সেভিয়া ফুটবল ক্লাব
সেভিয়া এফ.সি. বা সেভিয়া ফুটবল ক্লাব হলো স্পেনের আন্দালুসিয়া প্রদেশের ফুটবল ক্লাব।[1] সেভিয়া ফুটবল ক্লাবটি সেভিয়া শহরের ফুটবল ক্লাব। সেভিয়া স্পেনের লিগ লা লিগা তে প্রতিষ্ঠার পর খেলে আসছে। এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ২৫শে জানুয়ারি, ১৮৯০ সালে।
![]() | |
পূর্ণ নাম | সেভিয়া ফুটবল ক্লাব |
---|---|
ডাকনাম | লস রোজিব্লাঙ্কোস (লাল এবং সাদা) |
প্রতিষ্ঠিত | ২৫শে জানুয়ারি, ১৮৯০ |
স্টেডিয়াম | রামন সানচেজ পিৎজুয়ান, সেভিয়া, আন্দালুসিয়া, স্পেন |
ধারণক্ষমতা | ৪২,৫০০ জন। |
চেয়ারম্যান | জোসে কাস্ত্রো কারমোনা |
লীগ | লা লিগা |
ইতিহাস
ডাকনাম
এই ক্লাবের ডাকনামগুলো হলো -
- লস রোজিব্লাঙ্কোস (লাল এবং সাদা)।
- লস নারভিয়্নেনসেস (নারভিয়্ন থেকে একজন)।
- এল গ্রান্ডে দে আন্দালুসিয়া।
স্টেডিয়াম
সেভিয়া এফ.সি.এর স্টেডিয়ামের নাম হলো রামন সানচেজ পিৎজুয়ান। এই স্টেডিয়াম আন্দালুসিয়া প্রদেশের সেভিয়া শহরে অবস্থিত। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা হলো ৪২,৫০০ জন।
তথ্যসূত্র
- {{ওয়েব উদ্ধৃতি
বহি:সংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.