৯ | ৩ | ৫ | ২০০৭ |
এসভি ভের্ডার ব্রেমেনক | ১০ম | ১৯৬৩-৬৪ | ৫২ | ১৯৮১-৮২ | ৩৫ | ৪ | ৪ | ২০০৪ |
ভিএফএল ভল্ফ্সবুর্গখ | 2nd | ১৯৯৭-৯৮ | ১৯ | ১৯৯৭-৯৮ | ১৯ | ১ | ১ | ২০০৯ |
ক বুন্দেসলিগার প্রতিষ্ঠাতা সদস্য
খ বুন্দেসলিগা থেকে কখনও অবনমন হয়নি
দল | অবস্থান | ভেন্যু | Capacity[4] |
---|---|---|---|
এফসি আউগসবুর্গ | আউগসবুর্গ | এসজিএল এরেনা | ৩০,৬৬০ |
বায়ার ০৪ লেভারকুসেন | লেভারকুসেন | বে এরেনা | ৩০,২১০ |
এফসি বায়ার্ন মিউনিখ | মিউনিখ | আলিয়াঞ্জ এরেনা | ৭১,০০০ |
বুরুশিয়া ডর্টমুন্ড | ডর্টমুন্ড | সিগনাল ইদুনা পার্ক | ৮০,৬৪৫ |
বুরুশিয়া মুনশেনগ্লাডবাখ | মুনশেনগ্লাডবাখ | বুরুশিয়া পার্ক | ৫৪,০১০ |
আইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্ট | ফ্রাঙ্কফুর্ট | কমেঞ্জ ব্যাংক এরেনা | ৫১,৫০০ |
এফসি ইংগোলস্স্ট্যাড ০৪ | ইংগোলস্স্ট্যাড | অডি স্পোর্ট-পার্ক | ১৫,০০০ |
হামবুর্গার এসভি | হামবুর্গ | ভক্সপার্ক স্ট্যাডিওন | ৫৭,০০০ |
হ্যানওভার ৯৬ | হ্যানওভার | এইচডিআই এরেনা | ৪৯,০০০ |
হেয়ঠা বার্লিন এসসি | বার্লিন | অলিম্পিক স্টেডিয়াম (বার্লিন) | ৭৪,২৪৪ |
টিএসজি ১৮৯৯ হফেনহাইম | সিন্সহাইম | ভিরজল রাইন-নেকার এরেনা | ৩০,১৫০ |
১. এফসি কোলন | কোলন | রাইন এনার্জি স্ট্যাডিওন | ৫০,০০০ |
১. এফএসভি মাইন্স ০৫ | মাইন্স | কোফেস এরেনা | ৩৪,০০০ |
এসভি ডার্মস্ট্যাড ৯৮ | ডার্মস্ট্যাড | মেরেক স্ট্যাডিওন আম বয়েলেনফাল্টর | ১৭,০০০ |
এফসি শালকে ০৪ | গেলসেনকিরচেন | ভেল্টিন্স এরেনা | ৬১,৯৭৩ |
ভিএফবি স্টুটগার্ট | স্টুটগার্ট | মার্সিডিজ-বেন্স এরেনা | ৬০,৪৪১ |
এসভি ভের্ডার ব্রেমেন | ব্রেমেন | ভেজার স্ট্যাডিওন | ৪২,১০০ |
ভিএফএল ভল্ফ্সবুর্গ | ভল্ফ্সবুর্গ | ভক্সওয়াগেন এরেনা | ৩০,০০০ |
তথ্যসূত্র
- "UEFA Country Ranking 2011"। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১১।
- Cutler, Matt (১৫ জুন ২০১০)। "Bundesliga attendance reigns supreme despite decrease"। Sport Business। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১২।
- "TV BROADCASTERS WORLDWIDE"। ২০ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৩।
- Smentek, Klaus; ও অন্যান্য (১১ আগস্ট ২০১৪)। "kicker Bundesliga Sonderheft 2014/15"। kicker Sportmagazin (German ভাষায়)। Nuremberg: Olympia Verlag। আইএসএসএন 0948-7964।
আরও দেখুন
- ফিফা
- লা লিগা
- অ্যাসোসিয়েশন ফুটবল
- প্রতিযোগিতা
- বিশ্বকাপ ক্রিকেট
- বিশ্বকাপ ফুটবল
- ব্রাজিল জাতীয় ফুটবল দল
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
- DFB — Deutscher Fußball Bund (German Football Association)
টেমপ্লেট:1. Bundesliga টেমপ্লেট:Fußball-Bundesliga seasons টেমপ্লেট:Football in Germany টেমপ্লেট:UEFA leagues