উয়েফা ইউরোপা লীগ

উয়েফা ইউরোপা লীগ (পূর্বে উয়েফা কাপ নামে পরিচিত ছিল) ইউরোপের ক্লাবগুলোকে নিয়ে অনুষ্ঠিত একটি ফুটবল প্রতিযোগিতা যেটি পরিচালনা করে ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন (উয়েফা)। সম্মানের দিক দিয়ে এটি ইউরোপীয়ান ক্লাব ফুটবলে উয়েফা চ্যাম্পিয়নস লীগের পরই অবস্থান। এই কাপের জন্য ক্লাবগুলো নির্বাচিত হয় ঘরোয়া লীগ ও কাপের ফলাফলের উপর ভিত্তি করে।

উয়েফা ইউরোপা লীগ
প্রতিষ্ঠিত১৯৭১ (২০০৯ সাল থেকে বর্তমান রীতিতে)
অঞ্চলউয়েফা (ইউরোপ)
দলের সংখ্যা৪৮ (গ্রুপ পর্ব)
+৮ চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের পর যোগদান করে[1]
১৬০ (মোট)
বর্তমান চ্যাম্পিয়ন চেলসি (২য় শিরোপা)
সর্বাধিক সফল দল সেভিয়া
(৫টি শিরোপা)
টেলিভিশন সম্প্রচারকসম্প্রচারকদের তালিকা
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
২০১৯–২০ উয়েফা ইউরোপা লীগ

১৯৭১ সালে প্রতিযোগিতা শুরু হয়েছিল ইন্টার-সিটিস ফেয়ার্স কাপ এর বদলী হিসেবে। ১৯৯৯ সালে কাপ উইনার্স কাপকে বিলুপ্ত ঘোষণা করে সেটিকে উয়েফা কাপের সাথে একীভূত করা হয়। যদিও ইন্টার-সিটিস ফেয়ার্স কাপকে উয়েফা কাপের পূর্বসূরী বিবেচনা করা হয় এবং ফেরার্স কাপের রেকর্ডকে উয়েফা কাপের রেকর্ড হিসেবে ধরা হয়, তবে কাপ উইনার্স কাপকে উয়েফা কাপের পূর্বসূরী বলা হয় না।

এখন পর্যন্ত ২৮ টি দল এই প্রতিযোগিতার শিরোপা অর্জন করে।যার মধ্যে সেভিয়া ৫ টি শিরোপা নিয়ে সবচেয়ে সফল।প্রতিযোগিতার বর্তমান শিরোপাধারী দল চেলসি

বিজয়ীদের তালিকা

ক্লাব বিজয়ী রানার-আপ বিজয়ের সাল রানার-আপের সাল
সেভিয়া২০০৬, ২০০৭, ২০১৪, ২০১৫, ২০১৬
জুভেন্তাস১৯৭৭, ১৯৯০, ১৯৯৩১৯৯৫
ইন্তারনাজিওনালে১৯৯১, ১৯৯৪, ১৯৯৮১৯৯৭
লিভারপুল১৯৭৩, ১৯৭৬, ২০০১২০১৬
আতলেতিকো মাদ্রিদ২০১০, ২০১২, ২০১৮
বরুসিয়া মানচিংলাদবাখ১৯৭৫, ১৯৭৯১৯৭৩, ১৯৮০
টটেনহাম হটস্পার১৯৭২, ১৯৮৪১৯৭৪
ফেয়েনুর্দ১৯৭৪, ২০০২
ইএফকে ইয়তেবোরিয়ে১৯৮২, ১৯৮৭
রিয়াল মাদ্রিদ১৯৮৫, ১৯৮৬
প্রামা১৯৯৫, ১৯৯৯
পোর্তো২০০৩, ২০১১
চেলসি২০১৩, ২০১৯
আন্দারলেশ্ত১৯৮৩১৯৮৪
আয়াক্স১৯৯২২০১৭
পিএসভি আইন্দোভেন১৯৭৮
এইনট্রাখৎ ফ্রাঙ্কফুর্ট১৯৮০
ইপসউইচ টাউন১৯৮১
বায়ার লেভারকুজেন১৯৮৮
নাপোলি১৯৮৯
বায়ার্ন মিউনিখ১৯৯৬
শালকে ০৪১৯৯৭
গালাতাসারাই২০০০
ভালেন্সিয়া২০০৪
সিএসকেএ মস্কো২০০৫
জেনিত সাঙ্কৎ পিতারবুর্গ২০০৮
শাখতার দোনেৎস্ক২০০৯
ম্যানচেস্টার ইউনাইটেড২০১৭

তথ্যসূত্র

  1. প্রতিটি গ্রুপের শীর্ষ দুইটি দল ১৬ দলের পর্বে অংশগ্রহণের সুযোগ পায়, সেখানে তাদের সাথে যোগ দেয় চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের প্রতিটি গ্রুপের তৃতীয় স্থানে থাকা দল।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.