উয়েফা ইউরোপা লীগ
উয়েফা ইউরোপা লীগ (পূর্বে উয়েফা কাপ নামে পরিচিত ছিল) ইউরোপের ক্লাবগুলোকে নিয়ে অনুষ্ঠিত একটি ফুটবল প্রতিযোগিতা যেটি পরিচালনা করে ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন (উয়েফা)। সম্মানের দিক দিয়ে এটি ইউরোপীয়ান ক্লাব ফুটবলে উয়েফা চ্যাম্পিয়নস লীগের পরই অবস্থান। এই কাপের জন্য ক্লাবগুলো নির্বাচিত হয় ঘরোয়া লীগ ও কাপের ফলাফলের উপর ভিত্তি করে।
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯৭১ (২০০৯ সাল থেকে বর্তমান রীতিতে) |
---|---|
অঞ্চল | উয়েফা (ইউরোপ) |
দলের সংখ্যা | ৪৮ (গ্রুপ পর্ব) +৮ চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের পর যোগদান করে[1] ১৬০ (মোট) |
বর্তমান চ্যাম্পিয়ন | ![]() |
সর্বাধিক সফল দল | ![]() (৫টি শিরোপা) |
টেলিভিশন সম্প্রচারক | সম্প্রচারকদের তালিকা |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
![]() |
১৯৭১ সালে প্রতিযোগিতা শুরু হয়েছিল ইন্টার-সিটিস ফেয়ার্স কাপ এর বদলী হিসেবে। ১৯৯৯ সালে কাপ উইনার্স কাপকে বিলুপ্ত ঘোষণা করে সেটিকে উয়েফা কাপের সাথে একীভূত করা হয়। যদিও ইন্টার-সিটিস ফেয়ার্স কাপকে উয়েফা কাপের পূর্বসূরী বিবেচনা করা হয় এবং ফেরার্স কাপের রেকর্ডকে উয়েফা কাপের রেকর্ড হিসেবে ধরা হয়, তবে কাপ উইনার্স কাপকে উয়েফা কাপের পূর্বসূরী বলা হয় না।
এখন পর্যন্ত ২৮ টি দল এই প্রতিযোগিতার শিরোপা অর্জন করে।যার মধ্যে সেভিয়া ৫ টি শিরোপা নিয়ে সবচেয়ে সফল।প্রতিযোগিতার বর্তমান শিরোপাধারী দল চেলসি।
বিজয়ীদের তালিকা
ক্লাব | বিজয়ী | রানার-আপ | বিজয়ের সাল | রানার-আপের সাল |
---|---|---|---|---|
![]() | ৫ | ০ | ২০০৬, ২০০৭, ২০১৪, ২০১৫, ২০১৬ | |
![]() | ৩ | ১ | ১৯৭৭, ১৯৯০, ১৯৯৩ | ১৯৯৫ |
![]() | ৩ | ১ | ১৯৯১, ১৯৯৪, ১৯৯৮ | ১৯৯৭ |
![]() | ৩ | ১ | ১৯৭৩, ১৯৭৬, ২০০১ | ২০১৬ |
![]() | ৩ | ০ | ২০১০, ২০১২, ২০১৮ | |
![]() | ২ | ২ | ১৯৭৫, ১৯৭৯ | ১৯৭৩, ১৯৮০ |
![]() | ২ | ১ | ১৯৭২, ১৯৮৪ | ১৯৭৪ |
![]() | ২ | ০ | ১৯৭৪, ২০০২ | |
![]() | ২ | ০ | ১৯৮২, ১৯৮৭ | |
![]() | ২ | ০ | ১৯৮৫, ১৯৮৬ | |
![]() | ২ | ০ | ১৯৯৫, ১৯৯৯ | |
![]() | ২ | ০ | ২০০৩, ২০১১ | |
![]() | ২ | ০ | ২০১৩, ২০১৯ | |
![]() | ১ | ১ | ১৯৮৩ | ১৯৮৪ |
![]() | ১ | ১ | ১৯৯২ | ২০১৭ |
![]() | ১ | ০ | ১৯৭৮ | |
![]() | ১ | ০ | ১৯৮০ | |
![]() | ১ | ০ | ১৯৮১ | |
![]() | ১ | ০ | ১৯৮৮ | |
![]() | ১ | ০ | ১৯৮৯ | |
![]() | ১ | ০ | ১৯৯৬ | |
![]() | ১ | ০ | ১৯৯৭ | |
![]() | ১ | ০ | ২০০০ | |
![]() | ১ | ০ | ২০০৪ | |
![]() | ১ | ০ | ২০০৫ | |
![]() | ১ | ০ | ২০০৮ | |
![]() | ১ | ০ | ২০০৯ | |
![]() | ১ | ০ | ২০১৭ | |
তথ্যসূত্র
- প্রতিটি গ্রুপের শীর্ষ দুইটি দল ১৬ দলের পর্বে অংশগ্রহণের সুযোগ পায়, সেখানে তাদের সাথে যোগ দেয় চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের প্রতিটি গ্রুপের তৃতীয় স্থানে থাকা দল।
বহিঃসংযোগ
- UEFA RANKINGS AND MORE...
- Official UEFA Cup website
- UEFA European Cup Football - independent site with regularly updated statistics including club and country rankings, tournament seedings, and match results.
- UEFA Cup final 1966/67